Jasprit Bumrah on Mohammed Shami inclusion in Team India in Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়া সফরেই ভারতীয় দলে ঢুকতে পারেন মহম্মদ শামি। এবার এটা স্পষ্ট করে দিলেন পার্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। টিম ম্যানেজমেন্ট ওঁর ব্যাপারে খুব মনোযোগ সহকারে নজর রাখছে। সবকিছু ঠিকঠাক থাকলে শামিকে এখানে দেখতে পাবেন।'
শামিকে পাঁচ টেস্ট ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে রাখা হয়নি। তিনি সেই সময় ফিট ছিলেন না। কিন্তু, তারপর বাংলার হয়ে খেলতে নেমে রঞ্জিতে শামি মধ্যপ্রদেশের বিরুদ্ধে সাত উইকেট নিয়েছেন। ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য অস্ট্রেলিয়ায়, শামির মত একজন বোলারের অভাব যথারীতি তাই ভারতীয় দল অনুভব করবে। এমনটাই মত বিশেষজ্ঞদের।
শামি নিজে বারবার বলছিলেন, তিনি অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেতে পারেন। কিন্তু, সেনিয়ে টিম ইন্ডিয়া বা বিসিসিআই কোনও উচ্চবাচ্য করেনি। উলটে, এমনও কথা ভাসিয়ে দেওয়া হয়েছিল যে শামিকে অস্ট্রেলিয়া সিরিজে বিবেচনা করা হচ্ছে না। এই পরিস্থিতিতেই সাংবাদিক বৈঠকে মুখ খুললেন বুমরা। তিনি জানিয়েছেন, শামিকে টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি দলের স্থায়ী টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকেও জানানো হয়েছে।
পার্থ টেস্ট ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বুমরার কাছে তাঁর প্লেয়িং কম্বিনেশন জানতে চাওয়া হয়েছিল। পালটা বুমরা জানান, সেটা ঠিক হয়ে আছে। কিন্তু, তিনি সেটা খেলার আগে জানাতে চান না। এই ব্যাপারে বুমরা বলেন, 'আমরা আমাদের কম্বিনেশন ফাইনাল করে নিয়েছি। সেটা পরে জানতে পারবেন।'
বুমরা নিজে একজন ফাস্ট বোলার। স্বভাবতই তিনি অপর ফাস্ট বোলার শামির যন্ত্রণাটা ভালো করেই বোঝেন। গতবছর একদিনের বিশ্বকাপের পর গোড়ালির চোটের জন্য শামি টিম ইন্ডিয়ার বাইরে। কিন্তু, তিনি যতবার দলে ফিরেছেন, দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়ার পিচেও শামির ভালো পারফরম্যান্স রয়েছে।
অতীতে দেখা গিয়েছে যে শামিকে খেলতে গিয়ে নাজেহাল হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সব কন্ডিশনে বোলিং করার অভিজ্ঞতা রয়েছে ৩৪ বছর বয়সি শামির। অস্ট্রেলিয়ায় তিনি ৮টি টেস্ট খেলে দুটো ম্যাচে ৫টি করে উইকেট-সহ মোট ৩১টি উইকেট নিয়েছেন। শামির চোট থাকায় এবার অস্ট্রেলিয়া সিরিজে আকাশ দীপকে দলে নেওয়া হয়েছে।
Bumrah: We have finalised our combination. You'll come to know it tomorrow. Shami has been an integral part and the management is keeping a close eye. If everything goes well, you might see him here as well.
— RevSportz Global (@RevSportzGlobal) November 21, 2024
তবে, সিরিজে পরে ডাক পেলেও পার্থ টেস্ট-এ শামি যে খেলছেন না, সেটা নিশ্চিত। দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেডে। সেটাই সিরিজের একমাত্র গোলাপি বলের টেস্ট। সেখানে ভারতীয় দলে ফিরতে পারেন শামি। প্রথম আর দ্বিতীয় টেস্টের মধ্যে বেশ কিছুদিনের ব্যবধান রয়েছে। যার জেরে শামি দ্বিতীয় টেস্ট ম্যাচে জাতীয় দলে ফিরতে পারেন।
আরও পড়ুন- রোহিতের নেতৃত্বে প্রকাশ্যেই বিদ্রোহ, চ্যালেঞ্জ জানিয়ে নিজেকেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ঘোষণা বুমরার
বিসিসিআই-এর মেডিকেল টিম বর্তমানে শামির সুস্থতা খতিয়ে দেখছে। বাংলার পেসারকে আপাতত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে বলা হয়েছে। প্রথম টেস্ট ম্যাচে রোহিতও খেলছেন না। তাঁর ছেলে হয়েছে। সেই কারণে পার্থ টেস্টে বুমরা ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। বুমরা এর আগে ২০২২-এ ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল। সেবার, রোহিত শর্মা কোভিড আক্রান্ত হওয়ায় দল থেকে বাদ গিয়েছিলেন। কিন্তু, বুমরার নেতৃত্বে সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিততে পারেনি।