/indian-express-bangla/media/media_files/2024/12/14/TeRoLMuiFr0ZYEDTAV3Z.jpg)
Rohit Sharma's bowl first decision questioned: টসে জিতে শুরুতে বোলিং নিয়েছেন রোহিত শর্মা (সুজিত সুমন টুইটার)
Rohit Sharma Trolled for opting to bowl first against Australia at Brisbane: ব্রিসবেন টেস্টে টস জিতে বোলিং নেওয়ায় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার ওপর ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ব্রিসবেনের গাব্বায় শনিবার বর্ডার-গাভাসকার টেস্ট (বিজিটি) সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হয়েছে। তার আগের দুটো টেস্ট হয়েছে পার্থ এবং এডিলেডে।
গাব্বার মত ওই দুটো টেস্টেও ভারত টস জিতেছে। কিন্তু, আগের দুটো টেস্টে ভারত টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল। ব্রিসবেনে নিল বোলিং। বৃষ্টি খেলা বেশিদূর গড়ায়নি। তবে, যতটুকুই গড়িয়েছে, ভারতীয় বোলাররা সাফল্য পাননি। উলটে জসপ্রীত বুমরার মত বোলারও রোহিতের প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
আর, এরপর দেখা গেল সোশ্যাল মিডিয়াতেও রোহিতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রোহিতের গুণমুগ্ধদের দাবি, তিনি মেঘলা ওয়েদারের কথা মাথায় রেখেই প্রথমে বোলিং বেছেছেন। কিন্তু, সবাইকে অবাক করে দিয়ে গাব্বার পিচের ওপরের দিকটা ঘাসের জন্য সবুজাভ থাকলেও তা প্রত্যাশামত বোলার সহায়ক হয়নি।
Glenn McGrath: “I’m not surprised that Rohit Sharma won the toss and bowled. He doesn’t want to get out there and bat.”@abcsport
— Ben Cameron (@BenCameron23) December 13, 2024
অস্ট্রেলিয়ান ওপেনার নাথান ম্যাকসুইনি ও উসমান খাজাকে ক্রিজে একচুলও বিরক্ত করতে পারেননি ভারতীয় বোলাররা। বুমরা এই ম্যাচে বলের সঠিক লাইন এবং লেংথ খুঁজে নেওয়ার জন্য যেন প্রাণপণে চেষ্টা চালিয়েছেন। আর খাজা সময়মত মহম্মদ সিরাজকে পিটিয়েছেন। তাঁর সেরা বোলারদের এই দুরবস্থা দেখেই ভারতীয় দলের ভক্তরা এরপর প্রথমে বোলিং নেওয়ার জন্য রোহিত শর্মার সমালোচনা শুরু করেন।
Rohit Sharma Dosn't know what to do in Australia. neither he can bat nor Captaincy.
— Satya Prakash (@_SatyaPrakash08) December 14, 2024
Jasprit Bumrah took the bold decision in Perth after winning the toss and we won the match.
Rohit Sharma showing defensive approach just because he is not in form as a batsman and he wanted to be… pic.twitter.com/dbynczWPNo
Matthew Hayden "I was really surprised that Rohit Sharma won the toss and decided to bowl,it's gonna be as good a batting condition as you're gonna see now in these first two days, with the view that it will break up and, and turn." pic.twitter.com/tMGxQiee2n
— Sujeet Suman (@sujeetsuman1991) December 14, 2024
সমর্থকদের একাংশ পিচ সম্পর্কে রোহিতের মূল্যায়ন নিয়েও প্রশ্ন তোলেন। অন্যরা মাঠে রোহিতের কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফলে ভারত অধিনায়ককে অনলাইনে প্রচুর ট্রোলিং সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য বৃষ্টি টিম ইন্ডিয়াকে বাঁচিয়ে দেয়। গাব্বায় বৃষ্টির জন্য প্রথম সেশনে ৫.৩ ওভারের পরেই ম্যাচ বাধাপ্রাপ্ত হয়। তার মধ্যেই অবশ্য আকাশদীপ কিছুটা হলেও সাফল্য পেয়েছেন।
আরও পড়ুন: রোহিতের নেতৃত্বে প্রকাশ্যেই ক্ষোভ, বিদ্রোহ! মাঠেই ক্যাপ্টেনের সিদ্ধান্তে একহাত বুম-বুম বুমরার
তিনি রীতিমতো লেংথ মেনে বল করে গিয়েছেন। সিরিজে তাঁর প্রথম ওভারে নাথান ম্যাকসুইনিকে সমস্যাতেও ফেলেছেন। আর সেই সময় সিরাজ ও বুমরা খাজাকে অফস্ট্যাম্পের বাইরে বল করে গিয়েছেন। উইকেটের মাইক্রোফোনে শোনা গিয়েছে, বল সুইং না করায় ক্ষোভ প্রকাশ করছেন বুমরা।
এই পরিস্থিতিতে বৃষ্টিই যেন বাঁচিয়ে দিল টিম ইন্ডিয়াকে। ম্যাচ বন্ধ হওয়ার সময় ক্রিজে ম্যাকসুইনির রান ছিল ৪, খাজার ১৯। যার সুবাদে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ২৮। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচের প্রথম দিনের বাকি অংশ পরিত্যক্ত হয়।