Advertisment

Sourav Ganguly on Gautam Gambhir vs Ricky Ponting row: ও এরকমই, গম্ভীর-পন্টিংয়ের ঝগড়ায় মুখ খুললেন সৌরভ! বিতর্ক ছড়িয়ে কার পক্ষ নিলেন মহারাজ

Gautam Gambhir vs Ricky Ponting: দেশি বন্ধু না বিদেশি কিংবদন্তি, বিস্ফোরক বয়ানে পক্ষ নিলেন কার, সৌরভের অবস্থান দেখলে তাবড় ক্রিকেট মহারথীও চমকে উঠতে বাধ্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Sourav Ganguly, Ricky Ponting, গৌতম গম্ভীর, সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং

Gautam Gambhir Sourav Ganguly Ricky Ponting: পন্টিং-গম্ভীর বিবাদে গৌতমের পাশে সৌরভ। (ছবি- টুইটার)

India vs Australia: রিকি পন্টিংয়ের সঙ্গে গৌতম গম্ভীরের বিবাদে গম্ভীরের পাশে দাঁড়ালেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-এর প্রাক্তন সভাপতি বলেছেন, গম্ভীর কিছু ভুল বলেননি। পন্টিংয়ের ব্যাপারে তিনি যাই বলেছেন, পুরোপুরি ঠিকঠাক। বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে পন্টিং মন্তব্য করায় রিকি পন্টিং ও গৌতম গম্ভীরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সাংবাদিক বৈঠকে গম্ভীরকে পন্টিংয়ের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে গম্ভীর বলেছিলেন, পন্টিংয়ের নিজের দেশের ব্যাপারে মন্তব্য করা উচিত। ওঁর কোহলিকে দেখার দরকার নেই।

Advertisment

জবাবে পন্টিং পালটা মুখ খোলেন। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের দলের হোয়াইটওয়াশ নিয়েও তীব্র কটাক্ষ করেন। টিম ইন্ডিয়ার কোচকে কটাক্ষ করে পন্টিং বলেছিলেন যে গম্ভীর প্রচণ্ড চাপের মধ্যে আছে। ও একটা কাঁটার মত। গম্ভীরের সময় টিম ইন্ডিয়া ক্রমশ খারাপ খেলছে। শুধু পন্টিংই না। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আরেক অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন। তিনি পন্টিংয়ের পাশে দাঁড়িয়ে গম্ভীরকে গালমন্দ করেছিলেন। পেইনের দাবি যে গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার যোগ কোচ নন।

বর্তমান পরিস্থিতিতে টিম ইন্ডিয়া টি২০ ক্রিকেটে ভালো খেললেও একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে সেভাবে দাগ কাটতে পারছে না। একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। আর, ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে রোহিতের বাহিনী। তবে, তারই মধ্যে বাংলাদেশকে বেশ ভালো খেলে ২-০ ব্যবধানে ঘরের মাঠে হারিয়েছে টিম ইন্ডিয়া। 

তবে, সেই জয়ের আনন্দ পুরোপুরি বিষাদে ভরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড সিরিজ। ১২ বছর পর প্রথমবার ঘরের মাঠে টেস্ট ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, দীর্ঘ বছর পর ঘরের মাঠে মাঠে টেস্ট সিরিজেও পরাজিত হয়েছে। এই পরিস্থিতিতে কোচ গম্ভীরের বিরুদ্ধে সমালোচনার পরিধি ক্রমশ বাড়ছে দেখে সেই ব্যাপারে সৌরভকে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে সৌরভ বলেছেন যে, গম্ভীর এখনও কোচ হিসেবে মেয়াদের শুরুর দিকে আছে। এই অবস্থায় ওঁর পারফরম্যান্স বিচার করাটা ঠিক হবে না।

একইসঙ্গে সৌরভ বলেছেন যে গম্ভীর সবসময় তাঁর দলের জন্য লড়াই করেছেন। এই ব্যাপারে প্রাক্তন বোর্ড সভাপতি বলেন, 'আগে ওঁকে কিছুদিন দায়িত্বে থাকতে দিন। তারপর তো সমালোচনার প্রশ্ন। প্রেস কনফারেন্সে ও যা বলেছে, তা নিয়ে দেখলাম কিছু সমালোচনা হয়েছে। কিন্তু, যে যেরকম, তাঁর বিরুদ্ধে সেরকমই বলা উচিত। ও যখন আইপিএল জিতিয়েছিল, তখনও তো সেই একই গম্ভীর ছিল। এখন টেস্ট আর ওয়ানডে সিরিজ হেরেছে বলেই সমালোচনা শুরু হয়ে যাওয়াটা ঠিক না।'

আরও পড়ুন- পরিবার, বন্ধু-বান্ধব, IPL ভুলে যাও! হৃদয় উজাড় করে টিম ইন্ডিয়া তারকাকে মহা-পরামর্শ সৌরভের

পন্টিংয়ের ব্যাপারে গম্ভীরের মন্তব্য প্রসঙ্গে সৌরভ বলেন, 'ও তো ভুল কিছু বলেনি। স্টিভ ওয়া, রিকি পন্টিং, ম্যাথিউ হেডেন- সব একইরকম। ওঁদের বিরুদ্ধে এরকমই মন্তব্য করা উচিত। সবচেয়ে বড় কথা গম্ভীর তো লড়াই করছে। ওঁকে তো সময় দিতে হবে। তারপর তো পারফরম্যান্স বিচারের প্রশ্ন।' একইসঙ্গে সৌরভ বলেন, 'আগামী নয় মাস ওঁর জন্য কঠিন হতে চলেছে। বর্ডার-গাভাসকার সিরিজের পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আমার মনে হয়, গম্ভীরকে সুযোগ দেওয়া উচিত। আশাকরি গম্ভীর পারবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গম্ভীরের এই মন্তব্য সিরিজ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। গম্ভীরকে নিজের মত বলতে দেওয়া, কাজ করতে দেওয়া উচিত বলেই আমার মনে হয়।'

Virat Kohli Sourav Ganguly Gautam Gambhir Indian Cricket Team Australia Cricket Team Team India Border-Gavaskar Trophy Ricky Ponting
Advertisment