Advertisment

Rishabh Pant Six: মাটিতে পড়ে গিয়েও উল্টো ছক্কা, পন্থের ব্যাটিং ঝড় তুলল ক্রিকেট মাঠে, দেখুন ভিডিও

India and Australia 1st Test: ভারত প্ৰথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। তবে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা আবারও বল হাতে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rishabh Pant Six

Rishabh Pant Six: পন্থের সেই দুরন্ত ছক্কা (স্ক্রিনগ্র্যাব)

India and Australia 1st Test: অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেল ঋষভ পন্থ ধামাকা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এই শট খেলতে দেখা গিয়েছিল আন্ডারসনের বিপক্ষে। গত অজি সফরেও গাব্বায় এই ট্রেডমার্ক শট খেলেছিলেন। এবার পন্থের ব্যাট থেকে পারথে প্ৰথম দিনেই বেরোল অবিশ্বাস্য শট।

Advertisment

যা দেখে আঁতকে উঠছেন সকলে। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন। ভারত তখন ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে। একে একে সাজঘরে ফিরে এসেছেন যশস্বী জয়সওয়াল, দেবদূত পাড়িক্কলরা। লাঞ্চের আগে ফিরে গিয়েছেন কেএল রাহুলও।

লাঞ্চের পর ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দরও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপরেই ম্যাচের সম্ভবত মোড় ঘোরানো পার্টনারশিপ তিনি উপহার দিয়ে যান সদ্য অভিষেক হওয়া নীতিশ রেড্ডির সঙ্গে।

এই পার্টনারশিপ চলার সময়েই সেরা শট উপহার দিয়ে যান পন্থ। প্যাট কামিন্সের বলে উইকেটের পিছন দিয়ে হাঁকাতে গিয়েও মাটিতে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তবে সুন্দর টাইমিংয়ে বল বিশাল মাঠের বাউন্ডারি পেরিয়ে যায়। এই ভিডিও পোস্ট করেছে ক্রিকেট. কম.এইউ। সঙ্গেসঙ্গেই সেই ভিডিও ভাইরাল।

আরও পড়ুন: অশ্বিন-জাদেজাকে একসঙ্গে বাদ কেন, গম্ভীরকে এবার কথার বোমা ফাটালেন গাভাসকার

শেষমেশ পন্থ ৭৮ বলে ৩৭ করে ফিরেছেন তিনটে চার, একটা ছক্কার সাহায্যে। কামিন্সই হয়েছে তাঁর ঘাতক। অন্যপ্রান্তে নীতিশ রেড্ডি ৪১ করে দলকে কোনওরকমে দেড়শো ছুঁতে সাহায্য করেছেন। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।

ভারতীয় ইনিংসে পন্থ-নীতিশ রেড্ডি বাদে কেউই ভরসা জাগানোর মত ব্যাটিং করতে পারেননি। কেএল রাহুল ভালো শুরু করেও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হন। বিরাট কোহলি মাত্র ৫ করেন। যশস্বী জয়সওয়াল, দেবদূত পাড়িক্কল রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন।

Cricket Australia Rishabh Pant Australia Indian Cricket Team Australia Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy
Advertisment