Advertisment

Argentina Football Team Kerala Tour: ভারতে পা রাখছে মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা, খেলবে মহা-ম্যাচ! খরচ ৩৫ কোটি

Argentina football team to visit Kerala: বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সঙ্গে মেসিকে একঝলক দেখার স্বপ্ন পূরণ হতে চলেছে ভারতের ফুটবল সমর্থকদের। গোটা দলই পা রাখতে চলেছে ভারতে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Copa America, Argentina, কোপা আমেরিকা, আর্জেন্টিনা,

Lionel Messi led Argentina: মেসির বিশ্বকাপ, কোপা জয়ী আর্জেন্টিনা খেলবে ভারতে (এএফএ)

Argentina football team to visit Kerala next year: অবশেষে ভারতে পা পড়তে চলেছে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবল টিমের। কেরালার মাটিতে এশিয়ার কোনও প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হতে পারেন নীল-সাদা জার্সিধারীরা। একথা করফার্ম করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররহিম।

Advertisment

তিনি, তাঁর প্রতিনিধিদল এবং কেরালার ব্যবসায়ী সম্প্রদায়ের এক প্রতিনিধি দল গত সপ্তাহেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার অধিকারিকদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন গত সপ্তাহে।

তিরুবন্তপুরম-এ এক সংবাদিক সম্মেলনে সেই মন্ত্রী বলেছেন, "প্রদর্শনী ম্যাচ আয়োজনের জন্য বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। ফলো আপ হিসাবে আর্জেন্টিনা প্রতিনিধি দল আগামী দুই মাসের মধ্যে এখানে পরিদর্শন করবেন। হাইপ্রোফাইল এই ফুটবল ইভেন্ট সংক্রান্ত সমস্ত আর্থিক সহায়তা করবেন রাজ্যের ব্যবসায়ী সম্প্রদায়।"

কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সম্ভবত বসবে এই ফুটবল আসর। আর্জেন্টিনা ফুটবলের প্রতিনিধি দল ভারতে আসার পরই দিনক্ষণ চূড়ান্ত করা হবে। ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ববি চেম্মানুর এর আগে দিয়েগো ম্যারাডোনাকে রাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছিলেন।

আরও পড়ুন: পারথে প্ৰথম টেস্টে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন একনজরে

তিনি বলেছেন, মেসির আগমন কেরালার ফুটবল সমর্থকদের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মত বিষয় হতে চলেছে। "ম্যারাডোনাকে দেখার জন্য প্রায় এক লাখ সমর্থক এসেছিলেন। মেসি এলে সেই সংখ্যা আরও বাড়তে পারে। সেই উদ্দীপনা চাক্ষুস করার জন্য অপেক্ষা করছি। সকলেই জানে, রাজ্যের সবথেকে জনপ্রিয় ক্রীড়াবিদ এখন ও-ই। ও সব জায়গায়। এতে বহির্বিশ্বের কাছে রাজ্যের প্রোফাইল আরও উঁচুতে পৌঁছবে।" বলেছেন তিনি।

নিজের হোমটাউন রোজারিও থেকে ১৫ হাজার কিমি দূরে মেসির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। গত বিশ্বকাপের আগে কোঝিকোড়েতে নদীর ওপর মেসির ৩০ ফুট উচ্চতার কাট আউট বানানো হয়েছিল। মেসির হাতে বিশ্বকাপ চাক্ষুস করার জন্য হাজার হাজার ফুটবল পাগল সমর্থক হাজির হয়েছিলেন কাতারে।

অনেকেই ইভেন্টের স্বেচ্ছাসেবক হয়েছিলেন, মেসিকে একঝলক চাক্ষুস করার প্রত্যাশায়। বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা- কেরালার প্রত্যেক বাড়ির ছাদে, রাস্তার প্রতি বাঁকে মেসির সহাস্য ছবি অথবা আর্জেন্টিনা দলের ছবির ব্যানার, ফ্লেক্স ছিল যেন নিত্যনৈমিত্তিক ঘটনা।

হাজার হাজার মেসির নাম সম্বলিত জার্সি বিক্রি হয় ফুটবল মরশুমে। মেসির সঙ্গে জনপ্রিয়তায় পাল্লা দিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। অনেকে আবার সংঘর্ষেও জড়িয়ে পড়েছেন ফুটবলের এই উন্মাদনায়।

এই জনপ্রিয়তা উপলব্ধি করেই আর্জেন্টিনা ফুটবল সংস্থা এবং লা লিগার তরফে মেসিকে ফটো শপের মাধ্যমে কেরালার ঐতিহ্যবাহী কসুবু মন্ডু অবতারের ছবি পোস্ট করা হয়েছে একাধিকবার। গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন করার জন্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আর্জেন্টিনার মেসির জার্সিও উপহার দেন।

READ THE FULL ARTICLE IN ENGLISH

leo messi FIFA Argentina kerala FIFA World Cup Lionel Messi
Advertisment