তিনবার বাঁচলেন লাবুশানে, তবু বিপর্যয় অজিদের, ভিডিও দেখুন

তিনবার জীবন পেয়েই লাবুশানে আপাতত ৭৮ বলে ৪২ রানে ব্যাটিং করছেন। ভারতের ২৪৪ এর জবাবে অজি টপঅর্ডার ভেঙে পড়েছে।

তিনবার জীবন পেয়েই লাবুশানে আপাতত ৭৮ বলে ৪২ রানে ব্যাটিং করছেন। ভারতের ২৪৪ এর জবাবে অজি টপঅর্ডার ভেঙে পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একবার নয়, দুবার নয়, তিনবার জীবন পেলেন অজি টপ অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। ভারতীয় বোলারদের বিরুদ্ধে অজি ব্যাটিং লাইনআপের একমাত্র ব্যাটসম্যান হিসাবে দুই অঙ্কের রানে পৌঁছেছেন লাবুশানে। তবে এর মধ্যেই তিনবার জীবন পেয়েছেন তিনি।

Advertisment

এর মধ্যে প্রথমবার ১৮তম ওভারে। দুই ওপেনার ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে বুমরা ফিরিয়ে দিয়েছিলেন শুরুতেই। তারপরেই ইনিংসের উদ্ধারকার্য চালাচ্ছিল স্টিভ স্মিথ-মার্নাস লাবুশানে জুটি। দুজনেই তখন ক্রিজে নতুন। ভারতের প্রথম ইনিংসের ২৪৪ এর জবাবে অস্ট্রেলিয়া তখন ৩১/২।

আরো পড়ুন: আচমকাই বন্ধ হতে পারে টেস্ট সিরিজ, ব্রেট লি-কে বাড়ি পাঠানো হল

সেই সময়েই প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন লাবুশানে। স্বামীর একটা শর্ট পিচ গোছের বল পেয়ে সপাটে পুল করেন তারকা অজি। তবে মিসটাইমড হয়ে সেই শট পৌঁছে যায় ফাইন লেগে দাঁড়ানো জসপ্রীত বুমরার কাছে। তবে বুমরা বাউন্ডারি লাইনের ধারে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি।

Advertisment

দ্বিতীয়বার লাবুশানে জীবন পান কিছুক্ষণ পরেই। এবার অজি ব্যাটসম্যানের ক্যাচ মিস করে বসেন পৃথ্বী শ। ঘটনাচক্রে এবারেও মিসটাইমড হয়েছিল পুল শট। তবে ক্যাচ ধরতে পারেননি মুম্বইয়ের পৃথ্বী।

তার আগে লাবুশানের ক্যাচ মিস করে বসেন ঋদ্ধিমান সাহাও। ব্যাটের কানায় লেগে বল ফার্স্ট স্লিপের কিছুটা আগে পড়ে। অনেক চেষ্টা করেও বাংলার ক্রিকেট তারকা পৌঁছাতে পারেননি।

তিনবার জীবন পেয়েই লাবুশানে আপাতত ৭৮ বলে ৪২ রানে ব্যাটিং করছেন। ভারতের ২৪৪ এর জবাবে অজি টপঅর্ডার ভেঙে পড়েছে। স্কোরবোর্ডে ৭৯ রান তোলার ফাঁকেই হারাতে হয়েছে ৫ ব্যাটসম্যানকে।

লাঞ্চের বিরতির আগেই বুমরা পরপর লেগ বিফোর করেন ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে। বিরতির পর অশ্বিন নিজের প্রথম ওভারেই ফেরান স্টিভ স্মিথকে। পরে তারকা স্পিনার ট্রাভিস হেড এবং ক্যামেরন গ্রিনকেও ফেরত পাঠান। ক্রিজে লাবুশানের সঙ্গেই এখন ব্যাটিং করছেন অধিনায়ক টিম পেইন।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia