Ravindra Jadeja Replaced R Ashwin In India’s Playing XI for 3rd Test: পার্থ টেস্ট ভারত জিতেছে। সেই টেস্ট ম্যাচে ওয়াশিংটন সুন্দর খেলেছেন। কিন্তু, তারপর আর তাঁকে খেলানো হয়নি। এমনিতে উইনিং কম্বিনেশন না ভাঙাই রীতি। কিন্তু, এক্ষেত্রে রোহিত শর্মা ও শুভমান মিল এডিলেড টেস্টে দলে ঢুকেছেন। আর, তার সঙ্গে সুন্দরকেও বাদ দিয়েছে টিম ইন্ডিয়া। বদলে রবিচন্দ্রন অশ্বিনকে খেলিয়েছে।
কিন্তু, অফ-স্পিনার অশ্বিন অতীতে ওভালে ভালো খেললেও এবার অত্যন্ত বাজে খেলেছেন এডিলেডে। তারপরও তৃতীয় টেস্ট ম্যাচে সুন্দরকে দলে ফেরাল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ব্রিসবেনে সুন্দরের দুর্দান্ত পারফরম্যান্স অতীতে থাকলেও তাঁর বদলে রবীন্দ্র জাদেজাকে গাব্বায় দলে রেখেছেন রোহিত শর্মা-গৌতম গম্ভীররা।
এবারে এডিলেডে অশ্বিন মাত্র ১ উইকেট নিয়েছেন। আর ১৮ ওভারে ৫৩ রান দিয়েছেন। ট্রাভিস হেডের কাছে তিনি প্রচণ্ড মার খেয়েছেন। হেড এডিলেড ওভালে প্রথম ইনিংসে ১৪০ রান করেছেন। তার মধ্যে অশ্বিনকে তিনি বেশ বড়বড় কয়েকটা ছক্কা মেরেছেন। সেই অশ্বিনের বদলে ব্রিসবেনে যাঁকে দলে নেওয়া হয়েছে, সেই রবীন্দ্র জাদেজা এবারের বর্ডার-গাভাসকার সিরিজে গাব্বাতেই প্রথম ম্যাচ খেলছেন।
এর ফলে, তিন টেস্ট ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে ভারতীয় দল তাদের স্কোয়াডে থাকা প্রত্যেক স্পিনারকেই খেলাল। এর পাশাপাশি রোহিতের যুক্তি, জাদেজা গত কয়েক বছরে বিদেশে ভারতের সফল স্পিনারদের একজন। সেই জন্য, তৃতীয় টেস্টে ভারত তাঁকেই খেলাচ্ছে। তাছাড়া জাদেজা ব্যাটিংটাও মন্দ করেন না। টেস্টে অশ্বিন ও সুন্দরের চেয়ে তাঁর ভালো ব্যাটিং পরিসংখ্যানও আছে। সেই কারণে, জাদেজাকেই গাব্বা টেস্টে বাছা হয়েছে।
ভারত অধিনায়কের ধারণা, জাদেজার বাঁহাতি স্পিন দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। আর, অস্ট্রেলিয়াকে বড় সমস্যায় ফেলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশকুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ