India vs Australia, Mitchell Johnson vs Virat Kohli: আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির আগে প্রতিপক্ষ দলের সুপারস্টার বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা মিচেল জনসন। ২০১৪ সালে বর্ডার-গাভাসকার ট্রফিতে কোহলিকে নানারকম বল করেও তিনি কীভাবে ব্যর্থ হয়েছিলেন, তা জানিয়েছেন মিচেল। পাশাপাশি তিনি সিরিজ চলাকালীন বিরাট কোহলির মনোভাবেরও প্রশংসা করেছেন। জনসনের দাবি, ভারতীয় দলের মানসিকতা পরিবর্তনের কৃতিত্ব কোহলির।
অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিডস্টার মিচেল জনসন ও বিরাট কোহলি ২০১৪-১৫ বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের সময় সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এমএস ধোনির থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার পরে ভারতীয় ব্যাটার কোহলি ওই সিরিজে বড় পরীক্ষার মুখে পড়েছিলেন। অ্যাডিলেডে কোহলির টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছিল। শেষ পর্যন্ত ভারত ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। তবে কোহলি অ্যাডিলেডে দুটো ইনিংসেই সেঞ্চরি করেছিলেন। কিন্তু, সেই ম্যাচ টিম ইন্ডিয়া ৪৮ রানে হেরেছিল। পাশাপাশি, কোহলি সিরিজে আরও দুটো শতরান করেছিলেন। চার ম্যাচে তিনি মোট ৬৯২ রান করেন। গড় ছিল ৮৬.৫০।
তবে, কোহলির ওই লড়ে যাওয়ার মানসিকতার জন্য জনসন তাঁর প্রশংসা করেছেন। তিনি এক সংবাদমাধ্যমের কলামে লিখেছেন, 'কোহলির গুণের জন্যই ওঁকে আমার ভালো লেগেছিল। ও রীতিমতো লড়াইয়ের চেষ্টা চালিয়েছিল। এই ধরণের আক্রমণাত্মক মনোভাব ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কম আছে। আমরা লড়াইয়ে অভ্যস্ত। কিন্ত, সবসময় পালটা লড়াইয়ের মুখে পড়িনি। কিন্তু, কোহলির সঙ্গে তাঁর দলের মধ্যেও আক্রমণাত্মক মনোভাব ফুটে উঠেছিল। কোহলি আসলে ভারতীয় ক্রিকেটের চেহারাটাই বদলে দিয়েছে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের কীভাবে কঠিন পরিস্থিতিতেও ক্রিকেটটা খেলা যায়, তা শিখিয়েছে।'
জনসন যে সময়ের কথা বলেছেন, সেই সময়ে তাঁর এবং কোহলির লড়াই বারবার খবরে উঠে এসেছে। মেলবোর্নে ২০১৪ সালে বক্সিং ডে টেস্টের সময়, জনসনের বোলিং স্ট্রাইডে রান আউট থ্রো করার চেষ্টায় কোহলি আহত হয়েছিলেন। তাতে কোহলি বেশ খেপে যান। এই ব্যাপারে জনসন বলেন, 'আমি ওঁকে নিয়মমাফিকই আউট করার চেষ্টা করছিলাম। কিন্তু, ব্যাপারটা পছন্দ করেনি। সেই রাতে ও এনিয়ে মিডিয়াতেও কিছু বলেছিল। সেটা আমার ভালো লাগেনি।'
কোহলি শেষ পর্যন্ত ওই ম্যাচে তাঁর কেরিয়ারের সেরা ১৬৯ রান করেন। যা ভারতের ড্র নিশ্চিত করেছিল। এই ব্যাপারে জনসন বলেন, 'আমরা ওঁকে ভালো বল করেছিলাম। একটা বলের ফাঁদে ও পা-ও দিয়েছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত আমরা ওঁকে আউট করতে পারিনি। এরপর ও খেলার দিকে মন দেন। যাবতীয় শক্তি লাগিয়ে রান তোলেন।'
আরও পড়ুন- কয়েকদিন আগেই KKR ছেড়েছেন, এবার এই দলের ক্যাপ্টেন শ্রেয়স, বড় ঘোষণা হয়ে গেল
জনসন এই প্রসঙ্গে বলেন, 'আমি কভার ড্রাইভ, পুল শট এবং উইকেটের মধ্যে বল সবরকম করেছিলাম। ও দৌড়ে রান নিচ্ছিল। যাই হোক, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যে আমাকে এত সময় দিয়ে খেলেছে, তাতে আমি গর্বিত। ও যতবার আমার বলগুলো মারছিল, আমি বারবার ভাল শট বলছিলাম। সেটা আমার মনে আছে।' তবে, সেই কোহলি দীর্ঘদিন ফর্মে নেই। এই ব্যাপারে জনসন বলেন, 'একদশক আগে আমি ওর বিরুদ্ধে খেলতাম। কিন্তু, এখন একজন অনুরাগী। আমি চাই যে, ও আরও সেঞ্চুরি করুক। আমি সেরার বিরুদ্ধে সেরা খেলাটাই দেখতে চাই। একটা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। আমি জানি, বিরাট নিজেও চাইছেন এখানে ওঁর ব্যাটিংয়ের আগুন ঝরাতে।'