Advertisment

Sourav Ganguly advises KL Rahul: পরিবার, বন্ধু-বান্ধব, IPL ভুলে যাও! হৃদয় উজাড় করে টিম ইন্ডিয়া তারকাকে মহা-পরামর্শ সৌরভের

Border Gavaskar Trophy: লখনউয়ের ঘটনায় বিরাট চাপ বেড়েছে কেএল রাহুলের, মহামন্তব্য সৌরভের, ভারতের অন্যতম সেরা ক্রিকেটারকে দিশা দেখালেন প্রাক্তন বোর্ড সভাপতি

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, Sourav Ganguly, টিম ইন্ডিয়া, সৌরভ গাঙ্গুলি,

Team India-Sourav Ganguly: রাহুলের প্রতি ভরসা রাখলেন সৌরভ। (ছবি- ফাইল)

India vs Australia: অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)-র আগে ব্যাটসম্যান কেএল রাহুলকে বিরাট পরামর্শ দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন যে কেএল রাহুলকে তাঁর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আর, এজন্য অনুশীলনে কঠোর মনোনিবেশ দরকার। সেটা করার জন্য পরিবার এবং বন্ধুদের থেকে দূরে থাকতেও পরামর্শ দিয়েছেন সৌরভ।

Advertisment

ভারত ২২ নভেম্বর, শুক্রবার পার্থ-এর অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ খেলবে। ম্যাচ সিমুলেশন করার আগে টিম ইন্ডিয়া ডব্লিউএসিএ (WACA) নেটে তিন দিন অনুশীলন করেছে। তবে, প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল এখনও কম্বিনেশন চূড়ান্ত করতে পারেনি। আর, এই পরিস্থিতিতেই কেএল রাহুলকে নিয়ে মুখ খুলেছেন সৌরভ।

এক কথোপকথনে তিনি বলেছেন যে, রাহুলের মূল সমস্যা তাঁর আত্মবিশ্বাসের অভাব। উত্থান-পতন কেরিয়ারে লেগেই থাকে। এখন হারানো ফর্ম ফিরে পেতে হলে রাহুলকে কঠোর পরিশ্রম করতে হবে। এই প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, 'আত্মবিশ্বাসটা দরকার। রাহুলকে নিজের সঙ্গে কথা বলতে হবে। নিজেকে বোঝাতে হবে, বাকি সব বাদ। কেরিয়ারে উত্থান-পতন ঘটেই থাকে। আত্মবিশ্বাসও কমবে আবার আসবে। আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। সেজন্যই আমি নেটে কঠোর অনুশীলন করছি।'

পাশাপাশি গাঙ্গুলি আরও বলেন, 'আমি জানি যে ও অনেক কিছু পেরিয়ে এসেছে। লখনউ সুপার জায়ান্টস ছেড়েছে। তবে, এটা এখনও জানি না যে ওরা আবার রাহুলকে নিলামে কিনবে কি না। তবে, আমি নিশ্চিত যে রাহুল একটা ভালো দলেই যাবে। আইপিএলে ভালো খেলবে। কিন্তু, এই ধরনের ব্যাপারগুলো খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করে।'

সৌরভ আরও বলেছেন, 'অনেক নতুন খেলোয়াড় উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি ভারতীয় দল ভালো খেলেছে। সুতরাং, কেউ এখন একইভাবে খেলা চালিয়ে যেতে পারবে না। আর, এটা প্রত্যাশা করে বসে থাকতে পারবে না যে তাঁকে ডাকবেই। কারণ, সেখানে অন্য কেউও সুযোগ পেয়ে যেতে পারে। সেই জন্য ভালো খেলতে হলে বন্ধু, পরিবার, নিলাম, আইপিএল- সব কিছু থেকে এখন মন সরিয়ে নিয়ে একাগ্রভাবে অনুশীলন করতে হবে। আয়নার দিকে তাকিয়ে বলতে হবে, আমাকে এবার অন্যভাবে খেলতে হবে। সেটা করার দরকার আছে। এই সময়টায় শক্ত হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে যে রাহুলও দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছিল।' 

আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত ভারতীয় দলে যোগ দিচ্ছেন দুই মহাতারকা! প্ৰথম টেস্টের আগেই চনমনে টিম ইন্ডিয়া

আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের জন্য ভারতের প্রস্তুতির জন্য কেএল রাহুল ও ধ্রুব জুরেল প্রথম দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল। দুই খেলোয়াড়ই এমসিজিতে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে দুটো ম্যাচ খেলেছে। রাহুল কোনও ম্যাচেই ভালো খেলতে পারেননি। তারপরও রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে না পারলে তাঁর জায়গায় কেএল রাহুলকে ইনিংস শুরু করার দায়িত্ব দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞতার কারণেই রাহুলের ওপর আস্থা রাখছে দল। তবে, এই ব্যাপারে অভিমন্যু ঈশ্বরনের কথাও টিম ম্যানেজমেন্ট মাথায় রাখছে বলেই জানা গিয়েছে।

Sourav Ganguly IPL KL Rahul T20 Indian Cricket Team Team India LSG Border-Gavaskar Trophy
Advertisment