Team India likely playing XI against Australia in 1st Test: ভারতীয় ক্রিকেট দল শুক্রবার (২২ নভেম্বর) থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ওই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার খেলার সম্ভাবনা নেই। ম্যচে তারকা ব্যাটার শুভমান গিল বুড়ো আঙুলে চোটের জন্য বাদ পড়েছেন। প্লেয়িং ইলেভেনে তাই নতুন দুই ওপেনারের নামার সম্ভাবনা রয়েছে।
ভারত টানা পঞ্চমবারের মতো বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) জিততে চাইছে। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে হেরেছে। তার ফলে, অস্ট্রেলিয়া সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সিরিজে দুর্দান্ত ব্যবধানে জিততে না পারলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে না।
শুক্রবার (১৫ নভেম্বর) ভারত অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার ফলে তাঁর পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলার সম্ভাবনা কম। সবচেয়ে বড় কথা, রোহিত এখনও অস্ট্রেলিয়ায় যাননি। তিনি প্রথম টেস্ট ম্যাচের আগে যাবেন কি না, সেটাও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, ৩৭ বছর বয়সি রোহিতের অনুপস্থিতিতে পার্থে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা।
আন্তঃ-স্কোয়াড ম্যাচ সিমুলেশনে ভারত বড় ধাক্কা খেয়েছে। তারকা ব্যাটার শুভমান গিলের বুড়ো আঙুল ফিল্ডিংয়ের সময় ফেটে গিয়েছে। ২৫ বছর বয়সি শুভমান প্রথম টেস্ট ম্যাচে তাই থাকতে পারছেন না। এই পরিস্থিতিতে টপ অর্ডার কী হবে, তা নিয়ে চিন্তায় ভারতীয় দল। কেএল রাহুল ওপেন করতে পারতেন। কিন্তু, তিনি এখন শুভমান গিলের অনুপস্থিতিতে তিন নম্বর পজিশনে নামবেন। আর, রোহিত শর্মার জায়গায় নামতে পারেন অভিমন্যু ঈশ্বরন। সম্ভবত তিনিই যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন।
চার নম্বরে নামবেন বিরাট কোহলি। গৌতম গম্ভীর এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে যাতে ৩৬ বছর বয়সি বিরাট অস্ট্রেলিয়ায় ম্যাচের ভাগ্য গড়ে দেন। আর, তিনি যাতে নিজের ফর্মটা ফিরে পান। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ঋষভ পন্থ। ধ্রুব জুরেল অষ্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করায় তিনি সরফরাজ খানের বদলে দলে ঢুকতে পারেন।
পার্থের পিচ ফাস্ট বোলারদের জন্য সহায়ক এবং বাউন্সি। সেই কারণে ভারত দলে মাত্র একজন স্পিনারকে রাখছে। যার অর্থ হল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন দলে ঢুকবেন। চার বোলার ভারতের পেস ব্যাটারি সামলাবেন। তার নেতৃত্ব দেবেন অধিনায়ক বুমরা। এছাড়া পেসারদের দলে থাকছেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ। চতুর্থ পেসার কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। তালিকায় রয়েছে নীতীশকুমার রেড্ডি ও হর্ষিত রানা। তাঁদের মধ্যে একজনের অস্ট্রেলিয়ায় অভিষেক হতে পারে। এর মধ্যে নীতীশ একজন অলরাউন্ডার। আর, ব্যাট হাতে হর্ষিতের পারফরম্যান্সও যথেষ্ট ভালো। তাঁর গড় ৪২.৬৩। পাশাপাশি, তিনি প্রচণ্ড গতিতে বলও করতে পারেন। সেটা হর্ষিতের প্লাস পয়েন্ট।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হোক এই সুপারস্টারকে! মুখ খুলে জয় শাহদের কাছে বেনজির আর্জি সৌরভের
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, আকাশ দীপ, মহম্মদ সিরাজ