Fox Cricket Trolled for projecting Virat Kohli as Team India skipper: আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)-তে রোহিত শর্মাকে সরিয়ে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে বিরাট কোহলিকে। এই ট্রফি নিয়ে ক্রিকেটীয় উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বের ক্রিকেট ভক্ত এবং ক্রিকেট পণ্ডিতরা এখন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছেন। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের এই সিরিজ এককথায় ক্রিকেটীয় মহাযুদ্ধ হতে চলেছে বলেই বিশেষজ্ঞদের মত।
বিশেষজ্ঞদের দাবি, এই প্রতিযোগিতায় ভারতের হয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা হলেন- বিরাট কোহলি, রোহিত শর্মা ও ঋষভ পন্থ। আর, অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা হলেন- প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও মার্নাস লাবুসচেন। তার মধ্যেই অস্ট্রেলিয়ান মিডিয়ার আসন্ন টেস্ট সিরিজের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেখানেই বলা হয়েছে যে রোহিতকে সরিয়ে ফের বিরাট কোহলির কাঁধে অধিনায়কের দায়িত্ব সঁপতে চলেছে টিম ইন্ডিয়া।
শুধু তাই নয়, অস্ট্রেলীয় মিডিয়া দাবি করেছে, আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ২২ নভেম্বর পার্থ-এ বিরাট কোহলিই উদ্বোধনী টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে টস করবেন। পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় একদিনের ম্যাচের সময়ই এই জল্পনা ছড়ানো হয়েছে। স্বভাবতই বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। কারণ, ভারত-অস্ট্রেলিয়া হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ আর মাত্র ১২ দিন পরে শুরু হবে। নেটিজেনদের অনেকে অবশ্য এই খবরে বিশ্বাস না করে ওই মিডিয়াকে ট্রোল করছে। তারপরও, ওই অস্ট্রেলীয় মিডিয়া জায়ান্ট তাদের পোস্টারে কোহলি-কামিন্সকে একসঙ্গে নিজেদের ব্যানারে রেখেছে।
এমনিতে পার্থ টেস্ট-এ রোহিত শর্মাকে পাওয়া যাবে না বলেই ধরা হচ্ছে। তিনি নিজেই বলেছেন, 'আমি পার্থ-এ প্রথম টেস্ট খেলতে পারব কি না, জানি না।' রোহিত অবশ্য ভারতীয় প্রথম দলের সঙ্গেই অস্ট্রেলিয়া গিয়েছেন। কিন্তু, শোনা যাচ্ছে যে তাঁর স্ত্রী রীতিকা সাজদেহ গর্ভবতী। আর, সেই কারণে রোহিত প্রথম টেস্ট ম্যাচে না-ও থাকতে পারেন।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার মাটিতেই চূর্ণ অস্ট্রেলিয়া! ২২ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়ে 'চ্যাম্পিয়ন' পাকিস্তান
এমনিতে রোহিত বেশ চাপে আছেন। কারণ, তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। অস্ট্রেলিয়াও অবশ্য চাপে আছে। পাকিস্তানের কাছে তারা ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে। এই পরিস্থিতিতে ক্যাঙারুরা মেন ইন ব্লু-র মুখোমুখি হতে চলেছে ঘরের মাঠে।