IND vs AUS, 2nd Test Dream11 Predicted Playing XI: দিন-রাতের টেস্টে ভারতের প্ৰথম ১১-য় সেরা ৩ বদল! সরে যেতে বাধ্য হচ্ছেন ক্যাপ্টেন রোহিতও

India and Australia 2nd Test, Adelaide Test Probable 11 Prediction: রোহিতের অনুপস্থিতিতে পারথে ওপেনার হিসাবে দারুণ পারফর্ম করেছেন কেএল রাহুল। তাই মিডল অর্ডারে নামতে হবে ক্যাপ্টেনকে।

India and Australia 2nd Test, Adelaide Test Probable 11 Prediction: রোহিতের অনুপস্থিতিতে পারথে ওপেনার হিসাবে দারুণ পারফর্ম করেছেন কেএল রাহুল। তাই মিডল অর্ডারে নামতে হবে ক্যাপ্টেনকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs AUS: Ravichandran Ashwin: ভারতন বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ রবিচন্দ্রন অশ্বিন

IND vs AUS: এডিলেডে ভারতীয় দলে বড়সড় বদল ঘটছে (বিসিসিআই)

India and Australia 2nd Test, Possible Playing XI for Adelaide Day Night Test: পারথে প্রথম টেস্ট জয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া শুক্রবার অ্যাডিলেডে বর্ডার-গাভাসকার ট্রফিতে গোলাপি বলের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। রোহিত শর্মা এই ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরে আসায় ভারতীয় লাইন আপে পরিবর্তন আসতে চলেছে। রোহিত নিজেই বৃহস্পতিবার জানিয়েছেন, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ফর্মে থাকা কেএল রাহুল জুটি বেঁধে ওপেন করবেন। আর, তিনি নিজে খেলবেন মিডল অর্ডারে।

Advertisment

India Possible Playing XI for Adelaide Pink Ball Test Against Australia

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে সুন্দর না অশ্বিন, কে খেলবেন? সিরিজের প্রথম ম্যাচ রবিচন্দ্রন অশ্বিন খেলেননি। স্পিনার হিসেবে খেলেছিলেন শুধু ওয়াশিংটন সুন্দর। অ্যাডিলেড টেস্ট ম্যাচে অবশ্য প্রথম একাদশে অশ্বিনের ফেরার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে অ্যাডিলেডে দিন-রাতের ম্যাচে অশ্বিন দুর্দান্ত খেলেছিলেন।

সেকথা মাথায় রেখেই তাঁকে দলে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অ্যাডিলেডে ওই ম্যাচে অবশ্য ভারত মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, অশ্বিন সেই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। যা তাঁকে ম্যাচের সেরা ভারতীয় বোলারের স্বীকৃতি দিয়েছিল। অস্ট্রেলিয়া ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল।

Advertisment

আরও পড়ুন: ভোরে ঘুম ভেঙে দেখতে হবে না ভারত-অস্ট্রেলিয়া টেস্ট! পিঙ্ক বলের যুদ্ধ উপভোগ করতে টিভি খুলবেন কখন

Australia Possible Playing XI for Adelaide Day Night Test Against India

কে হতে চলেছেন তৃতীয় পেসার, বাদ পড়ছেন কারা? শুক্রবারের ম্যাচে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের পাশাপাশি, তৃতীয় পেসার কে হবেন, তা নিয়ে রীতিমতো টক্কর হতে পারে হর্ষিত রানা ও আকাশ দীপের মধ্যে। চোট সারিয়ে এই ম্যাচে ফিরছেন শুভমান গিলও। তিনি ও রোহিত ফেরায় প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন ধ্রুব জুরেল ও দেবদূত পারিক্কল।

ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নীতীশকুমার রেড্ডি, আকাশ দীপ/হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস ল্যাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড

ভারতের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, দেবদত্ত পারিক্কল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরন, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ

অস্ট্রেলিয়া স্কোয়াড: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুসেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড, বিউ ওয়েবস্টার, জোশ ইংলিশ, ব্রেন্ডন ডগেট, শন অ্যাবট।

Cricket Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy