India and Australia 1st Test, Perth Test Weather Report: ফের মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর, শুক্রবার- পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হবে। জসপ্রীত বুমরার নেতৃত্বে ভারতীয় দল এই টেস্ট ম্যাচে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অপটাস স্টেডিয়ামে বিরাট কোহলির দুর্দান্ত রেকর্ড আছে। পার্থের কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তাঁরা অপটাসের বিশ্বখ্যাত ডব্লিউএসিএ পিচের আদলেই প্রথম টেস্ট ম্যাচের পিচকে বানিয়েছেন। পিচে গতি আর বাউন্স থাকবে। তবে, অস্ট্রেলিয়ায় এখন বৃষ্টি হচ্ছে। সেই জন্য পিচ তৈরি কিছুটা হলেও সমস্যায় পড়েছে।
পার্থ স্টেডিয়ামের আবহাওয়ার আপডেট
উদ্বোধনী টেস্ট ম্যাচের আগে পার্থে বৃষ্টি হয়েছে। উদ্বোধনী ম্যাচের দিনও বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি টসে প্রভাব ফেলবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। পূর্বাভাস বলছে, পার্থ টেস্ট ম্যাচে ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিটা আবার সকালেই হবে। তাতে অপটাস স্টেডিয়ামের পিচকে আরও গতিশীল করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ম্যাচের উদ্বোধনের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু, বাকি টেস্ট ম্যাচে পার্থে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, আকাশ মেঘলা থাকবে। কিন্তু, আবহাওয়ার জন্য খেলায় কোনও সমস্যা হবে না। বাতাস বইবে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে।
পার্থের পিচ রিপোর্ট
পার্থের কিউরেটর মনে করছেন, খেলা যত গড়াবে পিচে ফাটল দেখা দেবে। এখন সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু, খেলার সময় বোঝা যাবে। এই পিচে ম্যাচের প্রথম দু'দিন প্রচণ্ড গতি আর বাউন্স থাকবে। তবে, ঠিকমতো খেলতে পারলে এই পিচই আবার ব্যাটারদের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে বলেই পিচ কিউরেটর মনে করছেন।
ভারতীয় স্কোয়াডে যা ঘটতে পারে
প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে তিন জন পেসার থাকবেন। পাশাপাশি, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও থাকবেন দলে। তিন পেসার নেতৃত্বে থাকবেন অধিনায়ক জসপ্রীত বুমরা। বাকি দুই পেসার হলেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে স্পিনার হিসেবে দলে নেওয়া হবে।
আরও পড়ুন- ভারতে পা রাখছে মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা, খেলবে মহা-ম্যাচ! খরচ ৩৫ কোটি
ভারতীয় দলের কাছে এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এই টেস্টই নয়। সিরিজের প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিততে পারলে টিম ইন্ডিয়া বর্ডার-গাভাসকার ট্রফিতে জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে পারবে। পাশাপাশি, আগামী বছর ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলেও এই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তা-ও আবার যেমন তেমন করে জেতা নয়। অন্তত চারটি ম্যাচ জিততেই হবে ভারতকে। না-হলে এই সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য, অন্য দলগুলোর খেলার ফলাফলের ওপর টিম ইন্ডিয়াকে নির্ভর করে থাকতে হবে।