New Update
/indian-express-bangla/media/media_files/2024/12/05/fMv4iDH8ZdgU1WTQFBCR.jpg)
Team India: এডিলেডে নামছে টিম ইন্ডিয়া (বিসিসিআই)
India vs Australia (IND vs AUS) 2nd Test Match Live Streaming, Telecast, Date, Adelaide Oval Stadium Pitch Report: প্যাট কামিন্স এবং রোহিত শর্মা দুই ক্যাপ্টেনের জন্যই এডিলেড ওভাল অগ্নিপরীক্ষার মঞ্চ হতে চলেছে।
Team India: এডিলেডে নামছে টিম ইন্ডিয়া (বিসিসিআই)
IND vs AUS 2nd Test Schedule, Live Streaming, Date, Pitch Report, Weather: পার্থে প্রথম টেস্ট জয়ের পর ভারত-অস্ট্রেলিয়া শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। অ্যাডিলেড ওভালে দিন-রাতের এই ম্যাচে রোহিত শর্মা ও শুভমান গিলরা প্রথম একাদশে ফিরছেন। ফলে, ভারত পার্থ টেস্টের একাদশ বদলাচ্ছে।
গোলাপি বলের অ্যাডিলেড টেস্টে পরিসংখ্যানে অস্ট্রেলিয়া এগিয়ে। কারণ, অ্যাডিলেড ওভাল বরাবরই অস্ট্রেলিয়ার পয়মন্ত মাঠ। এখানে ভারতকে ৭বার হারিয়েছে অস্ট্রেলিয়া। ২০২০-২১ সিরিজে তো ভারতকে এখানে মাত্র ৩৬ রানে অলআউট করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ানরা।
আবহাওয়ার পূর্বাভাস
অ্যাকুওয়েদারের মতে, ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে। তবে, প্রথম দিনের সকালটা রোদ ঝলমলে এবং পরিষ্কার থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের ২% সম্ভাবনা রয়েছে। যে সম্ভাবনা ৪% পর্যন্ত বাড়তে পারে। তবে, পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকবে না। আবহাওয়া থাকবে মনোরম। ম্যাচের ৫ম দিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে ১৩%। তবে বিকেলের দিকে বৃষ্টি এলেও তা সন্ধ্যার দিকে থেমে যাবে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: দিন-রাতের টেস্টে ভারতের প্ৰথম ১১-য় সেরা ৩ বদল! সরে যেতে বাধ্য হচ্ছেন ক্যাপ্টেন রোহিতও
অ্যাডিলেড ওভালের পিচ রিপোর্ট
বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, অ্যাডিলেড ওভালের পিচ সবসময় ভারসাম্যপূর্ণ আচরণ করে। যার অর্থ, পেসার এবং স্পিনার উভয়েই এখান থেকে সমানতালে সাহায্য পান। স্টেডিয়ামে ব্যাটারদের স্বার্থে বৈদ্যুতিক আলো সাততাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হয়। না-হলে ব্যাটাররা গোলাপি বল দেখতে পান না। আর, তাঁরা সুইংয়ের জন্য বিপাকে পড়েন।
তাঁরা যদি এসব সামলাতে পারেন, তবে ভালো রান আসার সম্ভাবনা থাকে। আর, ঠিকমতো খেললে স্পিনারদের খেললেও ব্যাটারদের কোনও অসুবিধা হয় না। পার্থ টেস্ট হেরে চাপে অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম ম্যাচ, পার্থ টেস্ট হেরে রীতিমতো চাপে রয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজ অন্ততপক্ষে ৪-০ ব্যবধানে জিততে পারলে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনা রয়েছে।
সেই কারণে ভারতও দ্বিতীয় টেস্ট জিততে ঝাঁপাবে। আর, অস্ট্রেলিয়া চাইবে অ্যাডিলেড জিতে সিরিজে সমতা আনতে। এই টেস্ট রোহিত শর্মার কাছেও পরীক্ষা। কারণ, পার্থ টেস্টে তিনি ছিলেন না। বুমরা অধিনায়কত্ব করেছেন, তাতে টিম ইন্ডিয়া জিতেছে। আর, রোহিত নিয়মিত অধিনায়ক। তিনি ফিরে এই টেস্টও টিম ইন্ডিয়াকে জেতাতে পারেন কি না, সেটাই এখন দেখার।