India vs Australia: বিরাট কোহলির মত অধিনায়কত্ব করতে পারবেন রোহিত শর্মা? বর্ডার-গাভাসকার ট্রফির আগে সেনিয়ে সন্দেহ প্রকাশ করলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভবিষ্যদ্বাণী করেছেন যে, অস্ট্রেলিয়া আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজ ৩-১ ব্যবধানে জিতবে। ভনের বিশ্বাস, দুই দলের চার নম্বর ব্যাটার বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে এই লড়াই রীতিমতো জমে যাবে। যা সিরিজের ফলাফল নির্ধারণ করতে পারে। তবে, সিরিজে অস্ট্রেলিয়াই ফেভারিট বলে ভনের বিশ্বাস।
এই প্রসঙ্গে মঙ্গলবার ভন বলেন, 'স্টিভ স্মিথ চার নম্বরে নামবেন। আমরা ওয়ানডে সিরিজে যে দুটো ইনিংস দেখেছি, সেটা দেখে এমনটাই মনে হচ্ছে। স্টিভ ভালো খেলছে। ও একদম তৈরি। আর, প্রচণ্ড শান্ত। যেন নিজেকে খুঁজে পেয়েছে। বিরাট জানে যে ও এখানে প্রচুর সাফল্য পেয়েছে। যার ফলে, প্রশ্ন উঠতে পারে, কোন চার নম্বর এই সিরিজে সবচেয়ে সফল হবে?'
২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহ্যশালী অ্যাশেজ সিরিজ জয়ের সময় ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন ভন। তিনি বলেছেন, 'আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দুই দলেই বোলিং ইউনিট বেশ শক্তিশালী। তার ফলে প্রচুর রান না-ও উঠতে পারে। এখানে ৫০০ করাটা বিরাট ব্যাপার হবে। এখানে ৩৫০ করাটাই বিরাট ব্যাপার হতে যাচ্ছে। সেই ১৫-২০ বছর আগের দিন আর নেই। জসপ্রীত বুমরা, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়নদের সামলানো সহজ হবে না। তার মধ্যেই যে দল নিয়মিত ৩৫০ থেকে ৪০০ রান তুলতে পারবে, সেই দলই সিরিজ জিতবে।'
আরও পড়ুন- বাবর ১২ কোটি, আফ্রিদি ১৫ কোটি! IPL নিলামে পাক তারকাদের দর কত হত, জানাল AI
ভারত অস্ট্রেলিয়ায় তাদের শেষ দুটি টেস্ট সিরিজ জিতেছে। কিন্তু, ভন মনে করছেন, সেই সব সিরিজ আর এবারের সিরিজ এক না। তিনি বলেন, 'গত দু'বার ভারত এখানে এসেছে। অস্ট্রেলিয়ায় জিতেছেও। রবির মত ওদের একজন ক্যারিশম্যাটিক কোচ ছিল। বিরাট কোহলির মত একজন অধিনায়ক ছিল। আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ায় জেতার একটাই উপায়। তা হল, আক্রমণাত্মক থাকা। রবি সেটা করেছে। বিরাটও করেছে। কিন্তু, এই ভারতীয় শিবিরে কোনও রবি শাস্ত্রী আছে? আমি মনে করি না যে রবির মত আর কেউ হতে পারবে। আর, বিরাট কোহলির জায়গাই বা কে নেবে?' এতেই না থেমে ভন বলেছেন, 'রোহিত এখানে এসে কি আগের মত ক্যাপ্টেনসি করতে পারবে? আমি মনে করি যে আগামী কয়েক সপ্তাহে সেটাও ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।'