IND vs AUS 4th Test Pitch Report, Weather Update: টিম ইন্ডিয়ার ষড়যন্ত্র তত্ত্ব নস্যাৎ অস্ট্রেলিয়ার! কড়া গরমে পিচ নিয়ে পাল্টা কড়া সতর্কবার্তা

India(IND) vs Australia(AUS) 4th Test Melbourne Cricket Ground Weather Forecast: ব্রিসবেনে বৃষ্টির পর এবার কালঘাম ছুটবে মেলবোর্নে! নাজেহাল গরমে পিচ নিয়ে ভারত-অস্ট্রেলিয়া দুই দলকেই পিচ নিয়ে কড়া সতর্কবাণী।

India(IND) vs Australia(AUS) 4th Test Melbourne Cricket Ground Weather Forecast: ব্রিসবেনে বৃষ্টির পর এবার কালঘাম ছুটবে মেলবোর্নে! নাজেহাল গরমে পিচ নিয়ে ভারত-অস্ট্রেলিয়া দুই দলকেই পিচ নিয়ে কড়া সতর্কবাণী।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs AUS: Team India point table after Perth test

India vs Australia: ট্র্যাভিস হেডকে আউট করার পর ইন্ডিয়ার উচ্ছ্বাস (বিসিসিআই)

India vs Australia, 4th Test MCG Pitch Report And Melbourne Weather Forecast Update: বক্সিং ডে টেস্টের আগেই মেলবোর্নের পিচে ব্যাট করতে নেমে আহত হয়েছিলেন ভারতীয় শিবিরের দুই তারকা। তারপরেই পুরোনো পিচে অনুশীলনের জন্য উষ্মা প্রকাশ করেছিলেন টিম ইন্ডিয়া তারকারা। তবে ভারতীয় দলকে যে পিচ দেওয়া হয়েছিল, সেই পিচের পক্ষে যুক্তি খাড়া করেছেন স্বয়ং প্রধান কিউরেটর ম্যাট পেজ।

Advertisment

জানিয়ে দিয়েছেন, স্টেডিয়ামের বহুদিনের ঐতিহ্যকে রক্ষা করা হয়েছে ভারতের জন্য এই পিচ বরাদ্দ করে। বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনের সময় হাঁটুতে আঘাত পেয়েছিলেন রোহিত শর্মা। অনুশীলন থামাতে হয় তাঁকে। ব্যাট করতে নেমে আঘাতপ্রাপ্তদের তালিকায় নাম লেখান আকাশদীপও। তিনি পিচে অসমান বাউন্সের কথা উল্লেখ করেছেন।

আকাশদীপ বলে দিয়েছেন, বিগ ব্যাশের ম্যাচ হওয়া কোনও পিচেই হয়ত তাঁদের ব্যাট করতে হয়েছে। "অনুশীলনে আমরা অনেকেই আঘাতের শিকার হচ্ছিলাম। সেটা ঠিক আছে। আমার মনে হয়, এই উইকেট সাদা বলের জন্য খেলা হয়েছে। এই কারণে বল কখনও সখনও নিচু হয়ে যাচ্ছিল। তবে এই ধরণের আঘাত অনুশীলনে খুব সাধারণ ঘটনা।"

Advertisment

যদিও মেলবোর্নের পিচ কিউরেটর ম্যাট পেজ জানিয়েছেন, "আমাদের এখানে টেস্ট ম্যাচের পিচ প্রস্তুতির জন্য তিন দিন আগে থেকে কাজ শুরু করা হয়। যদি কোনও দল আগে এসে অনুশীলন করে, তাহলে তাঁদের সেই পিচেই অনুশীলন করতে যা আমাদের আগে থেকেই প্রস্তুত করা ছিল,” দ্য ডেইলি টেলিগ্রাফ-এ পেজকে উদ্ধৃত করে এমনটাই বলা হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে বাদ পড়া তারকাই এখন 'বাবা'! টিম ইন্ডিয়ার সবথেকে খুদে সমর্থকের আগমনের ঘোষণা

সেই সঙ্গে তাঁর সংযোজন, “আজ আমরা নতুন পিচ তৈরি করা হয়েছে। যদি ভারত (সোমবার) সকালে অনুশীলন করত, তাহলে তারা এই নতুন পিচেই অনুশীলন করতে পারত। টেস্ট ম্যাচের তিন দিন আগে পিচ তৈরি করা সাধারণ প্রক্রিয়া।”

বক্সিং ডে টেস্টের পিচ কেমন হতে চলেছে। অজি পিচ কিউরেটর জানিয়েছেন, "আমরা আলাদা আলাদা পিচে তিনটে চিত্তাকর্ষক টেস্ট ম্যাচ উপভোগ করেছি। আমরা গত কয়েক বছরে যে ধরণের পিচ তৈরি করেছি, সেরকম ধরণের পিচই তৈরি করতে চাইছি। যেখানে টানটান রোমহর্ষক ম্যাচ হতে পারে।"

মেলবোর্ন টেস্ট চলার সময়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। পেজ বলছেন, সেই কারণে বেশি করে পিচে আর্দ্রভাব ধরে রাখার চেষ্টা করা হবে। "আবহাওয়াকে বিবেচনায় নেওয়া হয়েছে... এখন আমরা কতদূর যেতে পারব, তা জানি না। আমরা শুধু পর্যবেক্ষণ করব – মেলবোর্নে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হতে পারে," পেজ বলেছেন। "এর অর্থ এটা যে তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকত, তাহলে পিচ অবশ্যই দ্রুতগতির হত।"

Cricket Australia Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy