India and Australia 1st Test: পার্থ টেস্টে প্রথম একাদশে ভারতীয় দল রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে নেয়নি। বদলে প্রধান কোচ গৌতম গম্ভীর বেছে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও নীতীশকুমার রেড্ডিকে। দল বাছাইয়ে তিনি ফর্মকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে গম্ভীর সাফাইয়ে জানিয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ভারতের জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। তাই আশা করা হয়েছিল যে তাঁদের মধ্যে একজনকে খেলানো হবে। নীতীশ কুমার রেড্ডির এই ম্যাচে অভিষেক হল। তিনি পেসার কাম অলরাউন্ডার। হায়দরাবাদের এই খেলোয়াড়ের প্ৰথম শ্রেণির ক্রিকেটে সেরকম রেকর্ড নেই। অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে সফরেও তিনি ছিলেন না।
মাত্র ২৩টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। আর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে ভারতের হয়ে দুর্দান্ত খেলেছেন ওয়াশিংটন সুন্দর। তাঁকে সিরিজের মাঝপথে দলে নেওয়া হয়েছিল। তারপরও সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও ভালো খেল দেখিয়েছেন।
আরও পড়ুন: ব্যাটে-বলে 'গরু গলে যাওয়ার' মত ফাঁক, তবু আউট রাহুল! পারথ টেস্টে বিস্ফোরক বিতর্ক হাজির শুরুতেই, দেখুন
কিন্তু, সেসবকে গুরুত্ব দিতে নারাজ যাঁর নামে এই সিরিজ, সেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি অশ্বিন আর জাদেজাকে দলে না দেখে বিস্ময় প্রকাশ করেন। টেস্ট ম্যাচে যাঁদের ৯০০ উইকেট আছে, তাঁদের প্রথম একাদশে না নেওয়ায় গাভাসকার ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের তীব্র সমালোচনা করেন।
অশ্বিন-জাদেজার প্রশংসা করে গাভাসকার বলেন, 'অশ্বিন-জাদেজা না খেলায় আমি সত্যিই অবাক হয়েছি। ওঁদের টেস্ট ম্যাচে ৯০০ উইকেট আছে। ওঁরা শুধু ভারতীয় উপমহাদেশই না। বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো খেলেছে। খুবই চতুর আর অভিজ্ঞ বোলার। যদি ওঁরা উইকেট না-ও পায়, বুদ্ধি করে বোলিং করবে। বিপক্ষের স্কোর কমিয়ে দিতে পারে।'
এঁদের বদলে নীতীশকুমার রেড্ডির জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তোলেন গাভাসকার। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার এই মাঠে বাউন্ডারি অনেকটা দূরে। এখানে রবীন্দ্র জাদেজা বা রবিচন্দ্রন অশ্বিন থাকলে খুবই কার্যকর হতে পারত। তাই আমি ভেবেছিলাম, ওঁরাই দলে থাকবে। কিন্তু, এখন নতুন ম্যানেজমেন্ট, নতুন ভাবনা-চিন্তা। ওঁরা নীতীশকুমার রেড্ডিকে নিয়েছেন। রেড্ডি প্রতিশ্রুতিমান খেলোয়াড়। সে নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, তিনি কি আদৌ টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত? ও তো বেশি প্রথমশ্রেণির ম্যাচও খেলেনি। তাই আমার মনে হয় যে, নীতীশকুমার রেড্ডির নির্বাচনটা একটা আশাতীত ব্যাপার। তবে, অন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মত আমিও আশাবাদী যে নীতীশকে বাছাইয়ের সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কাজে দেবে।'
অবশ্য শুধু গাভাসকারই নন। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর নীতীশকুমার রেড্ডি ও হর্ষিত রানাকে দলে নেওয়ায় বহু নেটিজেনের সমালোচনার মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে চলতি সিরিজে ভারত কতটা কী করতে পারে, সেটাই এখন দেখার। না-হলে যে গম্ভীরের বিরুদ্ধে সমালোচনা আরও বাড়বে, সেনিয়ে কোনও সন্দেহ নেই।