Gautam Gambhir press conference ahead of border gavaskar trophy: বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি দলে। কিন্তু, হর্ষিত রানাকে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে ভারতীয় এ স্কোয়াডে রাখা হয়নি। এই নিয়ে সোমবার সাংবাদিক বৈঠকে প্রশ্নের মুখে পড়লেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সাফাইয়ে গম্ভীর জানিয়েছেন, রানা ঘরোয়া টুর্নামেন্ট খেলছিলেন। সেটাও প্রথম শ্রেণির ম্যাচ। সেই জন্য আর আলাদা করে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়নি।
মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রানাকে দলে রেখেছিল বিসিসিআই। রানার বল, বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। তারপরও কেন এই দ্রুতগতির বোলারকে অস্ট্রেলিয়ায় পাঠানো হল না? সাংবাদিক বৈঠকে গম্ভীরকে সেই প্রশ্নই করা হয়েছিল। কারণ, অস্ট্রেলিয়ায় গেলে সেখানকার কন্ডিশনের সঙ্গে রানা কিছুটা হলেও মানিয়ে নিতে পারতেন। কিন্তু, দেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলায় তিনি সেই সুযোগই পেলেন না।
এই প্রসঙ্গে গম্ভীর বলেছেন, 'ও (হর্ষিত রানা) অসমের বিরুদ্ধে একটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছে। তাই আমরা মনে করেছি যে ওকে অস্ট্রেলিয়ায় আরেকটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলতে পাঠানোর কোনও দরকার নেই।' অস্ট্রেলিয়া সিরিজে রানা ভারতের পাঁচ বিশেষজ্ঞ বোলারের অন্যতম। এখনও পর্যন্ত তিনি মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৪৩টি উইকেট। রঞ্জিতে অসমের বিরুদ্ধে দিল্লির হয়ে তিনি এক ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে নিয়েছেন দুই উইকেট।
২০২৪ আইপিএলে গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর ছিলেন। আইপিএল-জয়ী এই দলের গুরুত্বপূর্ণ বোলার ছিলেন রানা। তবে, অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে আদৌ থাকতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। কারণ, রানা ছাড়াও এই দলে রয়েছেন জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও প্রসিধ কৃষ্ণ। নীতীশকুমার রেড্ডিকে এই দলে ফাস্ট বোলার কাম অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে। ভারতের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন বুমরা।
আরও পড়ুন- ভদ্রতা-সভ্যতা নেই, কেন প্রেস কনফারেন্স করছে গম্ভীর! জয় শাহদের কাছে বোমা ফাটিয়ে নালিশ মঞ্জরেকরের
গম্ভীর অবশ্য হর্ষিতের ব্যাপারে আশাবাদী। ভারতীয় দলের হেড কোচ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হর্ষিত অস্ট্রেলিয়া সিরিজে দলের সম্পদ হয়ে উঠতে পারেন। তাঁর দক্ষতা আর গতি নিয়ে কোনও সন্দেহ নেই কোচের। তবে, গম্ভীর আস্থাবান হলেও অস্ট্রেলিয়ার কন্ডিশনে রানার অনভিজ্ঞতা তাঁকে প্রথম একাদশে বাছাইয়ের সময় বিপক্ষে যেতে পারে। মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদ ও নীতীশকুমার রেড্ডিদের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা আছে। প্রসিধ কৃষ্ণা ও নীতীশকুমার রেড্ডি তো অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি ম্যাচেই খেলেছেন। তার মধ্যে কৃষ্ণ দুই ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছেন। শুধুমাত্র দ্বিতীয় ম্যাচেই নিয়েছেন ৬ উইকেট।