Advertisment

IND vs AUS, 1st Test Dream11 Prediction: ওয়ার্নারের জায়গায় এই তারকা! ভারতের ১১-য় একসঙ্গে জোড়া অভিষেক! দুই দলই নামাচ্ছে সেরার সেরা একাদশ

India and Australia 1st Test, Perth Test Probable 11 Prediction: পারথে প্ৰথম টেস্টে কেমন একাদশ নামাচ্ছে দুই দল, জেনে নিন একাদশ, পিচের পরিস্থিতিই বা কেমন?

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Australia, ভারত, অস্ট্রেলিয়া

India-Australia: গত দুটি সিরিজে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় সাফল্য পেয়েছে। (ছবি- টুইটার)

India and Australia 1st Test, Possible Playing XI for Perth Test: শুক্রবার থেকেই পার্থ টেস্ট। কী হতে চলেছে প্রথম একাদশ? কোন খেলোয়াড়দের ইনজুরি আছে? প্রথম টেস্ট ম্যাচের পিচ রিপোর্ট কী বলছে? এসব নিয়ে এখন দর্শকদের কৌতূহল তুঙ্গে। ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর ২০২০-২১ সালে অজিঙ্কা রাহানের নেতৃত্বে সিরিজ জিতেছে। এবার, টানা তৃতীয়বার সিরিজ জয়ের দিকে তাকিয়ে ভারত।

Advertisment

টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার দ্বিতীয় সন্তান হয়েছে। সেই জন্য তিনি প্রথম ম্যাচে থাকবেন না। ইনজুরির কারণে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছেন তিন নম্বর ব্যাটার শুভমান গিল। পরিস্থিতিও ভারতের পক্ষে নয়। ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল উঠতে হলে টিম ইন্ডিয়াকে সিরিজের পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই জিততে হবে। ভারতের যখন এই হাল, অস্ট্রেলিয়া তখন নামছে তরুণ ব্রিগেড নিয়ে। এই পরিস্থিতিতে স্মিথ, হেড ও ল্যাবুসচেনের মত অভিজ্ঞদের ওপরই মূল ভরসা রাখছে ক্যাঙারুরা। অস্ট্রেলিয়ার পেস মেশিন সামলাবেন কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড। 

গত বছর এই নভেম্বরেই ভারতের আহমেদাবাদের মাটিতে টিম ইন্ডিয়াকে একদিনের ক্রিকেটে চূর্ণ-বিচূর্ণ করে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তার একবছর পর, টিম ইন্ডিয়ার কাছে পার্থ টেস্ট প্রতিশোধের ম্যাচ হতে পারে। এই টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া এবং ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডার ও সুনীল গাভাসকারের নামে। ফলে, এই সিরিজ নিয়ে বিশেষ আবেগ রয়েছে প্রতিপক্ষ দুই দলেরই। 

সম্ভাব্য একাদশ:
অস্ট্রেলিয়া
এনএ ম্যাকসুইনি, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, টিএম হেড, এমআর মার্শ, এটি কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড
বেঞ্চ: জেপি ইঙ্গলিস, এসএম বোল্যান্ড

ভারত
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, এসএন খান, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ডিসি জুরেল, কে নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (অধিনায়ক), আকাশ দীপ, মহম্মদ সিরাজ
বেঞ্চ: রোহিত শর্মা, এআর ঈশ্বরন, শুভমান গিল, রবিচন্দ্রন অশ্বিন, প্রসিধ কৃষ্ণ, আরএ জাদেজা, এইচ রানা

দলে থাকছেন না
ভারতীয় দলে এই প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা থাকছেন না। ইনজুরির কারণে বাদ পড়েছেন শুভমন গিলও। ভারতের রিজার্ভ পেসারদের তালিকায় আহত খলিল আহমেদের জায়গায় সুযোগ পাচ্ছেন যশ দয়াল। অস্ট্রেলিয়ার এমন কোনও সমস্যা নেই। তারা সেরা স্কোয়াড নিয়েই খেলবে।

পিচ রিপোর্ট
পার্থ স্টেডিয়ামের পিচ বরাবর সিমারদের সহায়ক। পিচে পেস আর বাউন্স আছে। প্রথম দিকে যারা ব্যাট করবে, তাদের বড় স্কোর করার সম্ভাবনা আছে। প্রথম ইনিংসে ৪৫৬ রান তোলার নজিরও এই পিচে আছে। কিউরেটরের মতে, এটা ৬৫ শতাংশ ব্যাটিং সহায়ক পিচ। বোলাররা সাহায্য পাবেন ৩৫ শতাংশ। বোলারদের মধ্যে আবার পেস বোলাররা সাহায্য পাবেন ৭০ শতাংশ। স্পিনাররা সাহায্য পাবেন ৩০ শতাংশ। 

দুই অধিনায়ক:
প্যাট কামিন্স
অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৩১ বছর বয়সি কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ভারতকে ফাইনালে হারিয়ে আহমেদাবাদের মাটিতে গত বছরই একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। ডানহাতি এই পেসার টেল এন্ডার ব্যাটার হিসেবেও বেশ সফল। 

জসপ্রীত বুমরা
রোহিত শর্মার অনুপস্থিতিতে ডানহাতি পেসার জসপ্রীত বুমরা ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। পার্থের বাউন্সি পিচ। বুমরা সেখানে বিপক্ষ শিবিরে ত্রাস সৃষ্টি করতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের বোলিং তিনিই শুরু করবেন।

আরও পড়ুন- প্ৰথম টেস্টের সকালেই বৃষ্টি! পারথে কি মাথা চাপড়াতে হবে ভারত-অস্ট্রেলিয়াকে

পার্থক্য গড়ে দিতে পারেন
ভারতের যশস্বী জয়সওয়ালের প্রতি টিম ইন্ডিয়ার বিরাট ভরসা। রোহিত শর্মা না থাকলেও ভারতীয় ইনিংসের একটা দিক যশস্বী ধরে রাখবেন। অস্ট্রেলিয়ায় খেলার তেমন অভিজ্ঞতা নেই। তার পরও বাঁ-হাতি যশস্বী প্রতিপক্ষ যে কোনও দলকে নিজের দিনে তাঁর অনবদ্য ব্যাটিংয়ের মাধ্যমে ছিন্নভিন্ন করে দিতে পারেন। 

Test cricket Cricket News Indian Cricket Team Australia Cricket Team Border-Gavaskar Trophy
Advertisment