Advertisment

Mohammed Siraj Faces Boos from Gabba Crowd: সিরাজের সঙ্গে চরম দুর্ব্যবহার গাব্বায়! অস্ট্রেলীয়দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃতীয় টেস্টের শুরুতেই

Border Gavaskar Trophy, India vs Australia: সিরাজের সঙ্গে এডিলেডে ঘটেছিল জোড়া বিতর্ক। মার্নাস লাবুশেন এবং ট্র্যাভিস হেডের সঙ্গে সিরাজের দ্বৈরথ খেপিয়ে দিয়েছিল অজি দর্শকদের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammed Siraj booed by Gabba crowd

Mohammed Siraj booed by Gabba crowd: সিরাজকে গাব্বা দর্শকদের টোন টিটকিরি (টুইটার)

Mohammed Siraj faces boos from Gabba crowd: এডিলেডে ট্রাভিস হেডের সঙ্গে মহম্মদ সিরাজের বিবাদ ব্রিসবেনের গাব্বাতেও তাঁকে ধাওয়া করল। তিনি গাব্বায় বল করতে দৌড়নো শুরু করার সঙ্গে সঙ্গেই দর্শকরা তাঁকে টোন-টিটকিরি দিয়েছেন বলে অভিযোগ।

Advertisment

গত দুটো ম্যাচের মত ব্রিসবেন টেস্টেও শনিবার টিম ইন্ডিয়া টস জিতেছে। গত দুটো ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ব্রিসবেনে অবশ্য ভারত প্রথমে বোলিং নিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং শুরু করেছেন উসমান খাজা। আর, ভারতের হয়ে বোলিং শুরু করেছেন জসপ্রীত বুমরা। তাঁর পরিবর্ত বোলার হিসেবে সিরাজ বল করতে এসেছেন।

তারপরই তাঁকে দর্শকদের থেকে টোন-টিটকিরি শুরু হয়েছে। সেটা শুধু একবারই নয়। সিরাজ এরপর যতবার বল করেছেন, গাব্বা যেন সমস্বরে দর্শকাসন থেকে টিটকিরি দিয়ে গিয়েছে। গ্যালারি থেকে জোরে শোনা গিয়েছে, 'বু--উ--স' শব্দ।

Advertisment

গাব্বার দর্শকাসন থেকে লাগাতার বেরিয়ে আসা এই শব্দের সূচনা হয়েছিল এডিলেডে। সেখানেই দ্বিতীয় টেস্ট ম্যাচে সিরাজ অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার ট্র্যাভিস হেডকে আউট করার পর গ্যালারির দিকে ইঙ্গিত করেছিলেন। ম্যাচ জেতানো ১৪০ রান করা বাঁহাতি হেডের সঙ্গে এরপর সিরাজের বিবাদের জল অনেকদূর গড়ায়।

আরও পড়ুন: ক্রিকেট মাঠে 'নিষিদ্ধ' সাকিব! বড় সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

দুই খেলোয়াড়ই পরে নিজেদের মত করে বিবৃতি দিয়েছেন। হেড দাবি করেছেন, আমি তো ওঁকে কেবল 'ভাল বোলিং' করছ, বলেছিলাম। আর সিরাজ বলেছেন যে হেড মিথ্যা কথা বলছেন। অন্য কিছুই বলেছিলেন। এখন উলটো কথা বলছেন। যাই হোক, তাঁরা দু'জনেই ক্রিকেটের পরিবেশ ভঙ্গের জন্য আইসিসির দেওয়া শাস্তির মুখে পড়েছেন।

সিরাজের ম্যাচ ফি-এর ২০% জরিমানা করা হয়েছে। আর হেডকে স্রেফ একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এডিলেডের একাদশে গাব্বায় ভারত দুটো পরিবর্তন করেছে।

গোলাপি বলে দিন-রাতের টেস্ট এডিলেডে ভারত ১০ উইকেটে হেরেছে। সেই দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে গাব্বায় নেওয়া হয়েছে। আর, হর্ষিত রানার জায়গায় নেওয়া হয়েছে আকাশদীপকে। অস্ট্রেলিয়াও একটা পরিবর্তন করেছে। স্কট বোল্যান্ডের জায়গায় নিয়েছে জশ হ্যাজলউডকে। ঠিক হয়েছে, রোহিত খারাপ ফর্মের জন্য ব্যাটিং অর্ডারে ছয় নম্বরেই নামবেন। দলের হয়ে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল।

পাঁচ ম্যাচের সিরিজে আপাতত সমতা রয়েছে। দুই দলই ১টি করে ম্যাচ জিতেছে। গাব্বার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিতে ম্যাচ বারবার ব্যাহত হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'পিচে প্রচুর ঘাস আছে। আবার পিচটা কিছুটা নরমও। এই পরিস্থিতি আমরা ব্যবহার করতে চাই। বোলিং নিয়েছি, দেখা যাক কতদূর কী করা যায়। অতীতে এখানে আমরা ভালো খেলেছি। ছেলেরা ভালো খেলার জন্য মুখিয়ে আছে। প্রত্যেকেই নিজেদেরকে এই পিচে মেলে ধরতে চায়।'

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, 'এখনও পর্যন্ত সিরিজ দুর্দান্ত ভাবে চলছে। এবার গাব্বায় খেলতে এসেছি। এখানেও দুর্দান্ত কিছু করে দেখাতে চাই।'

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুসেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।

ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশকুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশদীপ

Cricket Australia Australia Mohammed Siraj Border-Gavaskar Trophy Australia Cricket Team
Advertisment