Advertisment

Virender Sehwag son Aaryavir: যেমন বাবা, তেমন ছেলে! ছক্কার আগুনে এবার ডাবল সেঞ্চুরি শেওয়াগ পুত্রের, কেঁপে গেল দুনিয়া

Cooch Behar Trophy: বাপ কা বেটা, শেওয়াগের ছেলে আর্যবীর এবার বিস্ফোরক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গেলেন, ছোট শেওয়াগকে নিয়ে প্রবল হৈচৈ ক্রিকেট মহলে

author-image
IE Bangla Sports Desk
New Update
Aaryavir Sehwag, আর্যবীর শেওয়াগ

Aaryavir Sehwag: বীরেন্দ্র শেওয়াগের ছেলে আর্যবীর। (ছবি- বীরেন্দ্র শেওয়াগের ফেসবুক এবং স্ক্রিনগ্র্যাব)

Virender Sehwag son Aaryavir scores double century: কোচবিহার ট্রফিতে ডাবল সেঞ্চুরি করলেন বীরেন্দ্র শেওয়াগের ছেলে আর্যবীর। মাঠজুড়ে দুর্দান্ত শট মেরেছেন ছোট শেওয়াগ। ২২৯ বলে করেছেন ২০০ রান। যার মধ্যে ছিল ৩৪টি বাউন্ডারি, দুটি ছয়। স্ট্রাইক রেট ছিল ৮৭.৩৪। বৃহস্পতিবার শিলংয়ের এমসিএ ক্রিকেট মাঠে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের এই রান করেছেন আর্যবীর। দিল্লির ক্রিকেটার এই ডাবল সেঞ্চুরির সুবাদে তাঁর দল ২০৮ রানের লিড নিয়েছে। দিনের শেষে দিল্লির স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ৪৬৮ রান। আর্যবীরের পাশাপাশি দিল্লির অপর ওপেনার অর্ণব বুগ্গাও সেঞ্চুরি করেছেন। দুই ওপেনার জুটিতে ১৮০ রান করেছেন। অর্ণব আবার বল হাতে তিন উইকেটও নিয়েছেন। 

Advertisment

প্রথম ইনিংসে মেঘালয় গুটিয়ে যায় ২৬০ রানে। ফাস্ট বোলার উধব মোহন নেন চার উইকেট। আর্যবীর অক্টোবরে ভিনু মানকড় ট্রফিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছেন। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে প্রতিযোগিতায় তাঁর দুর্দান্ত ৪৯ রানের সুবাদে মণিপুরের বিরুদ্ধে দিল্লি ছয় উইকেটে জিতেছে। ২০১৯ সালে বীরেন্দ্র শেওবাগ তাঁর ছেলের ব্যাপারে মুখ খুলেছিলেন। সেই সময় বড় শেওয়াগ বলেছিলেন, তাঁর ছেলেদের ক্রিকেটার হতে হবে, এমন কোনও চাপ তিনি দেন না। 

এই ব্যাপারে বীরেন্দ্র শেওয়াগ বলেন, 'আমি ওঁদের মধ্যে কখনও কোনও বীরেন্দ্র শেওবাগকে খোঁজার চেষ্টা করিনি। ওরা চাইলে বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়া বা এমএস ধোনির মতও হতে পারে। কিন্তু ওদের ক্রিকেটার হতে হবে না। ওরা ওদের পেশা ইচ্ছেমতো বেছে নিক। আমি যতদূর সম্ভব সেই ব্যাপারে ওদের সাহায্য করব। মূল কথা হল, ওদের ভালো মানুষ হওয়া দরকার। সেটাই মূল বিষয়।'

আরও পড়ুন- এই ৪ তারকাই ভাগ্য গড়বেন বর্ডার গাভাসকার ট্রফিতে! হাড্ডাহাড্ডি সিরিজের আগেই গরম ভবিষ্যৎবাণী শাস্ত্রীর

শেওয়াগ গত বছর জানিয়েছিলেন যে, তাঁর ছেলের সঙ্গে ইতিমধ্যেই আইপিএল চুক্তি হয়েছে। স্টার স্পোর্টসে তিনি বলেন, 'আমার ছেলের বয়স ১৫ বছর। আইপিএলে খেলার সুযোগ পাওয়ার জন্য ও  কঠোর পরিশ্রম করছে। আইপিএলে তরুণ প্রতিভারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। এর আগে রঞ্জিতে ভালো খেললেও অনেকে নজরে পড়তেন না। তাই তাঁরা ভারতীয় দলে জায়গা পেতেন না। কিন্তু, এখন কেউ যদি আইপিএলে ভালো খেলে, নিজের প্রতিভা তুলে ধরতে পারে, তাহলে সে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ চটপট পেয়ে যায়। আইপিএলের জন্যই দেশের বিভিন্ন রাজ্যের শিশুরাও ক্রিকেটকে বেশ গুরুত্ব দিতে শুরু করেছে। তারা আইপিএলের জন্য কঠোর পরিশ্রমও করে।'

Virender Sehwag Cricket News Aaryavir Sehwag Cooch Behar Trophy
Advertisment