India vs Australia 2nd Test Live Score Streaming: ভোরে ঘুম ভেঙে দেখতে হবে না ভারত-অস্ট্রেলিয়া টেস্ট! পিঙ্ক বলের যুদ্ধ উপভোগ করতে টিভি খুলবেন কখন

India vs Australia Day Night Pink Ball Test live streaming: প্ৰথম টেস্টে অস্ট্রেলিয়া হেরে বসায় মরণ বাঁচন লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। পিঙ্ক বলের টেস্টে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia

IND vs AUS Pink Ball Test live streaming: কখন শুরু হবে পিঙ্ক বলের টেস্ট, জেনে নিন (বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া)

IND vs AUS 2nd Test Live Score Streaming: গোলাপি বলের অ্যাডিলেড টেস্ট জিতে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ ২-০ করার লক্ষ্য নিয়ে শুক্রবার নামবে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে যদিও ভারতের পারফরম্যান্স অতীতে বেশ খারাপ। ২০২০ সালে এখানেই টিম ইন্ডিয়া দলের সর্বনিম্ন টেস্ট স্কোরের সাক্ষী হয়েছিল।

Advertisment

মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই স্মৃতি ভারতীয় দলের কাছে আজও টাটকা। তার মধ্যেই স্থায়ী অধিনায়ক রোহিত শর্মার দলে প্রত্যাবর্তন হয়েছে। চোট সারিয়ে ফিরেছেন শুভমান গিলও। ফলে, টিম ইন্ডিয়ায় কিছু পরিবর্তন ঘটতে পারে। পালটা, অস্ট্রেলিয়া দলেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ হয়েছে পার্থের অপটাস স্টেডিয়ামে।

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেড ওভাল মাঠে হবে।

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে? ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ ৬ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯টা ৩০-এ শুরু হবে। টস হবে সকাল ৯টায়।

Advertisment

টিভিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখাবে?

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি স্পোর্টসে সম্প্রচারিত হবে।

আরও পড়ুন: মাত্র ২৮ বলেই সেঞ্চুরি! ইতিহাস গড়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন টিম ইন্ডিয়ার অভিষেক

ওটিটিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখাবে?

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ ডিজনি প্লাস হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে।

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পারিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, সরফরাজ খান, প্রসিধ কৃষ্ণা , রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, অভিমন্যু ইশ্বরন।

অস্ট্রেলিয়া স্কোয়াড: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুসেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড, বিউ ওয়েবস্টার, জোশ ইঙ্গলিস, ব্রেন্ডন ডগেট, শন অ্যাবট।

Cricket Australia Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy