Ajay Jadeja on Team India ahead of Australia series: আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় অজয় জাদেজা। তিনি বলেছেন, 'রোহিত শর্মা এতটাই মোটা হয়ে গিয়েছেন যে ঠিকমতো নড়াচড়াও করতে পারেন না।' তবে জাদেজা আশাবাদী যে আসন্ন সিরিজে ভারতীয় দল ভালো খেলবে। কারণ, গোটা দল নিউজিল্যান্ডের কাছে হারার পর চেগে উঠেছে বলেই মনে করেন জাদেজা।
ঘরের মাঠে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে ভারত ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মাও এই সিরিজে দাগ কাটতে পারেননি। তিনি ছয় ইনিংসে ১৫.১৭ গড়ে মাত্র ৯১ রান করেছেন। সর্বোচ্চ রান ছিল ৫২। এই পরিস্থিতিতেই জাদেজা জানিয়েছেন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে ভারত যেতে পারুক বা না পারুক অস্ট্রেলিয়া সিরিজে ভারত ভালো ফলাফল করবে।
কেন তিনি এমনটা ভাবছেন, তা-ও স্পষ্ট করেছেন জাদেজা। তিনি বলেছেন, 'ভারত একটা জেগে ওঠার ডাক পেয়েছে। আমরা এবছর টি২০ বিশ্বকাপ জিতেছি। ভারত বর্তমানে বিশ্বসেরা দল। রোহিত বিশ্বসেরা অধিনায়ক। কিন্ত, আমার মনে হয় যে ও একটু বেশি মোটা হয়ে গেছে। ভালো করে নড়াচড়াই করতে পারছে না। তবে, আমার মনে হয় যে ও অস্ট্রেলিয়া সিরিজে ভালো কিছু করে দেখাবে। সিরিজ জয় করেই ফিরবে। সে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছতে পারি ছাই না পারি।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতকে অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ ৪-০ ব্যবধানে হবে। অজয় জাদেজা এই নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভারত অতীতে নিয়মিত অস্ট্রেলিয়া সফর করেনি। তবে এখন খেলোয়াড়রা একাধিক সফরের জন্য অনেক ভালোভাবে তৈরি। এই প্রসঙ্গে ৫৩ বছর বয়সি জাদেজা বলেছেন, 'আমাদের ক্রিকেটটা এখন বদলে গেছে। আগে ভারত আট বছরে একবার অস্ট্রেলিয়ায় যেত। সেই দলে মাত্র এক বা দু'জন খেলোয়াড় থাকত, যাঁরা অস্ট্রেলিয়ায় আগে খেলেছেন। এখন একাধিক ট্যুর হয়। তাই, ভারতীয় দলের খেলোয়াড়রা অনেক বেশি তৈরি। হারানোর কিছুই নেই। শুধু ভালো করার আছে।'
আরও পড়ুন- রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন কোহলি! অস্ট্রেলিয়ান মিডিয়ায় জ্বালাময়ী পোস্টারে বিতর্কের দাবানল
রোহিত শর্মা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেনি। অস্ট্রেলিয়ায় তাঁর নামে কোনও টেস্ট সেঞ্চুরি নেই। সাত টেস্টে ৩১.৩৮ গড়ে রোহিত ৪০৮ রান করেছেন। যার মধ্যে আছে তিনটি হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার শেষ সফরে রোহিত চার ইনিংসে মাত্র ১২৯ রান করেছিলেন। এর মধ্যেই সিরিজের প্রথম টেস্ট ২২ নভেম্বর পার্থ স্টেডিয়ামে শুরু হবে। পাঁচ ম্যাচের সিরিজের জন্য ভারত ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে রাখা হয়নি অভিজ্ঞ পেস বোলার মহম্মদ শামিকে। ব্যক্তিগত কারণে প্রথম টেস্ট-এ রোহিতের অংশগ্রহণ অনিশ্চিত।