Advertisment

Sourav Ganguly on Mohammed Shami comeback: অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হোক এই সুপারস্টারকে! মুখ খুলে জয় শাহদের কাছে বেনজির আর্জি সৌরভের

Border Gavaskar Trophy: বাংলার তারকাকে টিম ইন্ডিয়ার অন্তর্ভুক্তিতে সওয়াল করলেন এবার মহারাজ। অস্ট্রেলিয়া সিরিজেই দলে ঢুকতে পারেন এই সুপারস্টার?

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah, Sourav Ganguly, জয় শাহ, সৌরভ গাঙ্গুলি

Jay Shah-Sourav Ganguly: জয় শাহ ও সৌরভ গাঙ্গুলি। (ছবি- টুইটার)

Sourav Ganguly on Mohammed Shami: রঞ্জিতে বাংলার হয়ে দুর্দান্ত খেলায় অস্ট্রেলিয়া সফরের মধ্যেই টিম ইন্ডিয়ায় ডাক পেতে পারেন মহম্মদ শামি। এমনটাই মনে করছেন বাংলা ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। মহম্মদ শামি গত একবছর ভারতীয় দলে নেই। গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই তিনি গোড়ালির চোটের জন্য জাতীয় দলের বাইরে। সেই শামিই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে সাত উইকেট নিয়েছেন। এই ম্যাচে মধ্যপ্রদেশকে বাংলা ১১ রানে পরাজিত করেছে। আর এসব দেখেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ঢুকতে পারেন শামি।

Advertisment

শনিবারই ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১ রানে জয়ী হয়েছে বাংলা। শামি এই ম্যাচে ১৫৬ রানে ৭ উইকেট নিয়েছে। শুধু বলেই নয়, ব্যাট হাতেও ক্যারিশমা দেখিয়েছে শামি। ৩৬ বলে করেছে ৩৭ রান। তারপরই শামির প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেছেন, 'আমি ওঁকে অস্ট্রেলিয়া পাঠাব। ওঁকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে হবে না। ও পার্থ টেস্ট মিস করলেও ওঁকে আমি অস্ট্রেলিয়া পাঠাব। ও ভালো বোলিং করে যাচ্ছে। ওঁর অস্ট্রেলিয়া সফরে থাকা উচিত। ও আজও বোলিং করেছে।'

সৌরভ একথা বললেও ভারতের ১৮ সদস্যের স্কোয়াডে শামিকে রাখেননি নির্বাচকরা। তবে, শামির ছেলেবেলার কোচ মহম্মদ বদরুদ্দিনের আশা, তাঁর ছাত্র বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের মধ্যেই কোনও এক সময় অস্ট্রেলিয়ায় যাবে। এই প্রসঙ্গে বদরুদ্দিন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, 'ও অ্যাডিলেড (দ্বিতীয়) টেস্টের পর ভারতীয় দলে যোগ দেবে। এখন ও নিজের ফিটনেস প্রমাণ করেছে। উইকেট নিয়েছে, সফরের দ্বিতীয়ার্ধে দলের জন্য ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।'

আরও পড়ুন- পারথ টেস্টেই বাদ সরফরাজ, ভারতের শুরুর ১১-য় এই তারকা, প্ৰথমবার খেলবেন অস্ট্রেলিয়ায়

পার্থ টেস্ট সম্পর্কে বলতে গিয়ে আকাশ দীপের আগে প্রসিদ কৃষ্ণকে জায়গা দিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, '২২ নভেম্বর পার্থ টেস্ট শুরু হবে। শামি পার্থ টেস্ট মিস করতেই পারে। তবে, আমার মনে হয় উচ্চতা এবং কন্ডিশনের জন্য আকাশ দীপের চেয়ে প্রসিধ কৃষ্ণ প্রথম দলে জায়গা পাওয়ার ব্যাপারে এগিয়ে আছে। আর, শামিরও অস্ট্রেলিয়া সফরে থাকা উচিত। অ্যাডিলেড টেস্ট খেলার জন্য তৈরি হওয়া উচিত।'

Sourav Ganguly Test cricket Ranji Trophy Cricket News Indian Cricket Team Mohammad Shami Australia Cricket Team Border-Gavaskar Trophy
Advertisment