India vs Australia: বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়ার চার জন খেলোয়াড়ই প্রধান খেলোয়াড় মনে করছেন রবি শাস্ত্রী। শুক্রবারই পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে খেলবেন, এমন চার জন খেলোয়াড়কে বেছে নিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দল থেকে তিনি দু'জন করে খেলোয়াড়কে এই তালিকায় বেছে নিয়েছেন। শাস্ত্রীর মতে, এই খেলোয়াড়রা আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে প্রভাব ফেলতে পারেন।
যশস্বী জয়সওয়াল
এই তালিকায় রয়েছেন ভারতীয় দলের যশস্বী জয়সওয়াল। চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন এই বাঁ-হাতি। আইসিসির সঙ্গে কথা বলার সময় শাস্ত্রী বলেন, 'আপনি জানেন যে ও খুব ভালো স্পিন খেলে। নিজের গতিতে খেলে। সমস্ত কপিবুক শট খেলে। ওঁর খেলা আনন্দ দেয়। ও যদি একবার খেলতে শুরু করে, তবে বড় রান করতে পারে। পরপর ডাবল সেঞ্চুরি করতে হলে খিদে থাকা দরকার। নিজের গুণমান থাকা দরকার। গ্রহণযোগ্য খেলার ক্ষমতা থাকা দরকার।'
জসপ্রীত বুমরা
রোহিত শর্মার অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা পার্থে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন। ভারতীয় বোলিংয়ের জাদুকর নিজেকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছেন। শাস্ত্রী বলেন, 'ও বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। এনিয়ে কোনও সন্দেহ নেই। একদম অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের মত।'
স্টিভ স্মিথ
অতীতে অস্ট্রেলিয়ান এই তারকা ভারতের বিরুদ্ধে দেখিয়েছেন যে তিনি ঠিক কী করতে পারেন। আর, সেই কারণেই শাস্ত্রী মনে করেন যে এই সিরিজের গতিপথও স্টিভ ঠিক করে দিতে পারেন। ৬২ বছর বয়সি প্রাক্তন খেলোয়াড় শাস্ত্রী বলেন, 'ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না। আমি, মনে করি যে ও সেজন্য প্রস্তুতও। এটাই ভারতের বিরুদ্ধে ওঁর শেষ সিরিজ হতে পারে। সেই কারণে দেখার যে সিরিজটা স্মরণীয় করে রাখতে ও ঠিক কী করে। পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচে ওঁর ফর্ম দেখেই আমার একথা মাথায় এসেছে।'
আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় ঢুকছেন শামি, কাঁপবে অস্ট্রেলিয়া! বড় ইঙ্গিতে পারথ টেস্টের আগেই ঝড় তুললেন বুমরা
প্যাট কামিন্স
বুমরা যেমন ভারতীয় দলের অধিনায়ক, তেমনই প্যাট কামিন্স আবার অস্ট্রেলিয়া দলের নেতা। তাঁর নির্ভুল এবং আগ্রাসী বোলিং বহু ম্যাচেই অস্ট্রেলিয়ার ভাগ্য গড়ে দিয়েছে। এই সিরিজে তাই কামিন্সের দিকে সকলের চোখ থাকবে। এই ব্যাপারে শাস্ত্রী বলেন, 'প্যাট কামিন্সের দিকে অবশ্যই সবার নজর থাকবে। তবে, আমি একথাও বলব যে নাথান লায়নের দিকেও নজর রাখা উচিত। ভারতের বিরুদ্ধে ঘরে এবং বাইরে ওঁর দুর্দান্ত রেকর্ড আছে। কামিন্সকে বাদ দিলে বলা যেতে পারে যে নাথান লায়নও ভারতের ক্ষতি করতে পারে।'