Jasprit Bumrah questions Rohit Sharma's bowl first decision in Gabba Test: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রোহিত শর্মার প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরা। ব্রিসবেনের গাব্বায় শনিবারই তৃতীয় টেস্ট শুরু হয়েছে। পার্থ এবং এডিলেডে, আগের দুটো টেস্ট ম্যাচের মত এই ম্যাচেও টস জিতেছে টিম ইন্ডিয়া।
কিন্তু আগের দুটো টেস্ট ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং নিলেও গাব্বায় প্রথমে বোলিং নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর তাতেই অসন্তুষ্ট দলের পেসার বুমরা। তিনি জানিয়েছেন গাব্বার পিচে এখনও পর্যন্ত কোনও সুইং কাজ করেনি। বৃষ্টিতে ম্যাচ থেমে যাওয়ায় ভারত কার্যত বেঁচে গিয়েছে। না হলে, গাব্বায় প্রথম দিনের ম্যাচের প্রথম সেশন ভারতীয় দর্শকদের বিরক্তিই বাড়িয়েছে।
চতুর্থ ওভারের সময়, ভারতীয় খেলোয়াড়রা বল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আম্পায়ারকে বল পরীক্ষার অনুরোধ করেন। ভালো বল করার চেষ্টা চালান মহম্মদ সিরাজ। পরের ওভারে, জসপ্রীত বুমরা সুইং দেওয়ার চেষ্টা চালান। কিন্তু, বলটি খুব বেশি সুইং করেনি। যা নিয়ে বুমরা হতাশা প্রকাশ করেন।
Ah, oh! 😮💨
— Star Sports (@StarSportsIndia) December 14, 2024
What will #TeamIndia pull out of their armory for the first breakthrough? 🙊#AUSvINDOnStar 👉 3rd Test, Day 1, LIVE NOW only on Star Sports! #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/kAX2Suh557
স্ট্যাম্পের মাইক্রোফোনে শোনা যাচ্ছে বুমরা বলছেন, 'যেখানেই বল করছি, কোনও সুইং করছে না।' উসমান খাজা ও নাথান ম্যাকসুইনি বৃষ্টিবৃঘ্নিত ম্যাচের প্রথম দিন অপরাজিত আছেন। ম্যাচ তাঁদের নিয়ন্ত্রণেই ছিল। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে পর্যন্ত অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে তোলে ২৮ রান।
টানা বৃষ্টি এবং ভারী বর্ষণের মধ্যেই শুরু হয় মধ্যাহ্নভোজের বিরতি। বৃষ্টিতে দিনের দ্বিতীয় সেশনটিও ভেস্তে গিয়েছে। প্রথম সেশনে নাথান ম্যাকসুইনি করেন ৪ রান, উসমান খাজা ৪৭ বলে ১৯ রান করেন। জসপ্রীত বুমরা ছয় ওভার বোলিং করেছেন। তিনটি মেডেন নিয়েছেন। মাত্র ৮ রান দিয়েছেন।
আরও পড়ুন: সিরাজের সঙ্গে চরম দুর্ব্যবহার গাব্বায়! অস্ট্রেলীয়দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃতীয় টেস্টের শুরুতেই
আকাশদীপ, হর্ষিত রানার জায়গায় দলে ঢুকেছেন। তিনি ৩.২ ওভার বোলিং করেছেন। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে মাত্র ২ রান দিয়েছেন। দুটি মেডেন ওভার নিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় দল সম্পর্কে মুখ খুলেছেন প্রাক্তন স্পিনার সুনীল জোশী। তিনি বলেছেন যে, বুমরার ফিটনেসই এই সিরিজে ভারতের সবচেয়ে উদ্বেগের বিষয়।
পেসার প্রসিধ কৃষ্ণ ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের বাকি ম্যাচে বুমরার জায়গায় খেলতে পারেন। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে জোশী বলেছেন, বুমরার কাজের চাপ কমাতে হবে। না-হলে তাঁর ফিটনেস বজায় রাখা কঠিন।
জোশী বলেছেন, 'বুমরার ফিটনেসই আমার একমাত্র উদ্বেগের বিষয়। আমরা এডিলেড টেস্টে বুমরাকে ফিটনেস সমস্যায় পড়তে দেখেছি। তার প্রেক্ষিতে, ভারতীয় থিংক ট্যাংক বাকি টেস্ট ম্যাচগুলোয় আশাকরি বুমরাকে ঠিকঠাক ব্যবহার করবে। প্রসিধ কৃষ্ণকে বাজিয়ে দেখা যেতে পারে। ও খুব ভালো ফাস্ট বোলার। বেশ লম্বা। সম্পূর্ণ ফিট, সেটা দলীপ ট্রফিতেই দেখা গেছে।'
কৃষ্ণ ভারতের হয়ে মাত্র দুটো টেস্ট খেলেছেন। দুটোই সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে। টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়া এ ম্যাচেও তিনি ভালো খেলেছেন। ১৭.৩০ গড় রেখে ১০ উইকেট নিয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ অবস্থায় আছে।