Advertisment

Tim Paine on Justin Langer, Travis Head and the Border-Gavaskar Trophy Rivalry: অস্ট্রেলিয়া সংসারে গৃহযুদ্ধ! ট্র্যাভিস হেডের সঙ্গে অজি কোচের বিস্ফোরক সংঘাতের কাহিনী ফাঁস

Border Gavaskar Trophy: বর্ডার গাভাসকার ট্রফি চলাকালীনই বড় খোলসা করলেন টিম পেইন। জানালেন কীভাবে ট্র্যাভিস হেডের সঙ্গে লেগে গিয়েছিল প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Travis Head rift with Justin Langer says Tim Paine

Travis Head rift with Justin Langer says Tim Paine: টিম পেইন বড় তথ্য ফাঁস করলেন

Travis Head, Justin Langer, Tim Paine and Border-Gavaskar Trophy: ভারতকে কয়েকদিন আগেই ব্যাটে শুইয়ে দিয়েছেন সেঞ্চুরি করে। সেই ট্র্যাভিস হেড, অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার, এবং অজিদের প্রাক্তন অধিনায়ক টিম পেইনের মধ্যে মতপার্থক্য এবার প্রকাশ্যে চলে এল। বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ান দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে।

Advertisment

প্ৰথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই কামব্যাক করেছে অজিরা। এর মধ্যেই বড় উত্তেজনার খবর এল। ট্র্যাভিস হেড, প্রাক্তন অধিনায়ক টিম পেইন এবং প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের খবর হঠাৎই বেআব্রু করে দিয়েছে অজি ড্রেসিংরুম।

ট্র্যাভিস হেডের মতে, জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ে ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বেশ "কঠিন"। হেড জানিয়েছেন, ল্যাঙ্গারের কোচিং ছিল কড়া নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ। তবে তাতে ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করত। এই বিষয়ে টিম পেইনও নিজের মত প্রকাশ করেছেন। পেইনের বলে দিয়েছেন, ল্যাঙ্গারের কোচিং কিছু ক্রিকেটারের অস্বস্তির কারণ হয়েছিল। যদিও দলের সাফল্যে ল্যাঙ্গারের অবদান কোনওভাবেই অস্বীকার করা যায় না।

আরও পড়ুন: পাকিস্তানই বলির পাঁঠা! ভারতকে সুবিধা দিতেই ICC-কে বোমা পাকিস্তানি তারকার

Advertisment

তবে সাম্প্রতিক সময়ে বারবার, ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ান দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে মেলে ধরেছেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ভারতীয় বোলারদের চাপে ফেলতে সক্ষম হয়েছে এডিলেডে দিন রাতের টেস্টে।

তার ফর্ম নিয়ে আপাতত উদ্বিগ্ন ভারতীয় শিবিরও। এই পরিস্থিতিতে, অস্ট্রেলিয়ান শিবিরে অভ্যন্তরীণ সম্পর্ক ও মতপার্থক্য হঠাৎ করেই চাওর হয়ে যাওয়ায় অস্বস্তিতে অজি শিবির।

১৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে ব্রিসবেনে নামছে অজিরা। দলের এই অভ্যন্তরীণ সমস্যা অস্ট্রেলিয়ার পারফরম্যান্স কতটা প্রভাবিত করবে, তা এখন দেখার বিষয়। অনেক বিশেষজ্ঞই বলছেন, দলে একতা না থাকলে তা পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে। ব্রিসবেনে কী সেটাই হবে?

Cricket Australia Travis Head Australia Justin Langer Border-Gavaskar Trophy Australia Cricket Team
Advertisment