Advertisment

Sanjay Manjrekar on Gautam Gambhir press conference: ভদ্রতা-সভ্যতা নেই, কেন প্রেস কনফারেন্স করছে গম্ভীর! জয় শাহদের কাছে বোমা ফাটিয়ে নালিশ মঞ্জরেকরের

Gautam Gambhir press conference: কোন এক্তিয়ারে প্রেস কনফারেন্স করছে গম্ভীর! বোর্ডের কাছে সরাসরি জবাবদিহি চাইলেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gautam Gambhir, Jay Shah, Sanjay Manjrekar, গৌতম গম্ভীর, জয় শাহ, সঞ্জয় মঞ্জরেকর

Gautam Gambhir Jay Shah Sanjay Manjrekar: গৌতম গম্ভীরকে নিয়ে আপত্তি রয়েছে মঞ্জরেকরের। (ছবি- টুইটার)

Gautam Gambhir press conference ahead of border gavaskar trophy: গৌতম গম্ভীরকে বিসিসিআইয়ের সাংবাদিক বৈঠক করতে দেওয়াই উচিত না। এমনটাই মনে করেন সঞ্জয় মঞ্জরেকর। আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির আগে সোমবারই গম্ভীর সাংবাদিক বৈঠক করেছেন। যা মনঃপূত হয়নি ধারাভাষ্যকার থেকে প্রাক্তন খেলোয়াড়দের অনেকেরই। আর, এই কারণেই সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠকে ঠিকঠাক বলতে পারেন না। তাই বিসিসিআইয়ের, সাংবাদিক বৈঠক করতে হলে অধিনায়ক রোহিত শর্মা বা প্রধান নির্বাচক অজিত আগরকারকেই দায়িত্ব দেওয়া উচিত। 

Advertisment

গম্ভীরের সাংবাদিক বৈঠকের পর মঞ্জরেকরের একথা বলার কারণ, পার্থ টেস্ট ম্যাচে রোহিত শর্মার অনুপস্থিতি নিয়ে গম্ভীর সেভাবে কিছু জানাতে পারেননি। রোহিতের অবর্তমানে ভারতের দায়িত্বে কে থাকবেন, অথবা তাঁর জায়গায় কে ব্যাটিং করবেন, সেনিয়ে গম্ভীর স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। আর, এই কারণেই তাঁর সমালোচকরা ক্ষুব্ধ। মঞ্জরেকর তো সামাজিক মাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, 'এইমাত্র সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীরকে দেখলাম। বিসিসিআই তাঁকে এই ধরনের দায়িত্ব থেকে দূরে রাখলে সেটাই বুদ্ধিমানের কাজ হবে। ওঁকে বরং, পিছন থেকে কাজ করতে দিন। ও সাংবাদিক বৈঠকে ঠিকঠাক বলতে পারেনি। বরং, রোহিত অথবা আগারকার মিডিয়ার মুখোমুখি হলে, সেটাই ভালো হবে।'

ঘরের মাঠে গম্ভীরের কোচিংয়ে তিন বা ততোধিক লাল বলের ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ভারত হোয়াইটওয়াশ হয়েছে। এরপরই গম্ভীরকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ২০১২ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত। যাতে ১৮টি সিরিজে অপরাজিত থাকার এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। দলের এই খারাপ পারফরম্যান্সের পিছনে সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্বল পারফরম্যান্সকে দায়ী করেছেন অনেকেই। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং পর্যন্ত ভারতীয় দলের তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুন- ছিলেন ছেলে, হলেন মেয়ে! হরমোন থেরাপিতে লিঙ্গ বদলে ঝড় তুললেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের পুত্র

সোমবার এনিয়ে সাংবাদিক বৈঠকে রিকি পন্টিংকে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, 'ভারতীয় ক্রিকেটের সঙ্গে রিকি পন্টিংয়ের কী সম্পর্ক? ওঁর বরং অস্ট্রেলিয়ার ব্যাপারে কথা বলা উচিত। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে বিরাট কোহলি ও রোহিত শর্মা এখনও ক্রিকেটের প্রতি ঠিক কতটা অনুরাগী। তাঁরা এখনও ক্রিকেটকে অনেক কিছু দিতে চান। তাঁরা সফল হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। অতীতেও তাঁরা দেশের জন্য বহু ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। আমার আশা, অন্য খেলোয়াড়রাও ভালো খেলবেন। আমি নিশ্চিত যে দলগতভাবে ভালো খেলব। রোহিত আর বিরাটকে নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।'

Gautam Gambhir BCCI Cricket News Sanjay Manjrekar Border-Gavaskar Trophy
Advertisment