Daniel Vettori set to leave Border Gavaskar Trophy for IPL: আইপিএল মেগা নিলামের জেরে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে থাকার জন্য ভারতের বিরুদ্ধে পার্থ টেস্ট মাঝপথেই ছেড়ে দেবেন অস্ট্রেলিয়ার কোচ। ক্রিকেট অস্ট্রেলিয়াও এই পরিস্থিতিতে সহকারি কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে সমর্থন করেছে বলে জানা গিয়েছে। ভেট্টোরিই সেই কোচ, যিনি আইপিএল নিলামে অংশ নেওয়ার জন্য পার্থ টেস্টের মাঝপথে বর্ডার-গাভাসকার সিরিজ ছেড়ে চলে যাচ্ছেন।
নিউজিল্যান্ডের তারকা এবং অস্ট্রেলিয়ার বর্তমান সহকারি কোচ ড্যানিয়েল ভেট্টোরি। আইপিএল মেগা নিলাম হল ২৪ নভেম্বর এবং ২৫ নভেম্বর। ভেট্টোরি, আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদেরও প্রধান কোচ। তিনি নিলামে অংশ নিতে পার্থ ছেড়ে সৌদি আরবের জেড্ডায় যাবেন। প্রাক্তন বাঁহাতি স্পিনার পার্থ টেস্টের প্রথম এবং দ্বিতীয় দিন দলের সঙ্গে থাকবেন। তারপরই জেড্ডায় চলে যাবেন। ২২ নভেম্বর পার্থ টেস্ট শুরু হচ্ছে।
এসব জেনে ক্রিকেট অস্ট্রেলিয়াও নাকি ভেট্টোরির পাশে দাঁড়িয়েছে। তিনি অস্ট্রেলিয়ার পূর্ণকালীন কোচ হলেও তাঁকে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এবং হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে দায়িত্ব পালনে বাধা দিচ্ছে না। এব্যাপারে অস্ট্রেলিয়া দলের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে ড্যানের একটা ভূমিকা আছে। তাকে আমরা সাপোর্ট করি। আইপিএল নিলামে অংশ নেওয়ার আগেই ড্যান প্রথম টেস্টের চূড়ান্ত প্রস্তুতি শেষ করবেন। নিলামে অংশ নেওয়ার পর তিনি বর্ডার-গাভাসকার ট্রফির বাকি অংশে যোগ দেবেন।'
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বাদ ভারতের বিধ্বংসী ওপেনার, প্রত্যাবর্তন এই তারকার
ভেট্টোরি তাঁর দীর্ঘদিনের বন্ধু অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে মিলে ২০২২ থেকে সব ফরম্যাটে অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি টেস্ট ম্যাচের চেয়েও আইপিএল নিলামকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত- বিশেষ করে অস্ট্রেলিয়া-ভারত টেস্টের সময় সৌদি আরবে নিলামে যোগ দেওয়া, ক্রিকেটের বর্তমান ছবিটাকে স্পষ্ট করছে। প্রাক্তন খেলোয়াড় রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার এখন চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার। তাঁরা পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে আছেন। সেই দায়িত্ব পালনের জন্যই তাঁরা টেস্ট ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সাময়িক বিরতি নেবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে ভেট্টোরি কিছু শর্ত দিয়ে রেখেছেন। সেই শর্ত মেনে ফ্র্যাঞ্চাইজির কোচিং করাতে তিনি গত কয়েকবছর কিছু সিরিজে অস্ট্রেলিয়াকে কোচিং করাতে পারেননি। যার জন্য অস্ট্রেলিয়া দলকে অস্থায়ীভাবে তাঁর বদলি নিয়োগ করতে হয়েছিল। তবে, এই প্রথম তিনি আইপিএল নিলামের জন্য একটি টেস্ট মাঝপথে ছেড়ে নিলামে যোগ দেবেন। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া ভেট্টোরির বদলে একজন পূর্ণকালীন জাতীয় পেস বোলিং কোচ খুঁজছে।
সোমবারও, ভেট্টোরি ডব্লিউএসিএ মাঠে অস্ট্রেলিয়ার অনুশীলনে উপস্থিত ছিলেন। সেই অনুশীলনে তিনি অস্ট্রেলিয়ান ব্যাটাররা কীভাবে রবীন্দ্র জাদেজাকে সামলাবেন, সেই অনুশীলন করিয়েছেন। সোমবার অস্ট্রেলিয়ার কোচিং স্টাফদের মধ্যে তাঁদের দু'জন পরামর্শদাতাও উপস্থিত ছিলেন। তাঁদের একজন হলেন, প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার মাইকেল হাসি ও প্রাক্তন গ্ল্যামরগান, লেস্টারশায়ার এবং সমরসেটের অলরাউন্ডার জিম অ্যালেনবি। দু'জনেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিলেন। আর, আসন্ন সিরিজের আগেও অস্ট্রেলিয়াকে সাহায্য করছেন।
অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেক বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার টি২০ দলের সঙ্গে আছেন। এই সিরিজ সোমবার রাতে হোবার্টে শেষ হয়েছে। এরপর বোরোভেক ও টি২০ অধিনায়ক জশ ইঙ্গলিস মঙ্গলবার পার্থে গিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যোগ দিয়েছেন। আর, ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচ ল্যাচলান স্টিভেনস, ভারত এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলকে কোচিং করিয়েছেন। তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলকেও কোচিং করান। সেই স্টিভেনস, ভেট্টোরি নিলামে যোগ দিতে যাওয়ার পরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন।