লক্ষ্য মাত্র ২৮৭। তবে সেই লক্ষ্য তাড়া করতে নামার আগেই ক্যাপ্টেন কোহলির কপালে চিন্তার ভাঁজ। ওপেন কে করবেন! কারণ, মাত্র ৫ ওভারের মাথাতেই ধাওয়ান চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। তারপর আর সারাক্ষণ ফিল্ডিং করেননি। ব্যাটিংও করতে পারবেন না। অর্থাৎ নয় ব্যাটসম্যান নিয়েই কোহলিকে অজিদের ম্যাচ জয়ের পরিকল্পনা করতে হবে।
বাঁ হাতি তারকা ব্যাটসম্যান ম্যাচের পঞ্চম ওভারেই কভার দিয়ে অ্যারন ফিঞ্চের পাঠানো বল আটকাতে গিয়েছিলেন। সেখানেই বাঁ হাতে চোট পেয়ে বসেন তিনি।
তড়িঘড়ি হাসপাতালে পাঠিয়ে এক্স রে-র ব্যবস্থা করা হয় ধাওয়ানের। তারপর জানা যায়, তিনি আর খেলতে পারবেন না। বিসিসিআইয়ের তরফে যদিও বলা হয়েছে, চোট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এমনিতেই লোকেশ রাহুল আগের দিন ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে নেমে দারুণ খেলেছিলেন। এদিন ফের হয়তো রোহিতের সঙ্গে লোকেশ রাহুলকেই দেখা যাবে রান তাড়া করার সময়।
Update: Shikhar Dhawan has gone for an X-Ray. A call on him being available for the game will be taken once he is back & assessed #TeamIndia #INDvAUS pic.twitter.com/94I4tlyxzc
— BCCI (@BCCI) 19 January 2020
এদিকে, বেঙ্গালুরুতে ফের একবার ভারতীয় বোলারদের সামনে পাঁচিল তুললেন স্টিভ স্মিথ। আগের ম্যাচে বিশাল রান তাড়া করতে নেমে স্মিথ একাই ৯৬ করে গিয়েছিলেন। এদিন অস্ট্রেলিয়ার দলগত ২৮৬ রানের মধ্যে একাই ১৩১ করে যান।
আরও পড়ুন বাদ পড়লেও আর্থিক ক্ষতি হবে না! ধোনির সম্পত্তি চোখ টাটাবে
মুম্বই, রাজকোটের ট্র্যাডিশন বজায় রেখে রবিবারেও টস জিতেছিলেন ফিঞ্চ। তবে আগের দুই ম্যাচের মতো শুরুতে বোলিং নয়, বরং ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। কোহলিরা আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ ঋষভ পন্থ ফিরলেও বাইরে বসিয়ে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া আবার নিজেদের একাদশে একটি পরিবর্তন ঘটিয়েছে। কেন রিচার্ডসনের বদলে জোস হ্যাজেলউডকে খেলানো হচ্ছে।
শুরু থেকেই বিপর্যয় শুরু হয় অজিদের। মহম্মদ শামির সৌজন্যে। একাই এদিন ৪ উইকেট দখল করলেন তিনি। শুরুতে ওয়ার্নারকে ফিরিয়ে প্রাথমিক ঝটকা দিয়েছিলেন শামি। অ্যারন ফিঞ্চও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। স্কোরবোর্ডে ৫০ ওঠার আগেই অস্ট্রেলিয়া দু-ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল।
আরও পড়ুন বিয়ের পিঁড়িতে জাতীয় দলের তারকা, সকলের অলক্ষ্যে ছাদনাতলায়
সেখান থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। দুই তারকা ১২৭ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়াকে রীতিমতো শক্ত পজিশনে নিয়ে গিয়েছিলেন। এরপরে লাবুশানে জাদেজার বলে কোহলির হাতে ক্যাচ তুলে হাফসেঞ্চুরির ঠিক পরেই বিদায় নিলেও স্মিথ একাই টানতে থাকেন।
স্মিথ ছয় নম্বরে নামা অ্যালেক্স ক্যারির সঙ্গে ৫৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে তিনশো রানের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে ফের একবার স্মিথকে ফিরিয়ে ঝটকা দেন শামি। মিড অনের উপর দিয়ে তুলে হাকাতে গিয়েছিলেন স্মিথ। অনবদ্য ক্যাচে শ্রেয়স আইয়ার ফেরান স্মিথকে। তিনশো রান যেখানে অনায়াসে তোলা যেত, সেখানে স্মিথ আউট হয়ে যাওয়ায় গড়বড়িয়ে যায় অজিদের ইনিংস।
Innings Break!
A 4-wkt haul for @MdShami11 as #TeamIndia restrict Australia to a total of 286/9 after 50 overs.#INDvAUS pic.twitter.com/EMXf3pp2UP
— BCCI (@BCCI) 19 January 2020
অজি লোয়ার অর্ডারের উপর দিয়ে বুলডোজার চালান শামি। পরপর বোল্ড করেন কামিন্স ও জাম্পাকে। শামির ৪ উইকেটের পাশাপাশি এদিন জাদেজার সংগ্রহে ২ উইকেট। বুমরা ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।
ভারতীয় একাদশ- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নভদীপ সাইনি, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা
অস্ট্রেলিয়া একাদশ- অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ,অ্যালেক্স ক্যারে, অ্যাস্টন অ্যাগার, প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা