IND vs AUS Live Score Streaming, Champions Trophy 2025 Semi final: ভারত-অস্ট্রেলিয়া হাড্ডাহাড্ডি লড়াই! দেখুন ঘরে বসেই

India vs Australia, Champions Trophy 2025 Semi Final Live Score Streaming Online, Telecast Channel, Date and Time: নিশ্চিন্তে আরাম করে, সুবিধামত দেখে নিন গোটা ম্যাচ, এই কায়দায়

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
CT-Indian Team: যে কোনও সময় বদলে যেতে পারে ম্যাচের রং

CT-Indian Team: যে কোনও সময় বদলে যেতে পারে ম্যাচের রং। (ছবি- বিসিসিআই)

IND vs AUS Champions Trophy 2025 Semi Final Live Score Streaming Online, Telecast Channel, Schedule, Squad Details: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমিফাইনালে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া আরেকটি হাইভোল্টেজ নকআউট ম্যাচে লড়বে।

Advertisment

বিশ্বকাপ ২০২৩ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর এবার রোহিত শর্মার দল সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইছে। ভারত এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। দুবাইয়ে স্পিনকে হাতিয়ার করে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়া ইনজুরির সমস্যায় ভুগলেও তাদের চ্যাম্পিয়ন-সুলভ মানসিকতার কোনওদিন ঘাটতি পরেনি। ফলে, এই সেমিফাইনালেই তারা দুর্দান্ত খেলবে বলে ধরা যায়।

ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল লাইভ স্ট্রিমিং গাইড

📍 ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?
➡️ এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Advertisment

ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল কখন শুরু হবে?
➡️ ম্যাচটি শুরু হবে ৪ মার্চ, মঙ্গলবার, ভারতীয় সময় দুপুর ২:৩০টায়। টস হবে দুপুর ২:০০ টোয়

📺 ভারত বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ লাইভ টিভিতে কোথায় দেখা যাবে?
➡️ ভারতীয় দর্শকরা এই ম্যাচটি স্টার স্পোর্টস (Star Sports) ও স্পোর্টস ১৮ (Sports18) চ্যানেলে সরাসরি দেখতে পাবেন।

💻 ভারত বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
➡️ এই ম্যাচের সরাসরি সম্প্রচার জিওহটস্টার অ্যাপ (JioHotstar অ্যাপ) এবং ওয়েবসাইটে দেখা যাবে।

আরও পড়ুন- ভারত-অস্ট্রেলিয়া হাড্ডাহাড্ডি লড়াই! দেখুন ঘরে বসেই

ভারত ও অস্ট্রেলিয়া স্কোয়াড

📌 ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

📌 অস্ট্রেলিয়া দল:
জেক ফ্রেসার-ম্যাকগার্ক, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন, শন অ্যাবট, অ্যারন হার্ডি, তানভীর সাঙ্গা, কুপার কনোলি। 

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Australia Cricket Team