Advertisment

Rohit Sharma to miss border gavaskar tests: অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই চরম ধাক্কা টিম ইন্ডিয়ার! দলের সেরা তারকাই নেই প্ৰথম ২ টেস্টে

Border Gavaskar Trophy 2024: পার্থ টেস্ট-এ অনুপস্থিত স্থায়ী অধিনায়ক, নিশ্চিত হতেই চরম ডামাডোল টিম ইন্ডিয়ায়, বিকল্প বাছতে হিমশিম টিম ম্যানেজমেন্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, ভারতীয় দল

Team India: ভারতীয় টেস্ট দল। (ছবি- টুইটার)

Rohit Sharma in Border Gavaskar Trophy: আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে রোহিত শর্মা যে খেলছেন না, সেটা নিশ্চিত। এমনটাই জানা গিয়েছে রিপোর্টে। ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচেই থাকছেন না টিম ইন্ডিয়ার স্থায়ী অধিনায়ক রোহিত। খবর বেরিয়েছিল যে তিনি দলের সঙ্গে যাবেন। কিন্তু, প্রথম টেস্ট খেলবেন না। ১০ এবং ১১ নভেম্বর, দুই দফায় টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা অস্ট্রেলিয়া রওনা দিয়েছেন। কিন্তু, শেষ পর্যন্ত জানা যায় যে রোহিত দলের সঙ্গে যাচ্ছেন না। প্রথম টেস্ট ম্যাচেও থাকছেন না। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যক্তিগত কারণেই ৩৭ বছরের রোহিত দলের সঙ্গে সফর করলেন না।

Advertisment

পার্থের ডব্লিউএসিএ (WACA) স্টেডিয়ামে ভারত এ দলের বিরুদ্ধে টেস্ট দলের তিন দিনের খেলা ইতিমধ্যেই বাতিল হয়েছে। ফলে, সিরিজের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় কোনও অনুশীলন ম্যাচ খেলছে না। রোহিত জানিয়েছেন যে দল অনুশীলন ম্যাচ খেলার বদলে সেন্টার উইকেট সিমুলেশনের সিদ্ধান্ত নিয়েছে। যাইহোক, ৩২ বছরের মধ্যে এই প্রথম ভারত-অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে পাঁচ  টেস্ট-এর সিরিজ খেলবে। দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে। তৃতীয়, চতুর্থ আর পঞ্চম টেস্ট হবে ব্রিসবেনে (১৪-২৮ ডিসেম্বর), মেলবোর্নে (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনিতে (৩-৭ জানুয়ারি)।

রোহিতের কোনও স্পষ্ট প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর বদলে কে ওপেনিং করবেন, সেই নাম বাছতে টিম ম্যানেজমেন্টকে হিমশিম খেতে হচ্ছে। অভিমন্যু ইশ্বরনকে রিজার্ভ ওপেনার হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে তিনি ব্যর্থ হয়েছেন। যার ফলে তিনি প্রথম একাদশে থাকবেন কি না, সন্দেহ। কেএল রাহুল ভারত 'এ' এবং অস্ট্রেলিয়া 'এ'-এর মধ্যে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্ট-এ ওপেন করেছিলেন। কিন্তু, তিনিও কিছু করতে পারেননি। এমনিতে ওপেনার হিসেবে রাহুল নতুন নন। গত বছর তাঁকে মিডল অর্ডারে সরিয়ে দেওয়া হয়। তার আগে পর্যন্ত রাহুল তাঁর টেস্ট কেরিয়ারে বেশিরভাগ সময় ওপেনিং করেছেন।

আরও পড়ুন- জলে গেল বরুণের ৫ উইকেট! থ্রিলারে জেতা ম্যাচ হাতছাড়া আবেশ-অর্শদীপের রান মেশিনে

জসপ্রিত বুমরা দলের সহ-অধিনায়ক। তিনি রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট-এও দলের দায়িত্বে ছিলেন বুমরা। তিনি তার আগেও টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।

Border-Gavaskar Trophy Indian Cricket Team Cricket News Rohit Sharma
Advertisment