/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ind-aus.jpg)
India vs Australia Football Match Report: অস্ট্রেলিয়ার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই চালাল ভারত (ইন্ডিয়ান ফুটবল টুইটার)
ভারত: ০
অস্ট্রেলিয়া: ২ (আরভিন, বস)
IND vs AUS, Football Match Report: লড়াই ছিল ডেভিড বনাম গোলিয়াথের। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে দেওয়া অস্ট্রেলিয়া ২৫ নম্বর। ভারতের ফিফা ক্রমপর্যায় ১০২। অসম এই লড়াই ভারতের কাছে ছিল সম্ভ্রম আদায়ের। সম্মান ছিনিয়ে নেওয়ার মঞ্চেই (AFC asian cup 2024) ভারত যদি অঘটন ঘটিয়ে দেয়, সেই আশা নিয়েই গোটা দেশ চোখ রেখেছিল কাতারের স্টেডিয়ামে। আল রায়হান স্টেডিয়ামে ভারত কলার উঁচিয়ে মাঠ ছাড়ল। তবে হার বাঁচাতে পারল না। ব্লকবাস্টার ম্যাচের নির্যাস বলতে এটুকুই।
জিকসন সিং, আনোয়ার আলি, আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদ- কেউই তো নেই চোটের কারণে। ভারত চোট আঘাতে জর্জরিত হয়েও মাঠে নেমেছিল চোখে চোখ নিয়ে লড়াইয়ের প্রতিস্পৃহা নিয়ে। সেই লক্ষ্যে ভারত সফল। ভাঙা দল নিয়েও বুক চিতিয়ে লড়ে গেলেন সুনীল-সন্দেশরা। বিরতি পর্যন্ত ক্যাঙারুদের গোলের মুখ বন্ধ করে দিলেও, দ্বিতীয়ার্ধে আর পারলেন না সন্দেশ-নিখিলরা। জোড়া গোল হজম করতে হল।
#BlueTigers warming up.#AsianCup2023#AsianCup#INDAUS#IndianFootballpic.twitter.com/Ea1c1OAli2
— Shaji Prabhakaran (@Shaji4Football) January 13, 2024
শারীরিকভাবে দীর্ঘদেহী অস্ট্রেলিয়ানরা অনেক এগিয়ে। এই কারণেই অজিরা মাঝমাঠে সুবিধা পাবে, এমনটা জানত ভারত। সেই কারণেই উইং প্লে-তে গতির ওপর নজর দিয়েছিলেন ছাংতেরা। সেই সঙ্গে টিপিক্যাল ব্রিটিশ ঘরানায় লং বলে ফোকাস করেছিলেন কোচ স্টিম্যাচ। লক্ষ্য ছিল একটাই- উইং ধরে গতিতে পরাস্ত করে বক্সের মধ্যে মনবীর, সুনীলদের বল সেন্টার করে যাওয়া। এই ছকেই ভারত প্ৰথম গোল পেয়ে যেতে পারত। ডান দিক থেকে ভেসে আসা বলে উড়ন্ত হেড-ও নেন সুনীল। তবে শট লক্ষ্যভ্রষ্ট হয়।
𝐒𝐎 𝐂𝐋𝐎𝐒𝐄!!
Sunil Chhetri misses the target with a header from close range 😯
Tune in & cheer for the #BlueTigers. Watch #AUSvIND - LIVE NOW on #JioCinema & #Sports18 👈#IndianFootball#AsianDream#AsianCup2023pic.twitter.com/ijTH4QNY5e— Sports18 (@Sports18) January 13, 2024
আরও পড়ুন- আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি
সুনীলের গোল মিসের পর কিছুটা ম্যাচে ফেরে অজিরা। বেশ কয়েকটা সুযোগ পায় অস্ট্রেলিয়া। সেট পিস হোক বা ম্যাচের গতির মুখে মেটক্যাফে, বয়েলরা মিস করে বসেছিলেন।
Wishes pouring in from legends across the world 💙
Thank you Diego Forlán 🇺🇾, Nicolas Anelka 🇫🇷 and Peter Reid 🇬🇧 for your kind words 🫶🇮🇳#AsianCup2023#BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/LLe5TIdbXM— Indian Football Team (@IndianFootball) January 13, 2024
জাতীয় দলে দীপক টাংরি এই ম্যাচে সুযোগ পেয়ে যান জিকসন সিং চোট পাওয়ায়। ব্লকার হিসাবে এদিন বেশ নজরকাড়া পারফর্ম করে গেলেন বাগান তারকা। প্রথমার্ধের শেষদিকে একের পর এক আক্রমণ শানিয়েও গোল তুলে নিতে পারেনি অস্ট্রেলিয়া।
প্রথমার্ধে শক্তিশালী অস্ট্রেলিয়াকে আটকে দিলেও বিরতির পর শুরুতেই গোল হজম করতে হয় ভারতকে। প্ৰথম গোলের পুরোটাই নেপথ্যে গুরপ্রীতের অবর্ণনীয় ভুল। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা বল মিস করে বসেন তারকা গোলকিপার। নিখুঁত নিশানায় বল জালে জড়ান আরভিন।
Jackson Irvine pounces on a Gurpreet Singh Sandhu's error and slams the ⚽ into the 🥅 to give the Socceroos the lead.
Can the #BlueTigers fightback? Watch #AUSvIND - LIVE NOW on #JioCinema & #Sports18 👈#IndianFootballpic.twitter.com/0LgOYidVj0— JioCinema (@JioCinema) January 13, 2024
রক্তের স্বাদ পেয়ে যাওয়ার পর আর থামানো যায়নি অস্ট্রেলিয়াকে। গোটা ম্যাচে ধীরে ধীরে প্রাধান্য বিস্তার করতে থাকে অজিরা। মাঝমাঠ থেকে আক্রমণভাগ ভারতকে কার্যত নিখুঁত ফুটবলে ম্যাচ থেকে ছিটকে দেয়। বল পজেশন-ও নিজেদের কাছে রাখতে পারছিলেন না টাংরি, সুরেশরা। ৭২ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দেন পরিবর্ত হিসাবে নামা জর্ডন বস। রিলি ম্যাকগ্রির ক্রস স্রেফ ট্যাপ করে দলের দ্বিতীয় গোল করে যান তিনি।
Australia double their lead ✌️ with a neatly worked move finished off by Jordan Bos!#BlueTigers#AUSvIND#JioCinema#Sports18#IndianFootball#AsianCup2023#AsianDreampic.twitter.com/l2kUu8q7aw
— JioCinema (@JioCinema) January 13, 2024
দ্বিতীয়ার্ধে অজিদের জোড়া নকআউট পাঞ্চের কোনও প্রতিষধক ছিল না ভারতের কাছে।দ্বিতীয় গোল হজম করার ঠিক পাঁচ মিনিট পরেই অজিরা তিন নম্বর গোল করে ফেলতে পারত। তবে শুভাশিসের ব্লক বাঁচিয়ে দেয় ভারতকে।
Amazing atmosphere shown by @qatarmanjappada#IndianFootball#AsianCup2023pic.twitter.com/NYqn5S9lGm
— Hari (@Harii33) January 13, 2024
গোটা ম্যাচেই একাধিক সুযোগ পেয়েছে ভারত। তবে অজি রক্ষণভাগ যে কোনও আক্রমণের সুযোগই সমূলে নষ্ট করে ফেলছিল। তবে ৬৯ মিনিটে আপুইয়ার অস্ট্রেলীয় রক্ষণে আতঙ্কের সঞ্চার করে ফেলে। গোলকিপার রায়ানকে টপকে প্রায় গোলে চলে গিয়েছিল বল। তবে অজি গোলকিপার ঠিক সময়ে নিজেকে সামলে নেন।
এরপরে গুরপ্রীত ৮২ মিনিটে ফার্নারলির ফ্রিকিক দারুণভাবে বাঁচিয়ে দিয়ে আরও একবার ভারতের পতন রোধ করেন। এরপরে জর্ডন বস প্রায় নিজের দ্বিতীয় গোল করে ফেলেছিলেন। যদিও তা হয়নি। দ্বিতীয়ার্ধে ছয় মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তবে ভারত আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি।
এএফসি এশিয়ান কাপে ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার।
ভারতীয় একাদশ: গুরপ্রীত সিং (GK), সন্দেশ ঝিংগান, নিখিল পূজারি, রাহুল ভেকে, শুভাশিস বোস, মনবীর সিং, সুরেশ, দীপক টাংরি, অপুইয়া, ছাংতে, সুনীল ছেত্রী