Advertisment

Rohit Sharma to miss first test against Australia: টিম ইন্ডিয়ার বুক ভাঙলেন রোহিত! বোর্ডকে দিলেন বড় আপডেট, চুরমার ভারতের স্বপ্ন

Border Gavaskar Trophy: সদ্যই দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন রোহিত। তাই আরও কিছুদিন স্ত্রী রীতিকার কাছে থাকতে চান রোহিত শর্মা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma after Team India lost to New Zealand

Rohit Sharma: সদ্য রোহিত শর্মার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। (ছবি- ফাইল)

India vs Australia, Rohit Sharma: ভাবা হয়েছিল সন্তান জন্মের পরেই জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দেবেন রোহিত শর্মা। পারথ টেস্টে তাঁকে নামানোর দাবি তীব্র হয়েছিল। তবে সমস্ত আগ্রহ এক লহমায় মুছে দিলেন রোহিত শর্মা। তিনি বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, প্ৰথম টেস্টে খেলতে পারবেন না। স্ত্রী এবং সদ্যজাতের সঙ্গে আরও কিছু সময় কাটাতে চান।

Advertisment

রোহিতের জায়গায় প্ৰথম টেস্টে নেতা হিসেবে জসপ্রীত বুমরার নাম চূড়ান্ত হয়ে গেল। ডিসেম্বরের ৬ তারিখ থেকে এডিলেডে হবে গোলাপি বলের টেস্ট। সেই টেস্টে ফিরছেন রোহিত। রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় এ দলের সঙ্গে অজি ট্যুরে থাকা দেবদূত পাড়িক্কলকে অস্ট্রেলিয়ায় আরও কিছুদিন থেকে যেতে বলা হয়েছে। পারথ টেস্টের ১৮ দলের স্কোয়াডে পাড়িক্কলকে রাখা হবে।

বোর্ডের এক আধিকারিক নিশ্চিত করে বলেছেন, "আশা করেছিলাম রোহিত অস্ট্রেলিয়ায় উড়ে যাবে। তবে ও বোর্ডকে জানিয়েছে, এই মুহূর্তে ও যেতে প্রস্তুত নয়। আরও কিছু সময় প্রয়োজন। এডিলেডে দ্বিতীয় ম্যাচে পিঙ্ক বল টেস্টের জন্য রওনা দেবে ও। প্ৰথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে নয়দিনের গ্যাপ রয়েছে। তাই নির্ধারিত সময়ের আগেই রোহিত ওখানে পৌঁছে যাবে।"

অস্ট্রেলিয়ান গ্রীষ্মে পারথ, এডিলেড, মেলবোর্ন, সিডনি এবং  ব্রিসবেনে লম্বা সময় ধরে পাঁচ টেস্ট খেলবে ভারত। বিসিসিআইয়ের প্রত্যাশা ছিল রোহিত হয়ত প্ৰথম টেস্টের আগেই দলে যোগ দেবেন। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য বর্ডার গাভাসকার ট্রফি ৪-০ ব্যবধানে জিততে হবে ভারতকে।

আরও পড়ুন- বাদ সরফরাজ, KKR-বাংলার তারকার জোড়া অভিষেক! অস্ট্রেলিয়ায় প্ৰথম টেস্টেই চমকাতে চলেছে টিম ইন্ডিয়া

শনিবার আবার শুভমান গিল আঙুলে চোট পেয়ে বিপত্তি বাঁধিয়েছেন। তাই ব্যাটিং অর্ডারে রদবদল ঘটছেই। গিল প্ৰথম টেস্টে খেলতে না পারায় দরজা খুলছে ধ্রুব জুরেলের। ওপেন করবেন কেএল রাহুল। উইকেটকিপার জুরেলকে একজন স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবে প্ৰথম একাদশে অন্তর্ভুক্ত করা হবে। সফরকারী এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুই বেসরকারি টেস্টে ৮০ এবং ৬৪ রানের দুই ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। ক্রিজে সমস্ত ভারতীয়দের মধ্যে তাঁকে সবথেকে বেশি স্বচ্ছন্দ দেখিয়েছে।

Rohit Sharma Test cricket Indian Cricket Team Baby Boy Team India Border-Gavaskar Trophy Ritika Sajdeh
Advertisment