Advertisment

Cheteshwar Pujara: বর্ডার গাভাসকার ট্রফিতে অবশেষে কনফার্ম পূজারা, গিল চোট পাওয়ার পরই এল বিরাট আপডেট

Border Gavaskar Trophy: নিশ্চিত হয়ে গেল বর্ডার-গাভাসকার ট্রফিতে (বিজিটি) পূজারার যোগদান। ২২ নভেম্বর পার্থ স্টেডিয়ামে শুরু হচ্ছে ৫ টেস্ট ম্যাচের বিজিটি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cheteshwar Pujara, Border gavaskar trophy, চেতেশ্বর পূজারা, বর্ডার-গাভাসকার ট্রফি

Cheteshwar Pujara-Border gavaskar trophy: পূজারা ফের বর্ডার-গাভাসকার ট্রফিতে। (ছবি- পিটিআই)

Cheteshwar Pujara: শুভমান গিল চোট পেতেই বর্ডার-গাভাসকার ট্রফিতে চেতেশ্বর পূজারার যোগদানের সম্ভাবনা বাড়ল। গত অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন পূজারা। নিউজিল্যান্ডের কাছে ভারত হারতেই পূজারাকে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। অনুরাগীরা পূজারাকে জাতীয় দলে ফেরানোর দাবি জানাতে শুরু করেছিলেন। তার মধ্যেই সুযোগ এল পূজারার কাছে। অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচে চোট পেয়েছেন শুভমান গিল। তারপরই পূজারাকে জাতীয় দলে ফেরানোর জোরদার দাবি ওঠে। শেষ পর্যন্ত পূজারা বর্ডার-গাভাসকার ট্রফিতে থাকছেন বলেই জানা গিয়েছে।

Advertisment

তবে, খেলোয়াড় হিসেবে নয়। বর্ডার-গাভাসকার ট্রফিতে পূজারাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পূজারা আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ধারাভাষ্যকারদের তালিকায় থাকছেন। তিনি হিন্দি ভাষায় ধারাভাষ্য দেবেন। পূজারা যখন খেলতেন, তখন তিন নম্বরে নামতেন। এখন সেই জায়গায় খেলেন শুভমান গিল। কিন্তু, সেই গিল চোট পেলেও পূজারাকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না।  

ভারতীয় দলের ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে, পূজারা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। সাত ইনিংসে তিনি ৫২১ রান করেন। তার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। এই অসাধারণ পারফরম্যান্সের জন্যই তাঁকে প্লেয়ার অফ দ্য সিরিজ বাছা হয়। অস্ট্রেলিয়ায় গত টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা ২৭৪ রান করেছিলেন। তিনি ওই সিরিজে ভারতের সর্বোচ্চ রান করা দ্বিতীয় খেলোয়াড়। ওই সিরিজে পূজারা তিনটি হাফ সেঞ্চুরি করেন।   

গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর থেকেই চেতেশ্বর পূজারা ভারতীয় দলের বাইরে। তবে তিনি এখনও লাগাতার প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফি এবং কাউন্ট্রি ক্রিকেটে নিয়মিত খেলছেন পূজারা। গৌতম গম্ভীরের সাংবাদিক বৈঠকের পর চেতেশ্বর পূজারার নাম ফের আলোচনায় টেনে আনেন সঞ্জয় মঞ্জরেকার।

আরও পড়ুন- রোহিত-গিল নন, কোহলির পর ভারতের সেরা ব্যাটার এই তারকাই! মুখ খুললেন সৌরভ

তিনি সোশ্যাল মিডিয়ায় এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, 'আমি এখনই গম্ভীরের সাংবাদিক বৈঠক দেখলাম। গম্ভীরকে এই ধরনের দায়িত্ব থেকে দূরে রাখাই বিসিসিআইয়ের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। গম্ভীরকে স্রেফ পরদার আড়াল থেকেই কাজ করতে দেওয়া হোক। ও ঠিকমতো কথাবার্তা বলতে পারে না। ঠিকঠাক শব্দ ব্যবহার করতে পারে না। ওর বদলে বরং, রোহিত অথবা আগরকারকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দেওয়া হোক।' তবে, মঞ্জরেকারের ওই মন্তব্যের পর বিসিসিআই অথবা গম্ভীর, কেউ কোনও প্রতিক্রিয়া জানায়নি। বরং, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, গম্ভীরের বেশ কিছু মন্তব্যকে সমর্থন করেছেন।

Cricket News Indian Cricket Team Shubman Gill Australia Cricket Team Border-Gavaskar Trophy Cheteshwar Pujara
Advertisment