Advertisment

Sourav Ganguly on India's best red ball cricketer: রোহিত-গিল নন, কোহলির পর ভারতের সেরা ব্যাটার এই তারকাই! মুখ খুললেন সৌরভ

India vs Australia: টিম ইন্ডিয়ার সেরা তারকার নাম জানিয়ে দিলেন এবার সৌরভ। ২২ নভেম্বর শুরু হচ্ছে এই পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট হেরে বিপাকে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, Team India, সৌরভ গাঙ্গুলি, টিম ইন্ডিয়া,

Sourav Ganguly-Team India: বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় দল সম্পর্কে মতামত জানিয়েছেন সৌরভ। (ছবি- ফাইল)

Border Gavaskar Trophy: কোহলির পরে ঋষভ পন্থই হলেন 'লাল বলের সেরা খেলোয়াড়'। এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ধারণা, ঋষভ পন্থ অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করবেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলার জন্য ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ায়। আর কয়েকদিন পর ২২ নভেম্বর এই সিরিজ শুরু হবে। ভারত টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়া সিরিজ জিততে চাইছে। 

Advertisment

এই পরিস্থিতিতে ভারতীয় দলের হয়ে ঋষভ ভালো পারফর্ম করতে পারেন বলেই মনে করছেন সৌরভ। ঋষভের আগ্রাসী মেজাজ অস্ট্রেলিয়ার মাটিতে কার্যকর হবে বলেই তাঁর বিশ্বাস। ২০২১ সালে চতুর্থ টেস্ট ম্যাচের শেষ দিনে ব্রিসবেনে দুর্দান্ত খেলেছিলেন ঋষভ। সৌরভ পন্থকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন। কারণ, পন্থ আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। আর, সৌরভ ছিলেন দিল্লির মেন্টর। সেই সূত্রেই সৌরভ বিশ্বাস করেন যে, পন্থ এই প্রজন্মের সেরা ব্যাটার।

সৌরভের মতে, 'পন্থের বিশেষ ক্ষমতা আছে। সাদা বলের ক্রিকেটে ওঁকে আরও হাতখুলে খেলতে হবে। আর, লাল বলের ক্রিকেটে তো ও অসাধারণ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় ও যা ইনিংস খেলেছে, সেটা দেখলেই তা বোঝা যায়। ও রেড-বল ক্রিকেটে এই প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা। কোহলির পরে ও-ই ভারতের সেরা লাল-বলের ব্যাটার। সিরিজে ও বিরাট প্রভাব ফেলতে পারে।'

চলতি বছরের শুরুতে বাংলাদেশ এবং সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও পন্থ ভালো খেলেছেন। পন্থ পাঁচটি টেস্ট ম্যাচে গড়ে ৪৬.৮৮ রান করেছেন। তাঁর এই পাঁচ টেস্ট ম্যাচে স্ট্রাইক রেট ৮৬.৪৭। মোট রান ৪২২। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী টেস্ট ম্যাচে পন্থ ৯৯ রান করেছিলেন। সঙ্গ দিয়েছিলেন সরফরাজ খান।

আরও পড়ুন- KKR-এর কোচ কেড়ে নিল RCB! আইপিএল জিততে আরও মরিয়া কোহলিরা

বর্ডার-গাভাসকার সিরিজে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, সরফরাজ খান, বিরাট কোহলি, প্রসিদ্ধ কৃষ্ণ, ঋষভ পন্থ, কেএল রাহুল, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর। 

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মার্নাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

Sourav Ganguly Test cricket Cricket News Border-Gavaskar Trophy Indian Cricket Team Australia Cricket Team
Advertisment