/indian-express-bangla/media/media_files/2024/12/14/0V5VJWB4tphcEDj8trvo.jpg)
Kane Williamson bizarre dismissal: অদ্ভুত আউটের শিকার
Kane Williamson's strange dismissal vs England: চলতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে অদ্ভুত আউটের শিকার হলেন কেন উইলিয়ামসন। নিজের দোষেই আউট হলেন। নিউজিল্যান্ডের ইনিংসের ৫৯তম ওভারের ঘটনা। সেই সময় ইংরেজদের হয়ে বোলিং করছিলেন ম্যাথু পটস।
প্রতিপক্ষ পেসারের বল কেন উইলিয়ামসনের প্যাডে লেগে প্রতিহত হলেও কিউই তারকা গড়িয়ে যেতে থাকা বল দূরে সরিয়ে দেওয়ার বদলে পা দিয়ে ঠেলে দেন নিজেরই উইকেটের দিকে। ব্রেন ফেড মোমেন্ট আর কী। তার আগে কিউইদের কিংবদন্তি ব্যাটার ৪৪ রানের দৃঢ়সংকল্প ইনিংস খেলছিলেন। তবে আচমকা অদ্ভুত আউট তাঁর ইনিংসে পতন ঘটিয়ে দেয়।
ম্যাচে ইংরেজ সিমাররা শেষ সেশনে দারুণ বল করে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে। ৩১৯/৯-এ দিন শেষ করে কিউইরা। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে বেশ ভালো সূচনা করেছিল। টানা দুই টেস্ট হারের পর তৃতীয় টেস্টে হ্যামিল্টনে হোয়াইটওয়াশ এড়াতে নেমেছে ব্ল্যাক ক্যাপস বাহিনী।
Most Unlucky player in the world Kane Willision.💔#NZvENG#KaneWilliamsonpic.twitter.com/GrQM8JtNmt
— NIRAJ BHARTI (@NirajBh93737956) December 14, 2024
১০৫ রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দিয়েছিলেন দুই কিউই ওপেনার টম ল্যথাম এবং উইল ইয়ং। তবে তার পরের ব্যাটাররা কেউই বড়সড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি। ওপেনারদের দুরন্তভাবে গড়ে দেওয়া পাটাতন কাজের লাগাতে পারেনি বাকি কিউই ব্যাটাররা।
আরও পড়ুন: ১ ঘড়ির দামেই IPL-এ অর্জুনকে কেনা যাবে ৩ বার! রোহিতের হাতে দুর্মূল্য ঘড়ির দাম কত
শেষ টেস্ট খেলতে নেমেছেন কিউই সুপারস্টার টিম সাউদি। ১০ বলে ২৩ রানের ইনিংসে টেস্ট কেরিয়ারের ৯৬, ৯৭, ৯৮তম ছক্কাও হাঁকিয়ে যান। তবে ৯৯ তম ছক্কা হাঁকাতে গিয়েই ধরা পড়েন সাউদি। দ্বিতীয় দিন কিউইদের হয়ে ইনিংস শুরু করবেন মিচেল স্যান্টনার।
যিনি অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন। ক্রিজে রয়েছেন উইল ও রৌরকিও। টেস্ট সিরিজের ফয়সালা আগেই হয়ে যাওয়ায় স্বান্তনা জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড চেষ্টা করছে দলের তারকা টিম সাউদিকে ভালো ফেয়ারওয়েল উপহার দিতে। সেটা পারবে কিনা, সেটা সময়ই বলবে।