Advertisment

Mitchell Marsh to shoulder charge with Virat Kohli: মাঠে কাঁধ ভেঙে দেব, সিরিজ শুরুর আগেই অস্ট্রেলীয় তারকার কুৎসিত হুঙ্কার কিং কোহলিকে

Border Gavaskar Trophy: সিরিজ শুরুর আগেই প্রকাশ্যে কোহলিকে হুমকি অস্ট্রেলীয় তারকার। এর আগে বিরাটের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন তারকা পন্টিং ও পেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli, Mitchell Marsh, বিরাট কোহলি, মিচেল মার্শ

Mitchell Marsh-Virat Kohli: কোহলিকে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন অজি তারকারা। (ছবি- টুইটার)

India vs Australia, Mitchell Marsh: আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগে বিরাট কোহলিকে বিরাট হুমকি দিলেন অজি তারকা মিচেল মার্শ। তিনি হুমকিতে বলেছেন, ম্যাচের সময় তিনি এমন বল করবেন যে কোহলি আহত হবে। মার্শ জানিয়েছেন, কোহলি ৩০ রান পেরোলেই তিনি ওই ভয়ংকর রকমের বল করবেন। এমন বল করবেন যে কাঁধে বল লেগে কোহলি আর সিরিজের বাকি ম্যাচ খেলতেই পারবেন না। 

Advertisment

সামনেই বর্ডার-গাভাসকার ট্রফি। পাঁচ ম্যাচের সিরিজের উদ্বোধনী ম্যাচ শুরু হবে পার্থের ডব্লিউএসিএ স্টেডিয়ামে। ২২ নভেম্বর শুরু হবে পার্থ টেস্ট। বিরাট কোহলি, প্যাট কামিন্স, জসপ্রীত বুমরা, মিচেল স্টার্কদের মত সেরা খেলোয়াড়রা এই ম্যাচে থাকছেন। ভালো লড়াই দেখার আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা বর্ডার-গাভাসকার ট্রফিতে দেখা যায়। ফলে, এই সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের বিরাট আশা।

এই সিরিজে কোহলি ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলবেন। কোহলি দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম সেরা ব্যাটার। তিনি যদিও বর্তমানে ব্যাড প্যাচে ভুগছেন। তবে, অস্ট্রেলিয়ায় তিনি ভালো কিছু করে দেখাতে চাইছেন। অতীতে অস্ট্রেলিয়ায় কোহলির পারফরম্যান্স বেশ ভালো। অস্ট্রেলিয়ায় ক্রিকেট দলের বিরুদ্ধে কোহলি ২৫ টেস্টে ৪৭.৪৮ গড়ে ২০০০ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৮টি সেঞ্চুরিও আছে। যার মধ্যে ৬টি দেশের বাইরে। ফলে, এবারও কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলার প্রত্যাশা করতেই পারেন।

এই পরিস্থিতিতে বর্ডার-গাভাসকার ট্রফিতে কোহলির ব্যাপারে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানেই মিচেল মার্শ জানিয়েছেন যে তিনি কীভাবে কোহলির বিরুদ্ধে খেলার পরিকল্পনা তৈরি করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মার্শ বলেছেন, 'ও ৩০ রানের বেশি করলেই ওঁর কাঁধ লক্ষ্য করে বল করব।'

আরও পড়ুন- শামির আশা চুরমার করে দিল BCCI! ৭ উইকেট নেওয়া বাংলার তারকাকে 'প্রত্যাখ্যান' জয় শাহদের

আইপিএল খেলা মিচেল স্টার্ক আবার বলেছেন, ভারতের বাইরে তিনি কোহলির বিরুদ্ধে ম্যাচ উপভোগ করতে চান। এই প্রসঙ্গে স্টার্ক বলেন, 'আমি আইপিএলে বিরাটের সঙ্গে কয়েক বছর খেলেছি। ওঁকে মাঠের বাইরেও চিনি। বহুবার পরস্পরের বিরুদ্ধে লড়াইটা উপভোগ করেছি। আমি ওঁর বিরুদ্ধে ক্রিকেট এবং প্রতিযোগিতাটা উপভোগ করতে চাই। আমি নিজের মত করে চেষ্টা করব। ওঁকে বিরক্ত করাটা আমার উদ্দেশ্য থাকবে না। আমি শুধু সেরা ক্রিকেটটা ওঁর বিরুদ্ধে খেলতে চাই।'

Virat Kohli Test cricket Cricket News Border-Gavaskar Trophy Mitchell Marsh
Advertisment