Advertisment

Dhruv Jurel confirmed in Team India playing XI: পারথ টেস্টেই বাদ সরফরাজ, ভারতের শুরুর ১১-য় এই তারকা, প্ৰথমবার খেলবেন অস্ট্রেলিয়ায়

Border Gavaskar Trophy: সরফরাজের প্ৰথম টেস্টে বাদ পড়া একপ্রকার নিশ্চিত হয়ে গেল একটা পোস্টেই, তাঁর বদলে প্রথম টেস্ট কে খেলবেন, সেই উত্তরটাও এবার স্পষ্ট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sarfaraz Khan, Team India, সরফরাজ খান, টিম ইন্ডিয়া,

Sarfaraz Khan-Team India: সরফরাজও অস্ট্রেলিয়ায় ভারতীয় স্কোয়াডে রয়েছেন। (ছবি- টুইটার)

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্ট-এ বাদ পড়লেন সরফরাজ খান। বদলে সুযোগ পেলেন ধ্রুব জুরেল। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কিপার-ব্যাটার ২২ নভেম্বর, বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ খেলবেন পার্থ-এর ডব্লিউএসিএ (WACA) স্টেডিয়ামে। টিম ইন্ডিয়া চিন্তায়, প্রথম টেস্ট ম্যাচে শুভমান গিল ও কেএল রাহুলকে পাওয়া না-ও যেতে পারে। দলের ম্যাচ সিমুলেশনের সময় এই দুই খেলোয়াড় চোট পেয়েছেন। আর, সেই কারণেই প্রথম ম্যাচে তিনি বাদ পড়তে পারেন, সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisment

বর্তমানে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় একাদশ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। রোহিত শর্মাকে পাওয়া যাবে না ধরে নিয়ে তরুণদেরকে নিয়ে দল তৈরি করার ভাবনাচিন্তা চলছে। নতুন পজিশনে একাধিক খেলোয়াড়কে খেলতে দেখা যেতে পারে। তার মধ্যে ধ্রুব জুরেল খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। কয়েক মাস ধরেই বারবার আলোচনায় উঠে আসছেন এই কিপার ব্যাপার। তার মধ্যেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জুরেল একটি নতুন পোস্ট করেছেন। যা দেখে অনুরাগীরা মনে করছেন, তিনি পার্থ টেস্ট খেলবেন।

পোস্ট-এ ধ্রুব প্রথম টেস্ট ম্যাচের আগে তাঁর ছবি শেয়ার করেছেন। যা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট-এর শুরু থেকে শেষ ঘণ্টা পর্যন্ত।' জুরেল এখন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে তিনি ভারত এ স্কোয়াডে ছিলেন। কিপার-ব্যাটার, দুর্দান্ত খেলেছেন। দুই ইনিংসে ভালো রান করেছেন। যা বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)-তে তাঁর খেলার সম্ভাবনা বাড়িয়েছে।

আরও পড়ুন- ও এরকমই, গম্ভীর-পন্টিংয়ের ঝগড়ায় মুখ খুললেন সৌরভ! বিতর্ক ছড়িয়ে কার পক্ষ নিলেন মহারাজ

ভারত এ দলের হয়ে জুরেল প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৬৮ রান। সবচেয়ে বড় কথা তিনি সেই সময় এই রান করেছেন, যখন ভারত এ দল দুটি ইনিংসের প্রথমটিতে  ১১ রানে এবং দ্বিতীয়টিতে ৪৪ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে। জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জুরেলের টেস্ট অভিষেক হয়েছিল। পুরো সিরিজেই, তিনি ব্যাট হাতে ভালো খেলেছিলেন। যা ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ভারতের প্রথম ইনিংসে টেল এন্ডার হিসেবে ব্যাট করে ৯০ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে গিলের সঙ্গে ৭৭ বলে অপরাজিত ৩৯ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন। সব মিলিয়ে, জুরেল চার টেস্ট ইনিংসে একটি হাফ সেঞ্চুরি-সহ ১৯০ রান করেছিলেন। পার্থ-এ তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা আছে।

Cricket News Indian Cricket Team Australia Cricket Team Sarfaraz Khan Team India Dhruv Jurel Border-Gavaskar Trophy
Advertisment