Advertisment

Ravindra Jadeja: আমার জন্যই আউট হয়েছে সরফরাজ! দিন শেষেই ক্ষমা চেয়ে ভেঙে পড়লেন জাদেজা

Ravindra Jadeja takes the blame for Sarfaraz Khan run out: দেখে মনেই হচ্ছিল না, এটা তাঁর অভিষেক টেস্ট। ব্যাট করছিলেন রীতিমতো একদিনের ক্রিকেটের মেজাজে। হাফসেঞ্চুরি করেন মাত্র ৪৮ বলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ind vs Eng, 3rd Test

Ind vs Eng-3rd Test: ক্ষমা চাইলেন জাদেজা। (ছবি- ইনস্টাগ্রাম)

Ravindra Jadeja on Sarfaraz Khan run out : অভিষেক টেস্ট ম্যাচে তাঁর ভুল কলেই বৃহস্পতিবার আউট হয়েছেন টিম ইন্ডিয়ার সরফরাজ খান। আর, তারপরই ড্রেসিংরুমে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এসব দেখে অনুতপ্ত রবীন্দ্র জাদেজাও। স্বীকার করে নিলেন, সরফরাজকে কল করাটা তাঁর ভুল হয়েছিল। এই ব্যাপারে জাদেজার প্রতিক্রিয়া, 'আমি দুঃখিত। এটা আমার ভুল কলের জন্যই হয়ে গেল।'

Advertisment

সরফরাজ ইস্যুতে রোহিতের রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে। ঘরোয়া ক্রিকেট 'রান মেশিন' বলে পরিচিত হয়ে ওঠা সরফরাজ বৃহস্পতিবার রাজকোটের মাঠে রীতিমতো তেতে উঠেছিলেন। দেখে মনেই হচ্ছিল না, এটা তাঁর অভিষেক টেস্ট। ব্যাট করছিলেন রীতিমতো একদিনের ক্রিকেটের মেজাজে। হাফসেঞ্চুরি করেন মাত্র ৪৮ বলে। ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি করার নজির গড়ে অভিষেক টেস্টের অভিষেক ইনিংসেই ধরে ফেললেন হার্দিক পান্ডিয়াকে।

অর্ধশতকের পরেও সরফরাজের ব্যাট সমানতালে কথা বলছিল। একটা সময় ৬৬ বলে করে ফেলেন ৬২ রান। যার মধ্যে আছে আছে ৯টি চার ও ১টি ছয়। এসব দেখে গোটা মাঠ তখন সরফরাজ জ্বরে ভুগছেন। তাতে বাদ থাকেননি অধিনায়ক রোহিত শর্মাও। সকলেরই আশা ছিল, অভিষেক টেস্ট ম্যাচে বিরাট কিছু করে দেখাতে ভারতের এই মিডল অর্ডার ব্যাটার। কিন্তু, সেটাই হল না জাদেজার ভুল কলে।

রবীন্দ্র জাদেজাও বৃহস্পতিবার সেঞ্চুরি করেছেন। ঘটনার সময় জাদেজার রান তখন ৯৯। জেমস অ্যান্ডারসনের ওভারে তিনি লেগে বল ঠেলে সিঙ্গলস নিয়ে শতরান করার চেষ্টায় ছিলেন। সরফরাজকে রানের জন্য কল-ও করেন। সরফরাজ ক্রিজের মাঝামাঝি যাওয়ার পরেই জাদেজা হঠাৎ তাঁকে ক্রিজে ফেরত যেতে বলেন। কিন্তু, তা আর সম্ভব হয়নি। সরফরাজ ক্রিজে ফেরত যাওয়ার আগেই মার্ক উড সরাসরি থ্রোয়ে তাঁকে রান আউট করে দেন।

আরও পড়ুন- সরফরাজ আউট হতেই ফুঁসলেন রোহিত, ছুঁড়লেন টুপি! ভারতের ড্রেসিংরুমে চূড়ান্ত কলহ, দেখুন ভিডিও

সরফরাজ আউট হওয়ায় রীতিমতো হাঁফ ছেড়ে বাঁচে ইংল্যান্ড শিবির। সেটা প্রকাশ পেয়েছে প্রথম দিনের ম্যাচ শেষে ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় তথা কোচ পল ডেভিড কলিংউডের প্রতিক্রিয়ায়। তিনি বলেন, 'সরফরাজ যেভাবে খেলেছেন, অভিষেক ম্যাচে অমন খেলতে সাহসের দরকার। বেন স্টোকস চেষ্টার ত্রুটি করেননি। ওঁর জন্য সবরকম আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছিলেন। কিন্তু, লাভ হয়নি।'

আরও পড়ুন- সরফরাজকে রান আউটে ভিলেন জাদেজা! অভিষেকের স্বপ্নের ইনিংস খতম চরমতম ভুলে, দেখুন ভিডিও

এমন এক খেলোয়াড় সতীর্থেরই ভুলচুকে আউট হয়ে যাবেন, সেটা স্বভাবতই মেনে নিতে পারেননি কেউ। আর, সেটা বুঝতে পারেন জাদেজাও। আর, তারপরই তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে বসেন, 'সরফরাজ খানের জন্য খারাপ লাগছে। ওটা আমারই ভুল কল ছিল। ও ভালো খেলেছে।'

Test cricket Ravindra Jadeja Indian Team Sarfaraz Khan Indian Cricket Team
Advertisment