Advertisment

সাতসকালেই দুঃসংবাদ, টেস্ট সিরিজে আর নেই কেএল রাহুল, ফিরছেন দেশে

ভারতীয় ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন দেখার সম্ভবনা ছিল। টেস্টের একাদশে নিয়মিত ছিলেন না রাহুল। তবে সিডনিতেই তাঁকে ভাবা হচ্ছিল দলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চতুর্থ টেস্ট খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। চোট পেয়ে এবার ছিটকে গেলেন লোকেশ রাহুল। বোর্ডের তরফে সকালেই প্রেস বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, অনুশীলনে ব্যাটিং করার সময় কবজিতে চোট পেয়ে বসেন তারকা ক্রিকেটার।

Advertisment

প্রেস বিবৃতির বয়ান, "শনিবার এমসিজিতে নেট অনুশীলনে ব্যাটিং করার সময় বাঁ হাতের কবজিতে মোচড় লাগে। পুরোপুরি রিকভার করতে দু-তিন সপ্তাহ লাগবে। সেই কারণে চলতি সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন কেএল।"

জানা গিয়েছে কেএল রাহুল আপাতত দেশে ফিরে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করবেন।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ায় কোভিড বিধিভঙ্গ! রোহিত-পন্থদের আইসোলেশনে পাঠানো হল

এমনিতে চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির। অস্ট্রেলিয়া উড়ে আসার আগেই চোটের শিকার হন ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, রোহিত শর্মারা। অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীনই আবার ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি, উমেশ যাদব। চোট সরিয়ে সিডনিতেই তৃতীয় টেস্টে ফিরছেন রোহিত শর্মা। তবে এর মধ্যেই আবার চোটের ধাক্কা।

ভারতীয় ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন দেখার সম্ভবনা ছিল। টেস্টের একাদশে নিয়মিত ছিলেন না রাহুল। তবে সিডনিতেই তাঁকে ভাবা হচ্ছিল দলে। পাঁচ নম্বরে হনুমা বিহারীর জায়গায় কেএল রাহুল প্রথম একাদশে ঢোকার বিষয়ে ফেভারিট ছিলেন। তবে নেট অনুশীলনের চোটই সব গড়বড় করে দিল।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI KL Rahul
Advertisment