Shreyas Iyer to captain Mumbai in Syed Mushtaq Ali Trophy: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর নির্বাচক কমিটি সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য শ্রেয়স আইয়ারকে মুম্বই টি২০ দলের অধিনায়ক করল। রবিবার এনিয়ে নির্বাচক কমিটি দল বাছাই করতে বৈঠক করে। সেখানেই শ্রেয়সকে অধিনায়ক করার সিদ্ধান্ত হয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২৩ নভেম্বর শুরু হচ্ছে।
আইয়ারের নেতৃত্বে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গত মরশুমে আইপিএল জিতেছে। এমসিএ নির্বাচন কমিটি মনে করেছে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আইয়ারই সঠিক ক্রিকেটার। রঞ্জিতে মুম্বইয়ের নেতা অজিঙ্কা রাহানে। তাঁকে এর ফলে মুস্তাক আলি ট্রফিতে আইয়ারের নেতৃত্বে খেলতে হবে। রাহানের সঙ্গে কথা বলেই আইয়ারকে অধিনায়ক করা হয়েছে। এমনটাই জানিয়েছে এমসিএ।
নির্বাচক কমিটি দলে পৃথ্বী শকেও রেখেছে। পৃত্থী রঞ্জিতে দল থেকে বাদ পড়েছিলেন। তাঁকে ফিটনেস বাড়াতে বলা হয়েছিল। এমসিএর ধারণা, পৃত্থী উন্নতি করেছেন। সেই জন্য তিনি সাদা বলের ক্রিকেটে ভালো খেলতে পারবেন। এই ব্যাপারে এমসিএর এক সূত্র বলেছে, 'সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আইয়ার মুম্বই টি২০ দলের নেতৃত্ব দেবেন। শ-কেও দলে রাখা হয়েছে। রাহানে আইয়ারের নেতৃত্বে খেলবেন। কারণ, এমসিএ মনে করে যে আইয়ার এই ফরম্যাটের জন্য সঠিক বাছাই।'
আরও পড়ুন- যশস্বীকে দল থেকে বাদ দেন বলিউড পরিচালকের ছেলে! এখনও দাবি তিনি ঠিকই ছিলেন
দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার শিবম দুবে, মুশির খান ও তুষার দেশপাণ্ডে। তাঁরা এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। সেই কারণেই এমসিএ তাদের দলে রাখেনি। মুস্তাক আলি ট্রফিতে মুম্বই লিগ পর্যায়ে খেলবে- গোয়া, মহারাষ্ট্র, কেরল, নাগাল্যান্ড, সার্ভিসেস এবং অন্ধ্রের বিরুদ্ধে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি২০ ফরম্যাটের টুর্নামেন্ট। আর, মুম্বই যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সেটাও টি২০ ফরম্যাটের। সেকথা মাথায় রেখেই শ্রেয়সকে অধিনায়ক বাছা হল বলেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন। কারণ, কেকেআরের ভারতজয়ী দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। সেটাই তাঁকে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে ফ্যাক্টর হয়েছে।