Advertisment

Rohit Sharma: এরকমটা হতেই পারে… গিলকে মাঠেই প্রকাশ্যে ধাতানি দেওয়ার পর ফের বিস্ফোরক রোহিত

IND vs AFG 1st T20I Mohali: নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে মারাত্মক ভুল বোঝাবুঝির শিকার হয়ে রোহিত প্যাভিলিয়নের রাস্তা ধরেন। কোনও রান না করেই। ভারতের রান চেজ করার সময়ে দ্বিতীয় বলের ঘটনা। সেই সময়েই যত বিতর্কের সূত্রপাত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma run out, Rohit Sharma angry on Shubman Gill, India vs Afghanistan, IND vs AFG 1st t20

Rohit Sharma angry: মাঠেই মেজাজ হারালেন রোহিত শর্মা (টুইটার)

Rohit Sharma Shubman Gill: ১৪ মাস পরে টিম ইন্ডিয়ার জার্সিতে টি২০-তে কামব্যাক করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে কুড়ি কুড়ির জগতে প্রত্যাবর্তন মোটেই সুখের হল না। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে রানের খাতা না খুলেই আউট হয়ে যান টিম ইন্ডিয়া ক্যাপ্টেন (Rohit Sharma run out)।

Advertisment

নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে মারাত্মক ভুল বোঝাবুঝির শিকার হয়ে রোহিত প্যাভিলিয়নের রাস্তা ধরেন। কোনও রান না করেই। ভারতের রান চেজ করার সময়ে দ্বিতীয় বলের ঘটনা। ওভার পিচড বল রোহিত মিড অফে খেলেন। সেই শট প্রবল ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন কভারে ফিল্ডিং করা ইব্রাহিম জাদরান। রোহিত রানের জন্য ক্রিজ ছেড়ে দিলেও শুভমান গিলকে দেখা যায় রোহিতের রানের কল অগ্রাহ্য করে বলের দিকে দৃষ্টি নিবন্ধ রাখতে। এরপর দুজনে একই প্রান্তে দাঁড়িয়ে থাকা এবং রোহিতের রান আউট হয়ে যাওয়া।

আরও পড়ুন- আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি

এই ঘটনার পর মাঠেই তরুণ সতীর্থ শুভমান গিলের ওপর মেজাজ হারান রোহিত। প্যাভিলিয়নে ফেরার সময় বাছা বাছা শব্দ বন্ধনী ছুঁড়ে দেন গিলের উদ্দেশ্যে। হতাশ হয়ে ফিরে যেতে হয় সাজঘরে।

নিজের সতীর্থকে মাঠেই তুলোধোনা করায় ব্যাপক সমালোচনার শিকার হন রোহিত। পরে অবশ্য রোহিত জানিয়ে দেন, মুহূর্তের উত্তেজনায় এমনটা ঘটে গিয়েছে। ক্রিজে তিনি রান করার লক্ষ্য নিয়ে নেমেছিলেন। তাই আউট হতেই হতাশা গ্রাস করে তাঁকে।

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতকে বলতে শোনা যায়, "এই ধরণের ঘটনা (রান আউট) হয়েই থাকে। আর এরকম হলে হতাশা গ্রাস করে। ক্রিজে নেমেছিলাম রান করার বাসনা নিয়ে। তবে সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী হয় না। আমরা ম্যাচটা জিতেছি, এটাই বড় ঘটনা। চেয়েছিলাম, আমি রান আউট হওয়ার পর গিল যেন রান তোলার ধারা বজায় রাখে। তবে দুৰ্ভাগ্যের দারুণ একটা ছোট্ট ইনিংসের পর গিল আউট হয়ে যায়।"

রোহিতের আউটের পর শুভমান গিল বেশ কিছু মন মাতানো স্ট্রোক খেলে নিজের দোষ পুষিয়ে দেওয়ার চেষ্টা করে যান। তবে তিনিও শেষমেশ ১২ বলে ২৩ করে আউট হয়ে যান। পাওয়ার প্লে-তেই ভারতকে ২ উইকেট হারাতে হয়।

রোহিত ব্যাট হাতে রানের দেখা না পেলেও জয়ী ক্যাপ্টেন হিসাবেই মাঠ ছেড়েছেন। ১৫৯ রান চেজ করতে নেমে ভারত পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল। তবে আফগান বোলাররা এর ফায়দা নিতে পারেননি। গতিহীনতায় ভুগতে থাকা আফগান বোলিং আক্রমণ পেরিয়ে ভারতকে জয়ে পৌঁছে দেন শিবম দুবে। শুভমান গিল আউট হয়ে যাওয়ার পর তিলক ভার্মা (২২ বলে ২৬), জিতেশ শর্মা (২০ বলে ৩১) যোগ্য সহায়তা করেন। রিঙ্কু সিং যথারীতি অপরাজিত থাকেন ৯ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংসে। ছক্কা মেরে উইনিং স্ট্রোক হাঁকান ম্যাচের সেরা শিবম দুবে (Shivam Dube)।

Rohit Sharma India vs Afghanistan Afghanistan Indian Cricket Team Indian Team Shubman Gill Afghanistan Cricket Team
Advertisment