Advertisment

IPL 2025 Auction Live Streaming: রবিবারই IPL-এর মেগা নিলাম, কখন-কোথায় কোন চ্যানেলে চোখ রাখবেন

IPL 2025 Auction Live Streaming: কীভাবে কখন দেখবেন আইপিএলের লাইভ স্ট্রিমিং, মেগা নিলামেই ঠিক হয়ে যাবে তারকা ক্রিকেটারদের ভবিষ্যৎ, জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL trophy

IPL Auction: মেগা নিলাম নিয়ে জানুন যাবতীয় খুঁটিনাটি। (ছবি- আইপিএল)

IPL 2025 Auction Live Streaming: আসন্ন আইপিএল মেগা নিলাম নিয়ে ক্রিকেট দুনিয়ার উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে উঠেছে। এবার নিলামে উঠতে চলেছেন ৫৭৪ জন খেলোয়াড়। যার মধ্যে ৩৬৬ জন ভারতীয়। আর, ২০৮ জন বিদেশি খেলোয়াড়। সৌদি আরবের জেড্ডায় ২৪ আর ২৫ নভেম্বর বসছে নিলামের আসর। নিলামে বেশ কিছু ভারতীয় তারকাকে ২ কোটি টাকার বেস প্রাইসে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিটি দল ১৮ থেকে ২৫ জন খেলোয়াড়কে নিতে পারবে। এই স্কোয়াডে সর্বোচ্চ বিদেশি থাকতে পারেন ৮ জন। 

Advertisment

আইপিল ২০২৫ নিলাম: তারিখ, সময় এবং কোথায় দেখা যাবে
আইপিল ২০২৫ নিলামের তারিখ: নিলাম ২৪ নভেম্বর, রবিবার এবং ২৫ নভেম্বর, সোমবার হবে।
আইপিল ২০২৫ নিলামের স্থান: জেড্ডা, সৌদি আরব।
আইপিল ২০২৫ নিলামের সময়: রবি এবং সোমবার, দু'দিনই দুপুর ৩ টে থেকে নিলাম শুরু হবে। আর,
জেড্ডার স্থানীয় সময় ধরলে দুপুর সাড়ে ১২টায় নিলাম শুরু হবে।

আইপিল ২০২৫ নিলামের লাইভ স্ট্রিমিং
স্টার স্পোর্টসে আইপিএল ২০২৫ নিলামের সরাসরি সম্প্রচার দেখা যাবে। আর, জিও সিনেমায় অনলাইনে এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

আরও পড়ুন- শোয়েবের বলে পাঁজর ভেঙে গিয়েছিল, টুঁ শব্দ করেনি শচীন! ভয়ঙ্কর কাণ্ডের স্মৃতি রোমন্থন সৌরভের

আইপিএল ২০২৫ নিলামে, ক্যাপড এবং আনক্যাপড খেলোয়াড়
আইপিএল ২০২৫ নিলামে ৪৮ জন ভারতীয় ও ১৯৩ জন বিদেশি ক্যাপড খেলোয়াড় রয়েছেন। সহযোগী দেশগুলোর ক্যাপড খেলোয়াড় রয়েছেন তিন জন করে। আনক্যাপড ক্যাটাগরিতে ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা ৩১৮, বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ১২।

আইপিএল ২০২৫, মার্কি ক্রিকেটারদের তালিকা ও বেস প্রাইস

জস বাটলার - (ইংল্যান্ড) বেস প্রাইস ২ কোটি টাকা
শ্রেয়স আইয়ার - (ভারত) বেস প্রাইস ২ কোটি টাকা
ঋষভ পন্থ - (ভারত) বেস প্রাইস ২ কোটি টাকা
কাগিসো রাবাদা - (দক্ষিণ আফ্রিকা) বেস প্রাইস ২ কোটি টাকা
আরশদীপ সিং - (ভারত) বেস প্রাইস ২ কোটি টাকা
মিচেল স্টার্ক - (অস্ট্রেলিয়া) বেস প্রাইস ২ কোটি টাকা
যুজবেন্দ্র চাহাল - (ভারত) বেস প্রাইস ২ কোটি টাকা
লিয়াম লিভিংস্টোন - (ইংল্যান্ড) বেস প্রাইস ২ কোটি টাকা
কেএল রাহুল - (ভারত) বেস প্রাইস ২ কোটি টাকা
মহম্মদ শামি - (ভারত) বেস প্রাইস ২ কোটি টাকা
মহম্মদ সিরাজ - (ভারত) বেস প্রাইস ২ কোটি টাকা
ডেভিড মিলার- (দক্ষিণ আফ্রিকা) বেস প্রাইস ১.৫ কোটি টাকা

আইপিএল ২০২৫ নিলামের বেস প্রাইস
আইপিএল ২০২৫ নিলামের জন্য, খেলোয়াড়দের বিভিন্ন বেস প্রাইস ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে। মোট ৮১ জন খেলোয়াড়ের বেস প্রাইস ২ কোটি টাকা। ২৭ জন খেলোয়াড়ের বেস প্রাইস ১.৫ কোটি টাকা। ১৮ জন খেলোয়াড়ের বেস প্রাইস ১.২৫ কোটি টাকা। ২৩ জন খেলোয়াড়ের বেস প্রাইস ১ কোটি টাকা। ৯২ জন খেলোয়াড়ের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। ৮ জন খেলোয়াড়ের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ৫ জন খেলোয়াড়ের বেস প্রাইস ৪০ লক্ষ টাকা। আর, ৩২০ জন ক্রিকেটারের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা বলে ঠিক হয়েছে।

IPL Mega Auction Cricket News ipl auction cricket
Advertisment