Advertisment

Shefali Verma dropped: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বাদ ভারতের বিধ্বংসী ওপেনার, প্রত্যাবর্তন এই তারকার

INDW vs AUSW ODI series: বিশ্বকাপজয়ী খারাপ ফর্মে থাকা তারকাকে আচমকা বাদ দেওয়া হল টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে, বড় সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shafali Verma dropped, বাদ পড়লেন শেফালি ভার্মা

Shafali Verma dropped: দল থেকে বাদ পড়লেন তারকা খেলোয়াড়। (ছবি- বিসিসিআই)

India Women vs Australia Women ODI series: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়লেন শেফালি ভার্মা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের দলে রাখা হয়নি এই ওপেনারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছেন শেফালি। তিন ইনিংসে মাত্র ৫৬ রান করেছেন। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হল বলেই জানা গিয়েছে। 

Advertisment

২০ বছর বয়সি শেফালি ২৯ টি২০ ম্যাচ খেলেছেন। তাঁর গড় রান ২৩। মোট ৬৪৪ রান করেছেন টি২০-তে। যার মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরিও। শেফালির অবর্তমানে প্রিয়া পুনিয়া অথবা ইয়াস্তিকা ভাটিয়ার মধ্যে একজন স্মৃতি মান্ধনার সঙ্গে ওপেন করতে পারেন। এই পরিস্থিতিতে ভারতীয় দলের কাছে সুখবরও আছে। অলরাউন্ডার হারলিন দেওল দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। 

ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রিয়া পুনিয়া, জেমিমা রডরিগস, হারলিন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, সাইমা ঠাকুর

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা দল তিনটি ম্যাচ খেলবে। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার প্রথম ম্যাচ। সকাল ৯টা ৫০ থেকে ম্যাচ শুরু হবে। খেলা হবে ব্রিসবেনের অ্যালান বর্ডার মাঠে। দ্বিতীয় ম্যাচ হবে ৮ ডিসেম্বর, রবিবার। ম্যাচ শুরু হবে সকাল ৫টা ১৫ নাগাদ। ওই ম্যাচও খেলা হবে ব্রিসবেনের অ্যালান বর্ডার মাঠে। আর, তৃতীয় ম্যাচ হবে ১১ ডিসেম্বর, বুধবার। তৃতীয় ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৫০ নাগাদ। যা খেলা হবে পার্থের ডব্লিউএসিএ মাঠে।

অনুরাগীরা অবশ্য শেফালির এই বাদ পড়াটা সহজে মেনে নিতে পারছেন না। অনেক অনুরাগীরই দাবি যে শেফালি এতটাই প্রতিভাধর যে অনায়াসে পাকিস্তান পুরুষ টি২০ দলে তিনি সুযোগ পেয়ে যেতে পারেন। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে, তিনি মহিলাদের টি২০ আন্তর্জাতিক ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেছেন।

আরও পড়ুন- শুক্রবার থেকেই শুরু বর্ডার গাভাসকার ট্রফি! ভারত-অস্ট্রেলিয়ার সেরার সেরা যুদ্ধ কোথায়, কোন চ্যানেলে ফ্রিতে

২০২১ সালের জুনে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ৮ অক্টোবর, তিনি আন্তর্জাতিক টি২০-তে ১ হাজার রান পূর্ণ করা সর্বকনিষ্ঠ ক্রিকেটারের স্বীকৃতি পান। তাঁর নেতৃত্বেই মহিলা টিম ইন্ডিয়া ২০২৩ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপও জিতেছে।

ODI Shafali Verma Cricket News New Zealand Cricket Team Indian Cricket Team T20 Australia Cricket Team
Advertisment