/indian-express-bangla/media/media_files/2024/12/15/O0CJCyhLDnZ7n7qVXTGs.jpg)
Cricket Australia announces refunds for Gabba Test spectators: দর্শকদের টাকা রিফান্ড করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (বিসিসিআই এবং ক্রিকেট.কম.এইউ স্ক্রিনগ্র্যাব)
Why is Cricket Australia Issuing Refunds for the Gabba Test: শনিবার ব্রিসবেনে ধুন্ধুমার ক্রিকেটীয় লড়াই দেখার প্রত্যাশায় মাঠে হাজির হয়েছিল দর্শকরা। প্ৰথম দিনের টিকিট ম্যাচ শুরুর কয়েকদিন আগেই পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছিল। তবে গাব্বার দর্শকদের হতাশ করে দেয় বৃষ্টি। মাত্র ১৩.২ ওভার খেলা হয়। যার মধ্যে অজিরা কোনও উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ২৮ রান তুলেছে।
তবে গাব্বায় প্ৰথম দিন হাজির হওয়া ৩০,১৪৫ জন দর্শকদের জন্য সুসংবাদ বয়ে আনল ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত। জানিয়ে দেওয়া হয়েছে প্ৰথম দিনের টাকা দর্শকদের পুরোপুরি রিফান্ড করে দেওয়া হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব নিয়মেই রয়েছে গোটা বিষয়। বলা হয়েছে, কোনও টেস্টের কোনও দিন নূন্যতম ১৫ ওভার খেলা না হলে দর্শকদের পুরো রিফান্ড করা হবে।
গাব্বায় শনিবার আর মাত্র ১০ বল খেলা গড়ালেই দর্শকদের রিফান্ডের অর্থ দিতে হত না। ক্রিকেট অস্ট্রেলিয়া ১ মিলিয়ন-এর বেশি অস্ট্রেলিয়ান ডলার বাঁচাতে পারত। এতে অবশ্য আলাদা করে আর্থিক ক্ষতি হবে না ক্রিকেট সংস্থার। খারাপ আবহাওয়ার কারণে খেলায় বিঘ্ন ঘটলে সেই ঘটনার বীমা করা রয়েছে ক্রিকেটের সংস্থাটির। সেই ইন্সুরেন্স বাবদ-ই অর্থ পেয়ে যাবে সিএ।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে ফুটবল খেলে আউট উইলিয়ামসন! ইংল্যান্ডের বিরুদ্ধে বেনজির বিতর্কে কিউই কিংবদন্তি, রইল ভিডিও
তৃতীয় টেস্টে টসে জিতে প্ৰথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল টিম ইন্ডিয়া। অজিরা কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ২৮ তুলে ফেলেছে। ম্যাচের ষষ্ঠ সময়েই এক পশলা বৃষ্টি ম্যাচে সাময়িক ছেদ ফেলে। এরপরে দ্বিতীয় স্পেলের বৃষ্টি গোটা দিন ধুয়েমুছে দেয়। অবিরত বৃষ্টিতে এরপরে স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪.১৫-এ পুরোপুরি দিনের খেলায় বিরতি ঘোষণা করা হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব টিকিট পলিসি অনুযায়ী, যাঁরা সিঙ্গল ম্যাচ ডে-র টিকিট ক্রয় করবেন, তাঁরা পুরো রিফান্ড পাবেন যদি দিনের খেলা নূন্যতম ১৫ ওভার-ও না গড়ায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আপাতত ১-১। প্ৰথম টেস্ট ভারত ২৯৫ রানে জেতার পর এডিলেডে অজিরা একপেশেভাবে জিতেছে ১০ উইকেটে।