India vs Australia, Mohammed Shami: রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলা সত্ত্বেও মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে না বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। টিম ম্যানেজমেন্ট চায় মহম্মদ শামি ভারতীয় দলে খেলার আগে আরও কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলুক। শামি সম্প্রতি মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ২২ গজে ফিরেছেন। ডানহাতি পেসার ১৫৬ রানে ৭ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৩৬ বলে ৩৭ রান করেছেন। ইন্দোরে বাংলা ১১ রানে জয় পেয়েছে। এই ম্যাচে শামি অনেকক্ষণ বল করলেও কোনও অস্বস্তি বোধ করেননি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মহম্মদ শামির ভারতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে তাড়াহুড়ো করতে চায় না। প্রতিবেদনে জানানো হয়েছে যে টিম ম্যানেজমেন্ট চায় শামি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দলে ঢোকার আগে আরও কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলুক। এই প্রসঙ্গে প্রতিবেদনে লেখা হয়েছে, 'এটা জানা গেছে যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মহম্মদ শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যাপারে এখনই কোনও ভাবনাচিন্তা করছে না।'
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মহম্মদ শামির ভারতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে তাড়াহুড়ো করতে চায় না। প্রতিবেদনে জানানো হয়েছে যে টিম ম্যানেজমেন্ট চায় শামি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দলে ঢোকার আগে আরও কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলুক। এই প্রসঙ্গে প্রতিবেদনে লেখা হয়েছে, 'এটা জানা গেছে যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মহম্মদ শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যাপারে এখনই কোনও ভাবনাচিন্তা করছে না। টিম ম্যানেজমেন্ট চায়, শামি ভারতীয় দলে ঢোকার আগে আরও কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলুক। আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে শামি বাংলার হয়ে খেলতে পারে। ওই টুর্নামেন্ট এক সপ্তাহের মধ্যেই শুরু হতে যাচ্ছে।'
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, দেবদত্ত পারিক্কল অস্ট্রেলিয়ায় ভারত এ দলের হয়ে খেলেছেন। তিনি, আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাকআপ ব্যাটার হিসেবে থাকবেন। রুতুরাজ গায়কওয়াডের নেতৃত্বাধীন ভারত এ দল শীঘ্রই দেশে ফিরবে। তবে পারিক্কল ভারতীয় টেস্ট স্কোয়াডের সদস্যদের সঙ্গে অনুশীলন চালাবেন। ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্টের আগে ইনজুরি-সহ বিভিন্ন কারণে টপ-অর্ডার ব্যাটারদের অনুপস্থিতির পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণ ব্যাটার শুভমান গিল আঙুল ভেঙে বাদ পড়েছেন। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মার খেলার সম্ভাবনা নেই। কারণ, রোহিতের ছেলে হয়েছে। এই অবস্থায় তাঁর স্ত্রীর পাশে থাকা দরকার।
আরও পড়ুন- সৌরভ-ধোনি নন, টিম ইন্ডিয়ার মুখ বদলেছেন কোহলিই! অস্ট্রেলীয় 'শত্রুর' মুখে এবার খুল্লামখুল্লা প্রশংসা
আবার, কেএল রাহুল কনুইতে চোট পেয়েছেন। ম্যাচ সিমুলেশনের সময় ব্যাট করতে গিয়ে তাঁর চোট লেগেছে। দেবদত্ত পারিক্কল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এ এর হয়ে চার ইনিংসে ৩৬, ৮৮, ২৬ এবং ১ রান করেছেন। এবছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সময় টেস্ট অভিষেক হয়েছিল বাঁহাতি ব্যাটার পারিক্কলের। টিম ম্যানেজমেন্ট মনে করে, অস্ট্রেলিয়ায় পারিক্কলের ভারতীয় এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগতে পারে। সেই জন্যই তাঁকে ব্যাকআপ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রোহিত কবে অস্ট্রেলিয়ায় যাবেন, তা এখনও বুঝে উঠতে পারছে না টিম ম্যানেজমেন্ট।