IND vs AUS Fan Incident and Beer Snake Controversy: এই ব্যক্তির জন্যই লাবুশেনকে মারতে যান সিরাজ! টেস্ট শেষ, মুখ খুললেন সেই 'নারদ'

Border Gavaskar Trophy: সিরাজ বনাম হেড সংঘাতের আগেই লাবুশেনের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় জড়িয়ে পড়েছিলেন সিরাজ। সেই কাহিনীই জানালেন ভাইরাল সমর্থক।

Border Gavaskar Trophy: সিরাজ বনাম হেড সংঘাতের আগেই লাবুশেনের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় জড়িয়ে পড়েছিলেন সিরাজ। সেই কাহিনীই জানালেন ভাইরাল সমর্থক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Snake beer controversy Adelaide oval

Snake beer controversy Adelaide oval: লাবুশেনের সঙ্গে অপ্রীতিকর মুহূর্তে মহম্মদ সিরাজ (টুইটার, স্ক্রিনগ্র্যাব)

Beer Snake Incident, IND vs AUS: অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে তাঁকে ডাকা হয় সর্প বিয়ার মানব। তিনি লেখি বার্ট। তিনিই হঠাৎ করেই এডিলেড ওভালে আলোচনায় উঠে এসেছেন সিরাজকে রাগিয়ে দিয়ে। লম্বা বিয়ারের কাপ যা সাপের মত তা নিয়ে দৌড়নোর সময় লাবুশেনের দৃষ্টিতে বাধা তৈরি করেছিলেন তিনি।

Advertisment

যাতে ব্যাটিং স্ট্যান্স থেকে নিজেকে সরিয়ে নেন লাবুশেন। এতেই ক্ষেপে যান সিরাজ। বল করার ঠিক আগে রান আপ থামিয়ে সোজা লাবুশেনকে ছুড়ে দেন তিনি। নিউজ৯-কে তিনি বলে দিয়েছেন, "সেই সময় আমার মাথায় কেবল কাজ করছিল কোনওভাবে যাতে প্রহরীর চোখ এড়িয়ে যাওয়া যায়। সামনের সাদা একটা জায়গা পেয়ে ওখানে লাফিয়ে পড়ি।"

"সেই সময় দাঁড়িয়ে ভাবার সময় ছিল না। সেই সময় কী করছিলাম, সেটাই মাথায় ঘুরছিল। কী করা যায়, সেটাই ভাবছিলাম। একটু বোকা বোকা লাগছিল। তবে সেটা সঠিক ছিল না। স্যরি মার্নাস। সেটাই করেছিলাম। কেউ আহত হয়নি এতে।"

Advertisment

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সংসারে গৃহযুদ্ধ! ট্র্যাভিস হেডের সঙ্গে অজি কোচের বিস্ফোরক সংঘাতের কাহিনী ফাঁস

বার্ট বলছেন, ছোট এই ঘটনা কোনওভাবেই ম্যাচে প্রভাব ফেলেনি। বরং ম্যাচ নিজস্ব গতিতেই এগিয়ে গিয়েছে যথারীতি। "মাঠে লাফিয়ে পড়িনি। স্রেফ একটা বলেই সমস্যা হয়েছিল। মার্নাস তারপরে বাউন্ডারিও হাঁকিয়েছিল। তাই সব ঠিকঠাকই ছিল।" পরে অবশ্য তাঁকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়।

এডিলেড ওভাল কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করেনি। তবে দর্শক ব্যবহারে সন্তোষ প্রকাশ করা হয়েছে। বিয়ার-ম্যানকে জড়িয়ে সেই ঘটনাই একমাত্র আলোচনায় উঠে আসেনি। সিরাজ বনাম হেড সংঘাতেও উত্তাল হয়েছিল এডিলেড।

ওয়ানডের মেজাজে ম্যাচ জেতানো শতরান করার পর ট্র্যাভিস হেডকে লো ফুলটসে আউট করেন সিরাজ। তারপরেই কড়া ইঙ্গিতে সেন্ড অফ দেন। পাল্টা দেন হেডও। এই ঘটনার জল গড়িয়েছিল আইসিসিতেও। জরিমানার কবলে পড়তে হয়েছে সিরাজকে।

Cricket Australia Australia Mohammed Siraj Australia Cricket Team Border-Gavaskar Trophy