India vs Australia 1st T20 Cricket Score: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি অজিদের। শেষ বলে জয় ছিনিয়ে নিল ফিঞ্চ অ্যান্ড কোং। লড়েও শেষরক্ষা হলো না ভারতের। শেষ ওভারে অজিদের জয়ের জন্য় প্রয়োজন ছিল ১৪ রানের। তীরে এসে তরী ডুবল কোহলিদের।দু'ম্যাচের টি-২০ সিরিজে ১-০ পিছিয়ে গেল ভারত। আগামী বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে ডু-অর-ডাই ম্যাচে নামবে কোহলি অ্যান্ড কোং।
অস্ট্রেলিয়া সফরে টি-২০ ফর্ম্যাটেই বিরাটরা ব্যর্থ হয়েছিল। সেবার ফিঞ্চের অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে বিরাট কোহলি অ্যান্ড কোং অমীমাংসিত ভাবে শেষ করেছিল। দু’দলই একটি করে ম্যাচ জেতে এবং তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছিল। যদিও এরপর ভারত টেস্ট ও ওয়ান-ডে সিরিজ জিতে ইতিহাস লিখেছিল ভারত। ফের একবার টি-২০ সিরিজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এবার খেলা কোহলির দেশে।বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড়ের সামনে শেষ সুযোগ। এককথায় অগ্নিপরীক্ষা। ফলে সেরাটাই উজাড় করে দিতে চাইবেন সবাই। বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই এস রেড্ডি স্টেডিয়াম তৈরি ধুন্ধুমার মহারণের জন্য়।
আরও পড়ুন: India vs Australia 1st T20 Streaming: কখন আর কোথায় দেখবেন ম্যাচ?
India vs Australia 1st T20 Cricket Score
10.19pm: রুদ্ধশ্বাস থ্রিলারের সমাপ্তি। তিন উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল অজিরা।
Australia win a thriller here at Vizag
Win by 3 wickets in the 1st T20I https://t.co/qKQdie3Ayg #INDvAUS pic.twitter.com/hMwOZbWjY2
— BCCI (@BCCI) February 24, 2019
10.০8pm: বিশাখাপত্তনমে রোলারকোস্টার রাইড! রুদ্ধশ্বাস ম্যাচে বুমরা ম্য়াজিক। হ্যান্ডসকম্ব ও কুল্টার নাইলকে তুলে অজিদের রীতিমতো চাপে ফেলে দিলেন। বুমরার জন্য গর্ব করতে পারেন বিরাট। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ফিঞ্চদের।
9.54pm: একেই বলে টি-২০! ব্যাক-টু-ব্যাক উইকেট তুলে অজিদের চাপে ফেলে দিল ভারত। টার্নারের মিডল স্টাম্প ছিটকে দিলেন পাণ্ডিয়া। ১৮ বলে ২১ রান প্রয়োজন ফিঞ্চদের।
9.52pm: মাঠে ফের ধোনি রব! উইকেটের পিছনে ফের একবার নিজের জায়গাটা বুঝিয়ে দিলেন। দুরন্ত ক্ষীপ্রতায় শর্টকে (৩৭) রান আউট করলেন ধোনি। শুধু তাই নয়, রানআউট করেই বলটা ছুঁড়ে দিলেন বুমরাকে। যাতে প্রথমটা নাহলে নন স্ট্রাইকিংয়ের উইকেটটাও অন্তত আসে। ২৪ বলে অজিদের প্রয়োজন ২৬ রান। খেলাটা এখন অন্যরকম মোড় নিয়েছে। উইকেট পড়তেই বিরাটরা অক্সিজেন পেলেন।
9.39pm: হাফ সেঞ্চুরি করে ফিরলেন ম্যাক্সওয়েল। রাহুলের মতোই পরিণতি হলো তাঁর। ৪৩ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেই অজিদের জয়ের রাস্তা করে দিয়ে গেলেন তিনি। ৩৬ বলে ৩৭ রান প্রয়োজন অজিদের। হাতে সাত উইকেট। শর্টের সঙ্গে এখন হ্যান্ডসকম্ব।
FIFTY for @Gmaxi_32 from 40 balls as Australia's reigning T20 Player of the Year is getting the job done in Vizag. Aussies now need 44 off 42 #INDvAUS https://t.co/vHl4XsuVm4 pic.twitter.com/sLYAVHjozr
— cricket.com.au (@cricketcomau) February 24, 2019
9.29pm: ১০ ওভারের খেলা শেষ। দু'উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৬৭ রান তুলল। ক্রিজে সেই ম্যাক্সওয়েল (৪৫) আর শর্ট (২১)। অজিদের সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার জন্য ৬০ বলে প্রয়োজন ৬০ রান। হাতে এখনও রয়েছে আট উইকেট। ধরে খেললেই এই ম্যাচে তাদের জয় প্রত্যাশিত। ভারতের অবিলম্বে প্রয়োজন উইকেট। নাহলে এ ম্য়াচে আর ফেরা সম্ভব হবে না।
After a slow start and two early wickets, Glenn Maxwell (45*) and D'Arcy Short (21*) have taken Australia to 67/2 in 10 overs - 60 more needed to win.#INDvAUS LIVE ➡️ https://t.co/QNPPeLJl3x pic.twitter.com/UuaiMd8qXk
— ICC (@ICC) February 24, 2019
9.14pm: অজিদের সামনে ভারত এদিন নিতান্তই কম রানের টার্গেট দিয়েছে। ফলে বোলারদেরও ওপর চাপটা অনেক বেশি। ফিঞ্চের মতো ম্যাক্সওয়েলেরও আইপিএলের সৌজন্যে ভারতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাঁর কাছে এই মাঠে রান রোটেট করাটা সমস্যার নয়। এরপর হ্যান্ডসকম্ব, কুল্টার-নাইলের মতো ক্রিকেটাররাই রয়েছেন ব্যাটিং লাইন-আপে। তাঁরাও প্রয়োজনে জ্বলে উঠতে পারেন ব্যাট হাতে। বাধ্যতামূলক প্রথম ছ'ওভারের পাওয়ার-প্লে শেষ হলো। অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে তুলল ৪১। ম্যাক্সওয়েল ২৮ রানে ও শর্ট ১২ রানে ক্রিজে রয়েছেন।
Debutant leg-spinner Mayank Markande taken for seven off his first over by Maxwell as the Aussies ready 2-51 after eight #INDvAUS https://t.co/vHl4XsuVm4 pic.twitter.com/vBEzAnBjn7
— cricket.com.au (@cricketcomau) February 24, 2019
8.56pm: শুরুতেই জোড়া উইকেট হারাল অস্ট্রেলিয়া। দুরন্ত শুরু ভারতের। ওপেনার মার্কাস স্টোয়নিস রান আউট হয়ে ফিরে গেলেন। যসপ্রীত বুমরার বিষাক্ত ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে গেলেন ফিঞ্চ। ক্রিজে ডার্সি শর্টের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল। এই সাফল্য ধরে রাখতে পারলে ভারত কিন্তু ম্যাচে ফিরে আসতে পারে।
Two in two there as Stoinis and Finch depart early on.
Australia 9/2 in after 3 overs, chasing 126.https://t.co/qKQdie3Ayg #INDvAUS pic.twitter.com/Emag8Ua3lp
— BCCI (@BCCI) February 24, 2019
8.34pm: অস্ট্রেলিয়াকে ১২৭ রানের টার্গেট দিল ভারত।
Innings Break!
Australian bowlers restrict #TeamIndia to a total of 126/7 in 20 overs.
Scorecard - https://t.co/qKQdie3Ayg #INDvAUS pic.twitter.com/8jVUOFErz5
— BCCI (@BCCI) February 24, 2019
8.28pm: ১৯ ওভার শেষে উঠল ১১৮ রান। মারতে ব্যর্থ ধোনি-চাহাল।
8.19pm: ১৭ ওভার শেষে ১০৯ রান তুলল ভারত। চার বলে দু'রান করে ফিরলেন যাদব। ধোনির সঙ্গে এখন চাহাল। অন্তিম তিন ওভারে ভারতের ভরসা ধোনি। ফ্যানেরা তাঁর থেকে ছয়ের প্রত্যাশায়।
8.09pm: ১৫ ওভার শেষে ১০০ রান উঠল, চলে গেল হাফ ডজন উইকেট। নাইলের তৃতীয় শিকার হলেন পাণ্ডিয়া (৬ বলে ১)। উমেশ যাদবকে নিয়ে বাকিটা পথ এগিয়ে যাবেন ধোনি। এখনই বলে দেওয়া যায় যে, অজিদের জন্য ভারত সহজ রানের টার্গেটই দিতে চলেছে।
8.00pm: ক্লিন বোল্ড হয়ে গেলেন কার্তিক (৩ বলে ১)। কুল্টার নাইলের শিকার হলেন তিনিও। ১৩ ওভার শেষে ভারত ৯৪/৫
7.57pm: হাফ সেঞ্চুরি করেই আউট হলেন রাহুল। জাতীয় দলে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরিতে। এদিন ৩৫ বলে ৫০ করলেন রাহুল। যদিও এরপর আর এক বলই ক্রিজে থাকলেন তিনি। কুল্টার-নাইলের বলে ফিঞ্চের হাতে ক্যাচ আউট হলেন তিনি। আপতত ধোনির সঙ্গে কার্তিক। দু'জনেই উইকেটকিপার-ব্যাটসম্য়ান। হাতে মার রয়েছে।
That's a FIFTY!
Much needed runs for #TeamIndia opener @klrahul11, as he brings up his 5th T20I half-century off 35 deliveries #INDvAUS pic.twitter.com/hWaCY8yjlx
— BCCI (@BCCI) February 24, 2019
7.48pm: পন্থ (৫ বলে ৩) এলেন আর গেলেন । নিজেই নিজের উইকেটটা দিয়ে আসলেন তিনি। স্টেপ আউট করে শট মেরে প্রায় ফিল্ডারের হাতেই বল দিয়ে দিয়েছিলেন তিনি। এই ঝুঁকিপূর্ণ রানটা নেওয়ার কোনও প্রয়োজনই ছিল না সেঅর্থে। ১০ ওভার শেষে ভারত তিন উইকেট হারিয়ে ৮০ রান তুলল। রাহুল এখন পাশে পেলেন ধোনিকে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ভারতের এবার রান রোটেট করার পালা। এরপর ব্যাটসম্যান বলতে কার্তিক আর ক্রুনাল পাণ্ডিয়া রয়েছে।
7.38pm: 'ক্যাপ্টেন ডিপার্টস'! ফিরলেন কোহলি (১৭ বলে ২৪)। জাম্পার বলে কুল্টার নাইলের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। রাহুলের সঙ্গে এখন ঋষভ পন্থ। ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপে এখনও কার্তিক-ধোনির মতো ব্যাটসম্যানরা রয়েছেন। ৯ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ভারত ৭৬ রান তুলল। ওভার পিছু রান রেট ৮.৪৪ করে। ভারতের সম্ভাব্য স্কোর ১৭৫-১৮০ বলেই মনে করছেন অনেকে। এখন দেখার কত রান তুলতে পারে টিম ইন্ডিয়া।
7.28pm: এদিন রাহুলের সম্ভবত নিজেকে সবচেয়ে বেশি প্রমাণ করার তাগিদ রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর হতশ্রী পারফরম্যান্স রীতিমতো সমালোচিত হয়েছিল। এরপর টেলিভিশন শোয়ে বিতর্কিত উপস্থিতির জন্য় সাময়িক নির্বাসনেও ছিলেন তিনি। বিশ্বকাপে রাহুলকে তৃতীয় ওপেনার হিসেবেই ভাবছে টিমের থিঙ্ক ট্যাঙ্ক। সম্প্রতি রাহুল ইন্ডিয়া এ-র হয়ে বেসরকারি টেস্টে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভাল ছন্দে ছিলেন। ফলে আজ তাঁকে ভাল ইনিংস খেলতেই হবে। যদিও এখনও পর্যন্ত রাহুল বেশ ভাল টাচে রয়েছেন। ১৮ বলে ২৭ রান করে ফেলেছেন তিনি। মেরেছেন পাঁচটি চারও। কোহলি ব্যাট করছেন ১৮ রানে। ছ'ওভার শেষে ভারত এক উইকেট হারিয়ে ৪৯ রান তুলল। এর সঙ্গে বাধ্যতামূলক প্রথম ছ'ওভারের পাওয়ার-প্লেও শেষ হলো।
7.15pm: আউট! বেহেরেনডর্ফের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসলেন রোহিত। স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে জাম্পার বলে ক্যাচ দিয়ে আসলেন তিনি। ভারত তিন ওভার শেষে ১৫ রানে এক উইকেট হারাল। ক্রিজে এলেন কোহলি। অনেকদিন পর ফের মাঠে তিনি। আপাতত রাহুলের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিংয়ের।
7.00pm: ম্যাচ শুরু। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে রাহুল। বল হাতে জেসন বেহেরেনডর্ফ।
6.54pm: প্রথা মেনেই চলছে দু'দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা। আর কয়েক মিনিট পরেই শুরু ম্যাচ। বিশাখাপত্তনম আজ হাউস-ফুল। পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে দু'দলের খেলোয়াড়রাই মাঠে দু'মিনিট নীরবতা পালন করলেন। কোহলিরা কালো আর্ম ব্যান্ড পরেই নেমেছেন মাঠে।
#TeamIndia and Australia pay homage to the martyrs of Pulawama Terror Attack before the start of play today at Vizag.
Full video here - https://t.co/kNZfOh4cUB #AUSvIND pic.twitter.com/jm3sen0h2F
— BCCI (@BCCI) February 24, 2019
6.46pm: এই মাঠের ইতিহাস বলছে এখানে সুবিধা পান ব্য়াটসম্যানরা। পেস সহায়ক উইকেটেও তাঁরা ভাল খেলতে পারেন। কিন্তু সম্প্রতি চিত্রটা বদলেছে। স্পিনাররা এই পিচে দুরন্ত সফল হচ্ছেন। বোলাররাও সফল হচ্ছেন। তবে খুব বেশি রানের আশা করা যায় না। ভারতীয় দলে রয়েছেন দু'জন স্পিনার। মারকাণ্ডে ছাড়াও খেলছেন যুজবেন্দ্র চাহাল। ওদিকে অজি দলে চোখ থাকবে জাম্পার দিকে। ধাওয়ান বসায় আজ রোহিতের সঙ্গে ওপেন করবেন রাহুল। ধোনি, কার্তিক ও পন্থ তিন উইকেটকিপার-ব্যাটসম্যানই রয়েছেন প্রথম একাদশে।
1st T20I. India XI: R Sharma, L Rahul, V Kohli, R Pant, MS Dhoni, D Karthik, K Pandya, U Yadav, Y Chahal, M Markande, J Bumrah https://t.co/qKQdie3Ayg #IndvAus
— BCCI (@BCCI) February 24, 2019
1st T20I. Australia XI: A Finch, D Short, M Stoinis, G Maxwell, P Handscomb, A Turner, N Coulter-Nile, P Cummins, J Richardson, J Behrendorff, A Zampa https://t.co/qKQdie3Ayg #IndvAus
— BCCI (@BCCI) February 24, 2019
6.36pm: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক ফিঞ্চ। কোহলি জানালেন তিনিও টস জিতলে বল করতে চাইতেন। আজ দেশের জার্সিতে অভিষেক করছেন মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনায় ময়ঙ্ক মারকাণ্ডে। রাহুল খেলছেন, ধাওয়ান বসছেন। বিজয় শঙ্করও সুযোগ পাননি।
Australia win the toss and elect to bowl first in the 1st T20I at Visakhapatnam
LIVE - https://t.co/qKQdie3Ayg #AUSvIND pic.twitter.com/LKk8MZWkVn
— BCCI (@BCCI) February 24, 2019
Mayank Markande all set to make his T20I debut for #TeamIndia ????????#AUSvIND pic.twitter.com/Ogv0V1iHzO
— BCCI (@BCCI) February 24, 2019
6.20pm: এই মাঠে এই নিয়ে তৃতীয়বার টি-২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অতীতে ২০১২ সালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ম্য়াচটি পরিত্য়ক্ত হয়ে গিয়েছিল। একটি বলও গড়ায়নি ম্যাচের। ২০১৬-তে শ্রীলঙ্কাকে এই মাঠে হারিয়েছিল ভারত। ২০১৮ সালে ভারত ও অস্ট্রেিয়া দু’দলই খেলেছে ১৯টি করে টি-২০ ম্যাচ। অন্যদিকে রোহিত শর্মার সামনে অনন্য একটা রেকর্ডের হাতছানি। এদিন হিটম্যান আর দু’টি ছয় মারতে পারলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যাবেন।
6.10pm: নিউজিল্যান্ডের মাটিতে প্রমাণিত হয়ে গিয়েছে যে, যসপ্রীত বুমরা না-থাকলে দলটাকে কত'টা অসহায় লাগে। আজ ফের বুমরা দেশের জার্সিতে। বিশ্বের এক নম্বর বোলারকে পেয়ে বিরাটের দল ফের ফুটবে। অন্য়দিকে এদিন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ প্রথম একাদশে থাকবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে টপ অর্ডারে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার মধ্যে যে কেউ একজন বসতে পারেন। বিশ্বকাপে রাহুলকে তৃতীয় ওপেনার হিসেবেই ভাবছে টিমের থিঙ্ক ট্যাঙ্ক। সম্প্রতি রাহুল ইন্ডিয়া এ-র হয়ে বেসরকারি টেস্টে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভাল ছন্দে ছিলেন। তারই পুরস্কার পেলেন তিনি।
Feels great to be back to business! ???? pic.twitter.com/5lZFaKHUtU
— Jasprit bumrah (@Jaspritbumrah93) February 23, 2019
6.00pm: আধ ঘণ্টা পরে টস। ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। ম্যাচকেন্দ্রিক ছোট-বড় সব ঘটনাই তুলে ধরা হবে এখানে। দীর্ঘদিন ফের ভারতে টি-২০ ম্যাচ। যারা টিভি সেটের সামনে থাকতে পারছেন না, তাঁদের জন্য থাকবে লাইভ ক্রিকেটের একটা প্রতিফলন।
Game Day ????
Venue - Vizag ????️
Match - 1st T20I : ???????? vs ????????
Toss - 6:30 PM IST ????
For updates - https://t.co/CPALMGgLOj ????
Watch - Star Sports network ????#TeamIndia #INDvAUS @Paytm pic.twitter.com/eNxB8Ur6tg— BCCI (@BCCI) February 24, 2019