Advertisment

Border Gavaskar Trophy 2024-25 Full Schedule: শুক্রবার থেকেই শুরু বর্ডার গাভাসকার ট্রফি! ভারত-অস্ট্রেলিয়ার সেরার সেরা যুদ্ধ কোথায়, কোন চ্যানেলে ফ্রিতে

India vs Australia Test Series 2024: কীভাবে কখন দেখবেন ফ্রিতে বর্ডার গাভাসকার ট্রফি, জেনে নিন বিস্তারিত। ২২ নভেম্বর, শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যাবে যুদ্ধ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, Australia, ভারত, অস্ট্রেলিয়া,

India-Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট পাওয়ার পর সিরাজের উল্লাস। (ছবি- বিসিসিআই)

Border Gavaskar Trophy 2024-25: চলতি সপ্তাহের শেষেই, অস্ট্রেলিয়ার পার্থে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। ২২ নভেম্বর প্রথম টেস্ট। পাঁচটি টেস্ট খেলা হবে এই ট্রফি বা সিরিজে। তার আগে এই সিরিজের সম্পূর্ণ সময়সূচি, ফিক্সচার, স্কোয়াড, সময় সারণি, টেলিকাস্ট এবং অন্যান্য বিবরণ জেনে নিন। 

Advertisment

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টিম ইন্ডিয়া রীতিমতো চাপে। অতীতে বারবার বর্ডার-গাভাসকার ট্রফি জিতলেও এবারের সিরিজ ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। কারণ, হেরে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই ভারত ছিটকে যাবে। পাশাপাশি, শুধু সিরিজ জিতলেই হবে না। সিরিজের অন্তত চারটি ম্যাচ জিততে না পারলে, ভারতকে অন্য দেশের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। 

তার মধ্যে আবার টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। সেই কারণে তিনি পার্থ টেস্ট খেলতে পারবেন না। শুভমান গিলও বুড়ো আঙুলের চোটের জন্য পার্থ টেস্ট থেকে বাদ পড়েছেন। ভারতের স্কোয়াডে বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে। যাঁদের আবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাই নেই। সেই কারণে বিশেষজ্ঞদের নজর মূলত থাকবে বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, কেএল রাহুলের মত সিনিয়রদের দিকে।

ভারত-অস্ট্রেলিয়া ৫ টেস্ট ম্যাচের সময়সূচি
১ম টেস্ট: অস্ট্রেলিয়া-ভারত, পার্থ (সকাল ৭.৫০ থেকে), শুরু হবে ২২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত
২য় টেস্ট: অস্ট্রেলিয়া-ভারত, অ্যাডিলেড (সকাল ৯.৩০ থেকে), শুরু হবে ৬ ডিসেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
৩য় টেস্ট: অস্ট্রেলিয়া-ভারত, ব্রিসবেন (সকাল ৫:৫০ থেকে), শুরু হবে ১৪ ডিসেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
৪র্থ টেস্ট: অস্ট্রেলিয়া-ভারত, মেলবোর্ন (সকাল ৫টা থেকে), শুরু হবে ২৬ ডিসেম্বর, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
৫ম টেস্ট: অস্ট্রেলিয়া-ভারত, সিডনি (সকাল ৫টা থেকে), শুরু হবে ৩ জানুয়ারি, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, বিরাট কোহলি, প্রসিধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল , হর্ষিত রানা, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

আরও পড়ুন- রবিবারই IPL-এর মেগা নিলাম, কখন-কোথায় কোন চ্যানেলে চোখ রাখবেন

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের লাইভ স্ট্রিমিং
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে এবং ডিজনি+ হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে।

Test cricket Cricket News Border-Gavaskar Trophy Indian Cricket Team Australia Cricket Team
Advertisment